“নির্বাচন নীরবতার” আগের দিন রুশ প্রার্থীদের আন্দোলন

Yekaterinburg mayoral candidate Evgeny Roizman sings alongside Russian rock icon Andrei Makarevich, 6 September 2013, screen capture from YouTube.

গত ৬ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে ইয়েকেটারিনবার্গের মেয়র প্রার্থী ইভগানি রইযমান রুশ রক আইকন আন্দ্রি মাকারেভিচ এর সাথে গান গাইছেন। ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে। 

আগামীকাল ৭ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে রাশিয়ায় “নির্বাচন নীরবতার দিন” শুরু হয়েছে। এর চব্বিশ ঘন্টা আগে জাতি স্থানীয় সংসদ, মেয়র এবং গভর্নরদের স্কোরের উপর ভোট দিতে ভোট কেন্দ্রে বাঁধা দিয়েছে। এতে মামলা হওয়ায় আজ ৬ সেপ্টেম্বর, শুক্রবার দিনটি অনেক প্রার্থী শেষ প্রচারাভিযান হিসেবে সুযোগ নিয়েছে। রুনেটের সমস্বরে গান গাওয়া ক্লাসের বেশিরভাগ লোক মস্কোর দিকে চোখ ফিরিয়েছে। সেখানে এলেক্সি নাভালনি একটি তারকা-শোভিত কনসার্ট করেছেন। সেখানে ৮-১০ হাজার লোক এসেছিল। যদিও কেউ কেউ আশা করেছিল যে নাভালনি মস্কোর মেয়র নির্বাচন দৌড়ে জিতবেন। নিঃসন্দেহে সাম্প্রতিক ভোট [রুশ] নির্দেশ করে, তাঁর এমনকি দ্বিতীয় মেয়াদে ভোট গ্রহনের জন্য জোর করার সম্ভাবনাও নেই।

অন্যদিকে ইয়েকেটারিনবার্গের মেয়র নির্বাচনের দৌড়ে বিরোধীদলীয় প্রার্থী ইভজেনি রোয়েজমান বেশি এগিয়ে আছেন। তিনিও আজ রাশিয়ান রক গানের জীবন্ত কিংবদন্তী আন্দ্রেই মাকারেভিচকে স্বাগত জানিয়ে একটি গানের কনসার্টের আয়োজন করেছেন। নাভালনির কনসার্ট প্রদর্শনী কোন রকম সমস্যা (খারাপ আবহাওয়া বাদে) ছাড়াই সম্পন্ন হয়েছে, কিন্তু রোয়েজমানের কনসার্টটিতে এখনো একধরনের ভয় দেখাতে স্থানীয় পুলিশ বাঁধা দিচ্ছে।

রোয়েজমানের প্রচারণা বিষয়ক ম্যানেজার এবং তাঁর স্থানীয় সহচর আকসানা পানোভা  ফেসবুকে লিখেছেন [রুশ], উৎসবটি শহরতলীর শ্রমিক চত্বরে [রুশ] আয়োজন করার কথা ছিল। অতঃপর শুক্রবার সকালে তিনি এবং অন্যান্যরা যখন সেখানে পৌঁছালেন, তখন তাঁরা দেখলেন মঞ্চটি আসবাবপত্রহীন করে রাখা হয়েছে এবং মঞ্চটি বেশকিছু বড় বড় পরিত্যাক্ত ট্রাকটর দিয়ে ঘেরা ছিল। পানোভা দাবি করেছেন, রোয়েজমানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ভার্দোলভস্কের গভর্নর ইভজেনি কুইভাশেভ এই কান্ডটি ঘটিয়েছেন। এর মধ্যে একটি ট্রাকটরের ককপিটের একটি ছবি তিনি তুলতে পেরেছেন, যেখানে নিশ্চিতভাবে সংযুক্ত রাশিয়ার একটি ছোট পতাকা দেখা যাচ্ছে।

মস্কো-ভিত্তিক সাংবাদিক এ্যান্তন চেরনিন আজ সকালে ফেসবুকে লিখে রিপোর্ট [রুশ] করেছেন, রোয়েজমানের মঞ্চটি (যদিও তিনি এমন একটি কাজের জন্য শহরের মেয়রকে দায়ী করেছেন, গভর্নরকে নয়) করার পেছনে স্থানীয় কর্তৃপক্ষ জড়িত আছে। ইউরাল ভিত্তিক ওয়েব পোর্টাল নাকানিউন ডট আরইউ – এর মন্তব্যে [রুশ] ইয়াকেতেরিনবার্গের শহর দপ্তরের দু’জন ভিন্ন কর্মকর্তা সকালের এই ঘটনা নিয়ে পরস্পরকে দায়ী করেছে। রোয়েজমানের কনসার্টটির অনুমোদন সরকার বাতিল করেছে, নাকি রোয়েজমানের নিজের আয়োজকেরাই তাঁদের সব জিনিসপত্র “স্বেচ্ছায়” গুটিয়ে নিয়েছে এবং জায়গা ছেড়ে চলে গেছে, তা এখনও অস্পষ্ট।

৬ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে ইয়েকাতিংবারগে পানোভা (সর্ব বায়ে), মাকারেভিচ (সর্ব ডানে, লাল) এবং ওমান অফিসার বৃন্দ। 

ট্রাকটরগুলো এবং মঞ্চের প্ল্যাটফর্ম হারিয়ে যাওয়ার কারন যেটাই হোক, পানোভা আশেপাশের চত্বরের বিভিন্ন মঞ্চের মালিকদের সাথে খুব দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে পেরেছেন। ইতিমধ্যেই সেসব মঞ্চে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। রোয়েজমানের কর্মচারির হিসাব [রুশ] অনুযায়ী এক হাজারেরও বেশি লোক্তার প্রচারাভিযানের তাকে উৎসাহ দিতে এসেছিল এবং মাকারেভিচের গান শুনেছে। যদিও (পানোভার মতে) পুলিশের একটি সীমানা অনুষ্ঠানে যোগ দিতে আসা অনেককেই সেখানে আসতে দেয়নি। আইন প্রয়োগকারী সদস্যদের বাঁধা সত্ত্বেও কমপক্ষে তিনজন বিশেষ ওপিএস অফিসারও দর্শকদের রক গানের কিংবদন্তীর সাথে ছবি তোলা থেকে বিরত রাখতে পারেনি। স্বাভাবিকভাবেই, এই ঘোষণাটি দিয়ে পানোভা ছবিটি তাঁর ফেসবুক এ্যাকাউন্টে (সঠিকটি দেখুন) পোস্ট করেছেনঃ

Андрей приехал. Сцену разобрали. Кругом ОМОН и автзаки. Макаревич улыбается. Гитара с ним. Все будет хорошо.

আন্দ্রেই [মাকারেভিচ] এসেছেন। মঞ্চটি ধ্বংস করে দেয়া হয়েছে। বিশেষ ওপিএস পুলিশ এবং পুলিশ ভ্যানগুলো আমাদের ঘিরে ফেললো। [কিন্তু] মাকারেভিচ হাসছেন। তাঁর সাথে তাঁর একটি গিটার আছে। সবকিছু ঠিক হয়ে যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .