এক বোতল মদের জন্য অনেক বেশি মূল্য দিতে হল অস্ট্রেলিয়ান মূখ্যমন্ত্রীকে

Grange 59

 পেনফল্ড খামারবাড়ি ১৯৫৯ – ছবিঃ ডান মারফি 

কে ভেবেছিল যে এক বোতল ওয়াইন অস্ট্রেলিয়াতে শীর্ষ ১০ টুইটার ট্রেন্ডের মধ্যে ৭ টিতেই জায়গা করে নিবে। কে ভেবেছিল যে ১৯৫৯ সালের গ্রেঞ্জ হারমিটেজ রেড নামক মদের বোতল, যা ৩ হাজার অস্ট্রেলিয়ান ডলারের [২৮০০ মার্কিন ডলার] একটি উপহার, নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ব্যারি ও’ফারেলের অধঃপতন ঘটিয়ে ছাড়বে। এই ঘটনার সাক্ষী দুর্নীতি বিরোধী স্বাধীন কমিশনে (আইসিএসি) অবস্থান নিয়েছে। এটি এমন কোন স্থান নয়, যেখানে “সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে” যাবে। ধন্যবাদ জানানোর জন্য হাতে লেখা একটি চিঠি তাঁর কলঙ্কের সাক্ষী হয়ে সবকিছু ফাঁস করে দিল এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করল।

তাজা খবরের শিরোনামগুলো টুইটের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করে। এগুলো ছিল প্রত্যাশিতঃ  

যদি তিনি এটা মনে রাখতে চান, তবে তাঁর সম্পূর্ণ বোতল ওয়াইন পান হয়তোবা ঠিক হয়নি। #গ্রেঞ্জগেইট

প্রতিনিধিত্বকারী অলস প্রচার মাধ্যম, আপনাদের অবশ্যই একটি শব্দের সাথে প্রতিবার “গেইট” শব্দটি যোগ করতে হয় কি ? বিশেষকরে, যেখানে কোন রাজনৈতিক “কেলেঙ্কারি” নিয়ে খবর প্রচার হয়। #গ্রেঞ্জগেইট কিছু নয়। 

এই ধন্যবাদ দেওয়া চিঠিটি নিশ্চয়ই এতক্ষণে দ্রুত ছড়িয়ে পড়েছেঃ  

সাবেক এনএসডব্লিউ মুখ্যমন্ত্রী ও’ফেরেল তাঁর #গ্রেঞ্জগেইটের প্রতি এতো বেশি আস্থাশীল যে ধন্যবাদ জানিয়ে লেখা তাঁর চিঠিটি এলেনের অস্কার জয়ী নিজে তোলা ছবির চেয়ে বেশি আরটি অর্জন করবে। 

১৯৫৯ সালের দুষ্প্রাপ্য পুরনো মদ, পেনফোল্ডের প্রতিমা তুল্য ওয়াইনের কি আদৌ এই মূল্য প্রাপ্য ছিল কিনা তা নিয়ে অনলাইনে অনর্থক বক বক করা শুরু হয়ে গেছে। সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার উপ সম্পাদক বেন কিউবি তাঁর সংবাদপত্রের ওয়াইন লেখকের সাথে একমত হয়েছেনঃ 

ফেয়ারফ্যাক্সের ওয়াইন বিশেষজ্ঞ হুওন হুক রহস্যময় ১৯৫৯ গ্রেঞ্জ নিয়ে এখানে পর্যালোচনা করেছেনঃ #গ্রেঞ্জগেইট 

এমনকি জালিয়াত রাজনীতিবিদের [প্রকৃত ক্রিস্টোফার পাইন হচ্ছেন কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী এবং ও’ফেরেল যে রাজনৈতিক দলের সদস্য, তিনিও একই দলের সদস্য] কাছ থেকে একটি মিথ্যা চিরকুট পাওয়া গেছে। 

বাহ, আমি আশা করছি তারা বেরির চিরকুটটি আমার কাছ থেকে পায়নি। 

মুখ্যমন্ত্রী দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে কিছুই পেলেন নাঃ 

কোন ঘটনা ঘটে যাওয়ার পর সে সম্পর্কে সংকোচবোধ করে ও’ফেরেল যে সুবিধা পেয়েছেন, তাঁর চেয়ে তিনি যদি সেই বোতলের সাথে তাঁর যৌন সম্পর্ক অস্বীকার করতেন তবে হয়তোবা আরও বেশি ভাল সুবিধা পেতেন। #গ্রেঞ্জগেইট 

মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর জন্য এটি ছিল অত্যন্ত ঘটনাবহুল একটি দিন। প্রধানমন্ত্রী টনি এ্যাবোটের সাথে আজ তাঁর একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। সংবাদ সম্মেলনে দ্বিতীয় সিডনি বিমানবন্দরের জন্য তহবিল সংগ্রহের উপায় সম্পর্কে ঘোষণা দেয়ার কথা ছিল। সিডনি অপেরা হাউজে ডিউক এবং ডাচেস অব ক্যাম্রিজকে নাগরিক সংবর্ধনা জানানোর অনুষ্ঠানে প্রধান আমন্ত্রকারীর ভূমিকা পালনের কথা ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি এ সব কিছুই হারিয়েছেন। 

Barry O'Farrell

বেরি ও'ফারেল – ছবিঃ টবি হাডসন, উইকিমিডিয়া সিসি আট্রিবুশন ২.৫

বেরি ও'ফারেল ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেছেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .