সঙ্গীত লিপিবদ্ধকরণের জন্য সরঞ্জাম তৈরি

রাইজিং ভয়েসেস ক্ষুদ্র অনুদান প্রাপ্ত প্রকল্পের সর্বশেষ খবর

Community of sticker designers collaborating. Photo by project.

স্টিকার ডিজাইনার সম্প্রদায় সহযোগী হিসেবে কাজ করছে। ছবিটি প্রকল্প থেকে সংগৃহীত।  

অনেক অনেক বছর ধরে সঙ্গীত নিয়ে কাজ করার পর আমরা অনুভব করলাম যে সঙ্গীতের ব্যান্ডের কাজগুলো কোন দলিল আকারে লিপিবদ্ধ করে রাখা প্রয়োজন। কেননা এই ব্যান্ডগুলো আমাদের চারপাশের নানা বাস্তবতা নিয়ে কথা বলে। মেক্সিকোতে সহিংসতার বিকল্প পথ নিয়ে তারা কীভাবে কথা বলে? সাম্প্রদায়িকতা নিয়ে আমরা কি বলতে পারি? অসমতা নিয়ে কথা বলা কি আদৌ সম্ভব? তারা বিকল্প ব্যবস্থা নিয়ে কি করে গান লিখছেন? সামাজিক বিভিন্ন সমস্যার প্রতিক্রিয়ায় গাওয়া গানগুলো নিয়ে একটি তালিকা কি সম্মিলিতভাবে তৈরি করা সম্ভব? 

Fabricación-de-Rack-para-Podcast-y-cuadros-para-serigrafía-3.1-450x600

আর এই কাজের জন্য নিজেদের কাছেই নিজেদের জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ যে কোন উপায়টি অবলম্বন করা বেশি কার্যকর হবে। এমন সরঞ্জাম ব্যবহার করতে হবে যার মাধ্যমে গানগুলো সবচেয়ে বেশি ফলপ্রসূ উপায়ে শেয়ার করা যায়। আর এভাবে প্রয়োজনের খাতিরেই সাংস্কৃতিক দলিল তৈরি করার জন্য সান্টিয়াগুয়েরো র‍্যাক ডি.আই.টি. তৈরি করা হয়েছে।

এটি একটি সহযোগীতামূলক কাজ। সঙ্গীতের একেবারে মৌলিক বিশদ বর্ননা নিয়ে কাজ করা বিভিন্ন ব্যান্ড এতে অংশ নিয়েছে। এই তালিকা সাজাতে যারা আমাদের গ্রাফিক ডিজাইন সূচী দিয়ে সাহায্য করতে পারবেন, সেসব পরিবর্তন নিয়ে আসা সম্প্রদায়কে আমরা আমাদের সাথে কাজ করার আমন্ত্রণ জানাচ্ছিঃ

যেকোন মূল্যে নিজেদের এসব দলিল দস্তাবেজ তৈরি করা কেন এত গুরুত্বপূর্ণ? আমরা বিশ্বাস করি আমাদের চারপাশে যেসব কন্ঠস্বর আছে তাদের শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি শুনতে শেখা এবং শোনানোর মাধ্যমে সম্মিলিতভাবে সঙ্গীতের জন্য পথ তৈরি করা সম্ভব। আর এ পথেই সামাজিক নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হবে। এই সম্মিলিত উদ্যোগে প্রথম যোগ দিয়েছেন মায়াক্ল্যান এবং প্যাটবয়। এই ব্লগ পোস্টটি তাদেরকে উৎসর্গ করা হল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .