ইউক্রেনে ঘটে যাওয়া এমএইচ১৭ বিমান দূর্ঘটনা নিয়ে ৫টি সংবেদনহীন প্রতিক্রিয়া

So much for "knowing that feel," when it comes to polemics surrounding the downed Malaysian airliner. Images mixed by Kevin Rothrock.

বিপদ কবলিত মালয়েশিয়ার বিমান ব্যাপারে আলোচনা আসলে “সেই অনুভূতি জানা” অনেক কঠিন বলে জানানো হয়। ছবিঃ কেভিন রথরক।

মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমান দূর্ঘটনা নিয়ে রুশ কর্তৃপক্ষ, রাজনীতিবিদ এবং প্রচার মাধ্যমগুলো তাৎক্ষনিকভাবে কিছু প্রতিক্রিয়া জানিয়েছে। এসব প্রতিক্রিয়ায় ১৭ জুলাই রোজ বৃহস্পতিবারে ঘটে যাওয়া এই দূর্ঘটনার জন্য পূর্ব ইউক্রেনকে দায়ী করা হয়েছে। সাধারণ যাত্রীবাহী বিমানটি ভূপতিত করার জন্য এবং বিদেশের মাটিতে প্রায় ৩০০ জন লোক নিহত হওয়ার জন্য কিয়েভ, মস্কো এবং দোনেতস্ক এঁকে অন্যকে দায়ী করে অভিযোগ থেকে মুক্ত হতে চাইছে। মস্কো এবং দোনেতস্কের বিভিন্ন ব্যক্তিত্বের দেয়া সম্পূর্ণ উদাসীন একমুঠো বক্তব্য আবেগকে আরও বেশি বাড়িয়ে দিয়ে রুশ ইন্টারনেটের মনোযোগ কেড়ে নিয়েছে।  

১. এক্ষেত্রে আমরা কিছুই করিনি।

গণপ্রজাতন্ত্রী দোনেতস্কের স্বঘোষিত প্রধানমন্ত্রী আলেকজান্ডার বোরডে উৎসুকভাবে এ দূর্ঘটনায় বিদ্রোহীদের জড়িত থাকার বিষয়ে বেশ সন্দিহানঃ 

দূর্ভাগ্যক্রমে এটি আজকের দিনের উদ্ধৃতি। [পত্রিকায় প্রকাশিত নিবন্ধের সংক্ষিপ্ত আখ্যাটি হচ্ছে, আলেকজান্ডার বোরডে বলেছেন, “এটি যদি কোন বাণিজ্যিক বিমান হয়ে থাকে, তবে তা আমাদের ছিল না”।] 

২. দূর্ঘটনাটি কে ঘটিয়েছে সেটি কি মুখ্য বিষয় ?

রুশ পার্লামেন্টারি কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি প্রতিনিধি লিওনিদ কালাশনিকভ রেইন টেলিভিশনকে বলেছেন, বিমানটি দূর্ঘটনায় পতিত হওয়ার জন্য কাকে দায়ী করা হবে সেটি আসলেই কোন গুরুত্ব পূর্ণ বিষয় নয়ঃ 

“Вам что, легче станет, если узнаете, кто сбил самолет?”

“কি হবে, যদি আপনি খুঁজে বের করতে পারেন যে বিমানটি কে ভূপতিত করেছে ? এতে আপনি কি কিছুটা স্বস্তি বোধ করবেন ?” 

৩. অশুভ পঞ্চম কলাম

রুশ প্রগতিশীল ব্যক্তিবর্গ এবং ইউক্রেনিয়ান “অপ-প্রচারকারীরা” বার বার একই আবেগের (উল্লেখ্য, তারা ইউক্রেনের বিষয়ে নেয়া রাশিয়ার নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেছেন) পুনরাবৃত্তি করেছেন। বিষয়টি বেশ ঝামেলাপূর্ণ বলে মনে হচ্ছে। রাশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন নেতা কনস্তানতিন রাইকভ বলেছেনঃ  

এই মুহুর্তে এটা বেশ পরিষ্কার, কে কি আশা করছেন এবং তারা আসলেই কি চান… আমাদের প্রগতিশীল ব্যক্তিবর্গ এবং ইউক্রেনিয়ান “অপ-প্রচারকারীরা” একই চেষ্টা চালিয়ে যাচ্ছেন… 

৪. এটা খুব সাধারণ ঘটনাঃ কাউকে দোষী করবেন না।

রাশিয়া টুডে পত্রিকার প্রধান মারগারেট সিমোনিয়ান সোভিয়েত উদাসীনতার মাঝে এই দূর্ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেনঃ 

অনেক দিন ধরে আমি বিভিন্ন গুরুত্ব পূর্ণ খবরের আবেগ-অনুভূতি নিয়ে কাজ করছি। তাই আমি কোন রকম ষড়যন্ত্রমূলক মতবাদে একেবারেই বিশ্বাস করি না। তবে আমি সাধারণ সোভিয়েত বিশৃঙ্খলার উপর বিশ্বাস রাখি। 

৫. বিদ্রোহী ? কারা বিদ্রোহী ? 

শেষে হলেও ভ্লাদিমির পুতিন নিজে এ দূর্ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যম ইতারতাসকে বলেছেন, বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলের উপরের আকাশ সীমার জন্য কিয়েভই দায়ী।  

“Безусловно, государство, над территорией которого это произошло, несет ответственность за эту страшную трагедию. […] Этой трагедии не произошло бы, если бы на этой земле был мир, не были бы возобновлены боевые действия на юго-востоке Украины”

“নিঃসন্দেহে, এই মর্মান্তিক দূর্ঘটনার জন্য যে রাষ্ট্রের ভূখণ্ডে দূর্ঘটনাটি ঘটেছে, সে রাষ্ট্রটিই দায়ী। […] সে দেশে যদি শান্তি বিরাজ করত, যদি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে সংঘাত তৈরি না হতো, তবে এই দূর্ঘটনা ঘটত না।” 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .