অনলাইন কোর্সঃ কমুউনিটি রেডিও স্টেশনের জন্য ডিজিটাল সম্ভার

curso-herramientas-web-0_bigযে সব কমিউনিটি রেডিও স্টেশন তাঁদের অনলাইন উপস্থিতির উন্নতি করার পাশাপাশি শ্রোতাদের সাথে তাঁদের যোগাযোগ আরও বাড়াতে চায়, তাঁরা ডিজিটাল টুলসের ব্যবহার কিভাবে সর্বাধিক করা যায় তা জানতে বিনামূল্যে একটি অনলাইন কোর্সে অংশ নিতে পারে। রেডিয়ালিস্টাস এবং রেডিওটেকা থেকে এই ভার্চুয়াল কর্মশালাটির নেতৃত্ব দিবেন ক্লারা রোবায়ো। আগামী ২৩ মে এবং ৬ জুন, ২০১৪ তারিখে দুইটি ভিডিও কনফারেন্সে অনলাইন রিডিং এর মাধ্যমে কোর্সটি সম্পন্ন হবে। ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে কিভাবে একটি ব্লগ তৈরি করা যায়, ফেসবুক ও টুইটারের মাধ্যমে কিভাবে আপনার দর্শকদের সাথে কথোপকথন শেয়ার করা যায়, সেই সাথে টিউনইন এর মতো অনলাইন লিসনিং প্ল্যাটফর্মে কিভাবে আপনার বিষযবস্তু শেয়ার করা যায়, সেই বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়াও এখানে একটি চূড়ান্ত প্রকল্প মূল্যায়নের সুযোগ থাকবে। সেখানকার অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হবে। আগামী ১৮ মে, ২০১৪ তারিখের মধ্যে নিবন্ধন করুন। মনে রাখবেন, কোর্সটি স্প্যানিশ ভাষায় পরিচালিত হবে।

সম্পূর্ণ কোর্সটি দেখতে, রেডিও লিব্রেস থেকে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন। সমস্ত উপাদান ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতাভুক্ত।

ছবিঃ হাইওয়ে এজেন্সি এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ব্যবহৃত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .