[১৪ তম আরব ব্লগারদের সভা] প্রত্যক্ষদর্শী বুকেনি অয়ারুজি

গ্লোবাল ভয়েসেসের সহ আয়োজনে জর্দানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত সাম্প্রতিক আরব ব্লগারদের সভার (এবি১৪) সময় এই অঞ্চলে নাগরিক মিডিয়ার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমরা অনেক আকর্ষণীয় ব্যক্তিত্বের সাক্ষাৎ পেয়েছি। সেই বৈঠকে তাদের অংশগ্রহণ এবং ডিজিটাল জগতে আরও বিভিন্ন কণ্ঠ তুলে আনতে তাদের কাজ সম্পর্কে শুনতে তাদের মধ্যে কয়েকজনের সাথে আমরা কথা বলেছি।

আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হলেন বুকেনি অয়ারুজি, যিনি সেই সভার একজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি। এবি১৪ এর সময় ডিজিটাল গল্প বলার ট্র্যাকে অংশ নিতে তিনি উপস্থিত ছিলেন। 

Bukeni Waruzi at #ab14 - "I demand freedom for Arab Bloggers and Journalists in the middle east"

এবি১৪ তে বুকেনি অয়ারুজি – “মধ্য প্রাচ্যে আমি আরব ব্লগার এবং সাংবাদিকদের স্বাধীনতার দাবি জানাই”। ছবিটি অনুমতিক্রমে ব্যবহৃত।  

এই সংক্ষিপ্ত পডকাস্ট সাক্ষাত্কারে, বুকেনি এবি১৪ এ তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেছেন এবং এই ক্ষেত্রে কাজ করা সহকর্মী নাগরিক মিডিয়ার প্রশিক্ষকদের কিছু পরামর্শও দিয়েছেন। 

আপনি টুইটারে বুকেনিকে @বুকেনিঅয়ারুজি এর মাধ্যমে অনুসরণ করতে পারেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .