সিটিজেন মিডিয়া যেভাবে আপনার ভিডিও এর দৃশ্যমানতা বাড়াতে পারে

woman-246235

২০১৪ সালের মার্চ মাসে ভিডিওফরচেঞ্জ নেটওয়ার্ক ইংরেজিতে আরও তিনটি সহায়িকা তৈরি করেছে। এই সময়টিতে (অনলাইন এবং অফলাইন) বিতরণ সম্ভারের উপর আমরা মনোযোগ দিয়েছি।    

• ভিডিও কম্প্রেশন সহায়িকাঃ আপনি যদি বুঝতে চান যে বিভিন্ন অনলাইন / অফলাইন বিতরণ ফরম্যাটের (ডিভিডি, অনলাইন ভিডিও, ইত্যাদি) মধ্যে আপনার ভিডিওটিকে কিভাবে মাপসই করতে পারবেন, তবে এই সহায়িকা আপনার জন্য হবে একটি দরকারী সংস্থান।

• ভিডিও বিতরণ সাইটের জন্য একটি সহায়িকাঃ এই সহায়িকাতে বিভিন্ন জনপ্রিয় ও সহজে পাওয়া যায় এমন ভিডিও হোস্টিং সাইটগুলোর (ইউটিউব, ভিমিও, আর্কাইভ ডট অর্গ, বাম্বইউজার) ব্যাপক বর্ণনা পাবেন এবং সেখানে তাঁদের কার্যকারিতা, গোপনীয়তা অপশন এবং আরও অন্যান্য বিভাগ অনুযায়ী তাদের তুলনা করা হয়েছে, যাতে আপনি সহজে বুঝতে পারেন যে অনলাইনে ভিডিও বিতরণ করতে হলে আপনাকে কোনটি ব্যবহার করতে হবে।

• কিভাবে একটি ফিল্ম স্ক্রীনিং করবেনঃ আরো মানুষকে আপনার ভিডিও দেখানোর জন্য আপনার জন্য সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ফিল্ম স্ক্রীনিং করা। এই সহায়িকা সফলভাবে বিভিন্ন পদক্ষেপ এবং প্রক্রিয়ার মাধ্যমে আপনার নিজস্ব ফিল্মের স্ক্রীনিং করতে আপনাকে সহায়তা করবে।

এই সহায়িকাসহ গত দুই বছর ধরে আমাদের প্রকাশিত সব সহায়িকাগুলোর উন্নয়নই ভিডিও কর্মীদের কাজ সহায়তা এবং এডভোকেসি ও প্রচারণার ভিডিও কৌশলগত ব্যবহার সমর্থন জানানোর ব্যাপারে ভিডিওফরচেঞ্জ নেটওয়ার্কের অঙ্গীকারেরই অংশ। ভবিষ্যতে আমরা আরও সহায়িকা তৈরি করব।

এই পোস্টটি মূলত ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের (সিসি বাই এনসি-এসএ ৪.০) অধীনে “ভিডিওফরচেঞ্জ নেটওয়ার্ক থেকে তিনটি নতুন উপকরণ” হিসাবে  ভিডিওফরচেঞ্জ ওয়েবসাইটে প্রকাশিত হয়। উপরের ছবিটি পাবলিক ডোমেইন থেকে নেওয়া হয়েছে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .