ভেনিজুয়েলায় সম্ভাব্য ওয়েব সেন্সরশীপ সম্পর্কে তথ্য সংগ্রহ

আইনজীবী এবং ডিজিটাল কর্মী মারিয়ানে ডিয়াজ গ্লোবাল ভয়েসেস এডভোকেসীর একজন লেখক। তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে ভেনিজুয়েলায় ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে হোম ওয়েবসাইট এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সহযোগীতা করার জন্য ব্যবহারকারীদের আহ্বান জানিয়েছেন। কারণ, অনলাইন কন্টেন্ট এবং পরিষেবাগুলোতে আংশিক অথবা সম্পূর্ণ প্রতিবন্ধকতার প্রতিবেদন দিন দিন বেড়েই চলেছে। 

আপনার হাতে কি কিছু সময় আছে ? আপনি যেখানেই থাকুন না কেন, এই তালিকায় থাকা ওয়েবসাইটগুলো প্রবেশযোগ্য কিনা তা পরীক্ষা করতে আমাকে সাহায্য করুন।  

তিনি ভেনেজুয়েলার ইন্টারনেট ব্যবহারকারীদের এবং যারা প্রতিনিধির মাধ্যমে সাইটগুলো পরীক্ষা করতে পারবেন তাঁদের অনলাইন সেন্সরশীপ সম্পর্কে জনসমর্থিত তথ্য সংগ্রহের ব্যাপারে তাগাদা দিয়েছেন। পাশাপাশি হের্ডিক্ট নামের বাস্তব সময় সংগ্রহকারী এবং দেখানোর একটি অনলাইন প্রকল্পের কাছে তাঁদের প্রাপ্ত ফলাফল পেশ করতে বলেছেন।   

মারিয়ানে বিশ্বাস করেন, এই ধরণের তথ্য সংগ্রহ করা ভেনিজুয়েলার বর্তমান অবস্থার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। গত ১২ ফেব্রুয়ারি তারিখের বিক্ষোভে তিন জন নিহত হওয়ার পর থেকে সারা দেশে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অব্যাহত আছে। মারিয়ানে বলেছেন,”তথ্য হচ্ছে প্রমাণ এবং প্রমাণ মতামতের চেয়ে আরও বেশি প্রতিরোধী।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .