ছয় জন যুবককে কারাগারে পাঠাল “হ্যাপি” ভিডিও

Screen shot from Happy in Tehran

তেহরানে সুখ ভিডিওটির একটি স্ক্রিনশট।

ফ্যারেল উইলিয়ামসের গাওয়া গান “হ্যাপি” এর মিউজিক ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়ে তেহরানের ছয় জন ইরানি যুবক একটি নাচের ভিডিও তৈরি করে। তবে ভিডিও তৈরির এই বিশ্বব্যাপী প্রবণতায় যোগ দেওয়ার জন্য তাঁদের বেশ উচ্চ মূল্য দিতে হয়।  

ইরানি কর্তৃপক্ষ ঘোষণা করে, গত ২০ মে তারিখে তাঁদের গ্রেপ্তার করা হয়। ২২শে মে বৃহস্পতিবার এই তরুণদের মধ্যে একজন ছাড়া বাকী সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।  

এ সম্পর্কিত #ফ্রিহ্যাপিইরানিয়ান্স নামের একটি টুইটার প্রচারাভিযানে ইরানের নেটিজেনরা টুইটারে তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ ব্যক্ত করে টুইটের প্লাবন বইয়ে দিয়েছেন।  

ব্যাপারটি উপেক্ষা করা এতোটাই একটা কঠিন ছিল যে মধ্যপন্থী ইরানের প্রেসিডেন্ট টুইটারে একটি মতামত দিয়ে এর সাথে তিনি একমত প্রকাশ করেছেন (হাস্যকর ভাবে, টুইটার এখনও ইরানে নিষিদ্ধ)।  

“#সুখ আমাদের জনগণের অধিকার। আনন্দের কারণে সৃষ্ট কোন আচরণে আমাদের খুব বেশি শক্ত হওয়া উচিত নয়” ২৯/০৬/২০১৩

যে ভিডিওর কারণে “হ্যাপি” ইরানীদের গ্রেপ্তার করা হয়েছে তা এখানে রয়েছে।  

অনুষ্ঠানটি অবশ্যই চলবে

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সান্ধ্য সংবাদ সম্প্রচারে মুখোমুখি হওয়ার পাশাপাশি তেহরানের পুলিশ প্রধান হোসেন সাজেদিনিয়ার সাথেও দলটিকে দেখা করতে বাধ্য করা হয়। তারা স্বীকার করেছে, বেনামি একজন নারী এবং পুরুষকে ভিডিও ক্লিপটিতে প্রদর্শনের মাধ্যমে তাঁদের প্রতারিত করা হচ্ছে।  

https://www.youtube.com/watch?v=N5jyIR3NdjE

গ্রেফতারকৃত ইরানিরা বলছেন, ভিডিও ফুটেজে তাঁদের সাথে প্রতারণা করা হয়েছে। ব্যক্তিগত উদ্দেশে তাঁরা ভিডিওটি তৈরি করেছেন। কোনভাবেই সেটা প্রকাশ্যে শেয়ার করার উদ্দেশ্যে নয়। 

সুখ কি একটা অপরাধ ?

মেহরিরান টুইট করেছেনঃ 

আপনি আমাদের সুখী হওয়া থেকে নিবৃত করতে পারবেন না। 

শিমা কাল্বাসি টুইট করেছেনঃ 

#শরিয়াআইনঃ নম্রতা, দু:খ, মারামারি, মৃত্যুদন্ড, নিপীড়নের সংস্কৃতি! সুখ একটা অপরাধ!

পটকিন আজারমেহার টুইট করেছেনঃ 

ইসলামী বিপ্লবের ৩৫ বছর পরে, সুখী মানুষের একটি সুখী দেশে সুখ একটা অপরাধ হয়ে ওঠে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .