তিব্বতী স্বতন্ত্রতা ও সংস্কৃতিকে প্রশংসা করার জন্য চীনে আরও একজন সঙ্গীত শিল্পী গ্রেফতার

Popular Tibetan singer Gepe was arrested after singing in a music concert. Screen capture from YouTube.

কনসার্টে গান গাওয়ার পর তিব্বতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিপে গ্রেফতার হন। ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট।

গত  ২৪ মে ২০১৪ তারিখে সিচুয়ান প্রদেশে হাজারও দর্শকের উপস্থিতিতে আয়োজিত কনসার্টে গান পরিবেশনের পর তিব্বতী সঙ্গীত শিল্পী জিপে- কে গ্রেফতার করা হয়।

তিব্বতী তরূণদের একটি দল কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ছিল, ভয়েজ অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী তিব্বতী ভাষা ও সংস্কৃতিকে উপস্থাপনের জন্যই এ কনসার্টের আয়োজন করা হয়েছিল।

আমডোর গাবা- তে জিপে একজন জনপ্রিয় গায়ক। গত ২০১২ সালে ধর্মীয় নেতার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা এবং তিব্বতীয়দের একতার বিষয়ে জোরালো অবস্থান জানিয়ে এলবাম প্রকাশের পর তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। গ্রে বাফেলোর ইংরেজি অনুবাদের সাবটাইটেলে তাঁর একটি গান “আমি আসছি” নিচে দেওয়া হল:

চীনে বিচারের আওতায় আসা গায়কদের মধ্যে জিপে একমাত্র গায়ক নন। ২০০৮ সালের মার্চ মাসে লাসার অস্থিতিশীল পরিস্থিতির পর থেকে তিব্বতী শিল্পীরা রাজনৈতিক দমনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তিব্বতী লেখক এবং কবি সেরিং ইউজার এ ধরনের ধারাবাহিক বিপর্যয়কে “  ভিন্ন নামে সাংস্কৃতিক বিপ্লবের একই নীতি’’ বলে অভিহিত করেছেন।

গত ডিসেম্বরে থিনলি সেকার এবং গনপো তেনজিং নামে দু’জন দিরু জেলায়  গ্রেফতার হন। তাঁরা দুজনেই তিব্বতী স্বাতন্ত্র্য, সংস্কৃতি, ভাষা নিয়ে গান গাইতেন। “সংগীতের মাধ্যমে সরকার বিরোধী চেতনা তিব্বতী শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার” অপরাধে থিনলিকে নয় বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ইউ টিউবে প্রাপ্ত তাঁর একটি গান এখানে উপস্থাপন করা হল:

১০১২ সালের এপ্রিলে “ তুষারের সন্তানেরা তিব্বতের নিশান তোল” শিরোনামে তিব্বতী গায়ক লো লো- এর একটি এলবাম মুক্তি পায়। ২০১৩ সালের আগস্ট মাসে এই গায়ককে ছয় বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ইউটিউবে তাঁর একটি গান:

গানে বলা হয়েছে:

To promote loyalty to the Land of Snows
For the complete independence of Tibet
With a realised understanding of our objectives
Raise the flag of Tibet- sons of the snow

আমাদের উদ্দেশ্যের অনুভূত বোঝাপড়ার আলোকে
তিব্বতের পূর্ণ স্বাধীনতার জন্য তুষার ভূমির আনুগত্য ছড়িয়ে দাও
তুষারের তিব্বত সন্তানেরা নিশান তুলে ধর

“আমার হৃদ ক্ষরণের নিরন্তর প্রবাহ” শিরোনামে ২০১২ সালের মার্চ মাসে গায়ক উজেন তেনজিনের এলবাম বের হওয়ার পরেই তাঁকে অন্তরীণ করা হয় । তাঁর কিছু কিছু গান ছিল ধর্মীয় নেতা দালাই লামা এবং কর্মপা কে উৎসর্গীকৃত।  “ হাই পিকস পিওর আর্থ” কর্তৃক ইংরেজি সাবটাইটেলকৃত “ হৃদয়ে রক্ত প্রবহমান” শিরোনামের এলবামের মূল গানটি এখানে তুলে ধরা হল:

২০১১ সালে সাংচু জেলায় জনপ্রিয় গায়িকা হরটসাং হালুং সো অন্যান্য সঙ্গীত শিল্পী ও যন্ত্রীদের সাথে একটি তিব্বতী অনুষ্ঠানে যোগদানের আগে  অন্তরীণ হন। ইউটিউবে তাঁর একটি গান:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .