ইস্তানবুল এবং লন্ডনকে জনসংযোগে যুক্ত করবে “আমরা যেমন ওয়েব চাই” কর্মসূচী

Web We Want/Southbank Centre Festival. Image used with permission.

আমরা যেমন ওয়েব চাই/ সাউথব্যাঙ্ক সেন্টার উৎসব। ছবিটি অমুনতিক্রমে ব্যবহৃত। 

পঁচিশ বছর আগে, স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন এবং বিশ্ব এখন এটির সুবিধা ভোগ করছে। এই বার্ষিকী উদযাপন করতে সাউথব্যাঙ্ক সেন্টারে আমরা প্রধান তিনটি ভাগে নতুন একটি উৎসবের আয়োজন করছি, যেখানে আমরা সব শ্রেণির মানুষদের তাদের ধারণা শেয়ার করতে অনুরোধ জানাব যে পরবর্তী ২৫ বছর ধরে কিভাবে এই ওয়েবের বিকাশ সাধন করা যায়।  

টিম বার্নার্স লি এর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং মুক্ত, খোলা এবং সার্বজনীন ওয়েবের জন্য বিশ্বব্যাপী আমাদের “আমরা যেমন ওয়েব চাই” প্রচারণার সঙ্গে অংশীদারিত্বে অনুষ্ঠিত “আমরা যেমন ওয়েব চাই” উৎসবটি ইন্টারনেট আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আনছে সে ব্যাপারে একটি ব্যাপক উদযাপন। এছাড়াও আমাদের জানা ইন্টারনেটের কিছু হুমকি এবং এর সম্ভাব্য সমাধান কি হতে পারে তা সেখানে অন্বেষণ করা হবে।

টিম বার্নার্স লি এর স্বপ্ন ছিল সমতার জন্য একটি স্থান হিসাবে ওয়েবকে প্রতিষ্ঠিত করা। তার এই স্বপ্নে অনুপ্রাণিত হয়ে আমরা স্থানীয় এবং দূরবর্তী কমিউনিটি গ্রুপ, প্রতিবেশী এবং অপরিচিত, পুরানো এবং তরুণ, শহুরে এবং গ্রামীণ ইত্যাদি যেকোন ধরণের ওয়েব স্তরে আমরা এই উত্সব উদযাপন করার আহ্বান জানাচ্ছি।

এই কাজের জন্য, আগামী ৫ সেপ্টেম্বর তারিখে আমরা যেমন ওয়েব চাই ভাবনা নামের একটি আলোচনার আয়োজন করেছি, যেখানে একই সময়ে উত্সবটির পরিকল্পনা করতে একসাথে সবার আইডিয়া গুলো আমরা শুনতে পারব।  এই ভার্চুয়াল মেধাখাটানো সেশনটি ইস্তানবুলে ইন্টারনেট আনগভারনেস ফোরামে  (এখানে বিস্তারিত) এবং লন্ডনের রয়েল ফেস্টিভাল হলে (যোগদান করতে চাইলে এখানে রেজিস্ট্রেশন করুন) থিংক-ইন হাবে অনুষ্ঠিত হবে। অনলাইন, টুইটারে যেকেউ #WebWeWantFest হ্যাশট্যাগ ব্যবহার করে সেখানে অংশগ্রহণ করতে পারেন।  

উৎসবটিকে বিশ্বব্যাপী একটি আন্দোলন হিসেবে গড়ে তুলতে শিল্পী, ধারনা, কার্যক্রম প্রস্তাব এবং সেখানে আরও কি কি আপনি দেখতে চান তার পরামর্শ দিন। সেই দলের একটি অংশ হয়ে উঠুন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .