মুক্তির গান গেয়ে মেসেডেনিয়ান মিডিয়ায় অবাঞ্চিত সে দেশের জনপ্রিয় হিপ হপ শিল্পী

A still from Toni Zen's video clip "Under Control."

টনি জেনের ভিডিও “আন্ডার কন্ট্রোল” এর একটি স্থির চিত্র।  

খুব বেশি দিনের কথা নয়, টনি জেন ছিলেন মেসেডোনিয়ার সবচেয়ে হিপ হপ তারকা। তিনি ছিলেন দেশের মিডিয়ার প্রিয়ভাজন, যার প্রতিটি পদক্ষেপ মিডিয়াগুলো অনুসরণ করত। তবে, বাক স্বাধীনতা সম্পর্কে একটি গান মুক্তি পাওয়ার পর থেকেই জেন যেন মেসেডোনীয় মিডিয়ায় অবাঞ্চিত হয়ে গেছেন।

দেশের মিডিয়াগুলো দক্ষতার সাথে তার কাজের সৌন্দর্য বারবারই প্রশংসা করেছে, প্রধানমন্ত্রীর প্রধান দেহরক্ষীর শরীরচর্চার বন্ধুটির প্রতি যেমনটি সবসময় আকর্ষণ থাকে – যাকে একবার টনির একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে – এবং সারভাইভার রিয়ালিটি শো’র আঞ্চলিক সংস্করণে তার অংশগ্রহণের সময় বিদেশের আঞ্চলিক মিডিয়ার স্পটলাইট সব সময় জেনের উপর থাকত। প্রায়ই তাঁকে সংবাদপত্রের প্রথম পাতা এবং টেলিভিশনের পর্দায় দেখা যেত। তিনি এমনকি: স্কপিয়ের বৃহত্তম রঙ্গভূমিতে দর্শনীয় কনসার্ট করে নোটবুকে তরুণদের কাছে প্রতিমা হিসাবে আবির্ভূত হয়েছিলেন।

এই হিপ হপ শিল্পী ২০১৩ সালের মে মাসে নীচের দেওয়া “আন্ডার কন্ট্রোল” (Под контрола) নামে তার নতুন গানের ভিডিওটির মুক্তি দেন। সে সময় পর্যন্ত জেন ছিলেন দেশের মিডিয়া সদস্যদের মধ্যে প্রধান জনপ্রিয় ব্যক্তি যার সম্পর্কে কথা বলতে তাঁরা ভালোবাসতেন। তখন থেকে এই জনপ্রিয় সঙ্গীতজ্ঞকে মেসোডোনিয়ান এবং আঞ্চলিক মিডিয়াগুলোতে দেখা গেছে কদাচিৎ, যদিও তার ভক্তদের মধ্যে গানটি বেশ জনপ্রিয় হয়েছে।

…Медиумски притисок
со бомбардирање реклами
вака се прави
„Не размислувајте сами!“

Слободата на говорот
затворена во шахта
во канализација
фрлена целата правда

Нè скараа нè степаа
од коренот нè сменија
фаќаат сеири
додека дигаат империја…

…Знам дека не е вака
како што ни зборат
ние не сме вакви
не држат под контрола

Се знае дека
сè е под контрола…

… মিডিয়ার চাপ

বাণিজ্যের সঙ্গে গোলাবর্ষণ

এভাবেই আপনি তা করেন

“আপনি নিজেই তা মনে করবেন না!”

বাক স্বাধীনতা

খাদের মধ্যে পড়ে গেছে

আর ন্যায়বিচার

ড্রেনে চলে গেছে

তারা আমাদের নিজেদের মধ্যে ঝগড়া এবং লড়াই বাঁধিয়ে দিয়েছে

তাঁরা আমাদের মূল থেকেই বদলে দিয়েছে

এবং আমাদের দুর্বিপাক দেখে মজা নিয়েছে

তাঁদের সম্রাজ্য গড়ার সময়…

…আমি এই বিষয়গুলো জানি

তাঁরা যেমনটি বলে ঠিক তেমনটি করে নয়

আমাদের জন্য সেগুলো নয়

সেগুলো আমাদের নিয়ন্ত্রণে রেখেছে

এটা আমাদের জানা

সবকিছুই রয়েছে নিয়ন্ত্রণে… 

জেন এর গান এবং উচ্চাভিলাষী এই ভিডিওটি সরাসরি মেসেডোনিয়ার বাক স্বাধীনতার কণ্ঠরোধ এবং সামাজিক অসমতার দিকে ইঙ্গিত করেছে। ভিডিওটিতে আমেরিকান কৌতুকাভিনেতা জর্জ কারলিন এবং ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের কাজের অডিও এবং ভিজ্যুয়াল রেফারেন্সও দেওয়া হয়েছে। মিউজিক ভিডিওটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং জনপ্রিয় বার্ষিক প্রকাশনা জলাতান বাবু মারা এর জুরি বোর্ড দ্বারা ২০১৩ সালের সেরা ভিডিও নির্বাচিত হয়েছে। এটি মূলধারার মেসেডোনীয় মিডিয়ায় সম্পূর্ণ অনুপস্থিত থাকায় খুব কম সংখ্যক মানুষই এটা দেখতে সক্ষম হয়েছে। ভিডিওটি প্রকাশের পর শিল্পীর পারফর্মিং ক্যারিয়ার প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে এবং তাঁকে এখন খুব কমই পাবলিক ইভেন্টে দেখা যায়। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .