‘বড়কিছু ভাবুন’:গাম্বিয়ান তথ্য প্রযুক্তি শিক্ষক অনলাইন শ্রেনীকক্ষ চালু করেছেন

উসমান ফাল,গাম্বিয়ার তরুণ কম্পিউটার প্রশিক্ষক ও পেশায় তথ্য প্রযুক্তিবিদ, ব্লগের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান করছেন।

ফাল একাডেমীর নেপথ্যে রয়েছেন ফাল, যিনি একটি ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও লেকচার, প্রেজেন্টেশন এবং বিভিন্ন কম্পিউটার পোগ্রামের টিপস প্রদান করছে। এডোবি ফটোশপের একটি বিশেষ ইফেক্ট ব্যবহার করতে পারছেন না? মাইক্রোসফট ওয়ার্ডে নিউজলেটার তৈরিতে সাহায্যের প্রয়োজন? কিভাবে করতে হয় ফাল আপনাদের দেখাতে পারে।

পেশাগত জীবনের অধিকাংশ শ্রেণীকক্ষে নির্বাহ করার পর, ফাল এখন তার বেশীরভাগ সময় অনলাইন শিক্ষায় নির্বাহ করছে। গ্লোবাল ভয়েসেস সাম্প্রতিককালে ফালের সাক্ষাৎকার গ্রহণ করেছে এবং তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হয়েছে।

Ousman  Faal at work. Photo courtesy of Demba Kandeh.

উসমান ফাল কাজ করছেন। ছবি ডেমবা কানদে

ডেমবা কানদে(ডেকা): কেন আপনি ব্লগ শুরু করলেন?

উসমান ফাল(উফা): পেশাগতজীবনে বেশ কয়েক বছর এনজিওর দক্ষতা উন্নয়নে তথ্য প্রযুক্তির প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছি। আমি যুবকদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দল গঠন করেছি। এবং আমার অনেক গোগল অনলাইন প্লাটফর্ম এবং ব্লগিং সাইট, ওয়ার্ডপ্রেস, ওয়েব ও ব্লগার আছে। ইন্টার‍্যাক্টিভ ভিডিও লেকচার তৈরিতে আমার অভিজ্ঞতা রয়েছে এবং এগুলি আমাকে ব্লগে উৎসাহিত করেছে।

ডেকা: কতদিন যাবত আপনি ব্লগিং করছেন?

উফা:আমি এক বছর যাবত ব্লগিং করছি এবং এটি সত্যিই আশ্চর্যজনক কারণ এটির মাধ্যমে আমি আমাকে অন্যভাবে প্রকাশ করতে পারি এবং আমার বিষয়বস্তুকে অনলাইনে স্থাপন করতে পারি এবং অন্যদের কাছে তা প্রকাশ করতে পারি। আমি গুগল ব্লগার দিয়ে শুরু করেছি এবং গুগল সাইটের তখন দ্রুত বর্ধনশীল সিএমএস (বিষয়বস্তু ব্যবস্থাপনা সিস্টেম) ওয়ার্ডপ্রেস যা সত্যিই আমার কাছে ইন্টারঅ্যাক্টিভ ও ব্যবহার বান্ধব ছিল।

ডেকা: ব্লগিং আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করেছে?

উফা: ব্লগিং আমাকে নিজের প্রকাশ ঘটাতে সাহায্য করে এবং আমার মেধাকে অনেক মানুষের কাছে উন্মুক্ত করেছে। সুতরাং আমি, যে কোনভাবে, পূর্বের চেয়ে অনেক মানুষকে সহায়তা করতে চাই। ব্লগার হিসাবে এটি আমাকে আনন্দ দেয়।

দেকা: ব্লগিং এ কিভাবে আপনি লক্ষ্য অর্জন করতে চান?

উফা: আমার ”কল্পনা বেশ বড়”। আমি আশা করছি ব্লগিং তথ্যপ্রযুক্তিবিদ হিসাবে আমার পেশাগত জীবনে পরিবর্তন আনবে।

ডেকা: শ্রেনীকক্ষের শিক্ষকের জীবন ব্লগের শিক্ষকের জীবন থেকে কিভাবে আলাদা?

উফা: আমি আমাদের শিক্ষার্থীদের দেখাতে চাই আমি তাদের সাথে সবসময়  আছি, কখনো কখনো শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীদের মনোযোগ না থাকার কারণে যা বর্ণনা করার চেষ্টা করা হয়, তা বোধগম্য হয় না, কিন্তু আমি বিশ্বাস করি যে সম্পূর্ণরূপে ইন্টার‍্যাক্টিভ বিষয়বস্তু সম্পন্ন ব্লগের কারণে তারা সহজেই দেখতে ও বুঝতে পারে।

নিম্নে ইউটিউবে তার একটি গৃহ শিক্ষণ:

ডেকা:আপনার সফলতার কাহিনী কি?

উফা: তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ছয় বছর পার করার পর এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অনেক গবেষণার পর আমি উপলব্ধি করেছি যে আমি সফল পেশাজীবী হিসাবে পথ অতিক্রম করছি। আমি সংক্ষিপ্ত সময়ে অনেক পেশাজীবীকে প্রশিক্ষিত করেছি এবং এটিকে আমি সফলতা হিসাবে বিবেচনা করি। ইন্টারনেট, আমার দ্বিতীয় গৃহ, আমার শিক্ষার্থীদের কাছে ইন্টারঅ্যাক্টিভ বিষয়বস্তুর কেন্দ্র হিসাবে বিবেচিত।

পরবর্তী সাইটগুলোর ব্যবস্থাপনা আমার জন্য সম্মানের বিষয়: আইসিটি গাম্বিয়া, অসফাল, জোলফ টিউটরস,উসমান লেকচারস এবং আমার ইউটিউব চ্যানেল

ডেকা: কোন ধরনের সমস্যা আপনি মোকাবেলা করেন?

উফা: আমি সমস্যার জন্য খুব চিন্তা করি না । আফ্রিকায় সাধারণত এবং নির্দিষ্টভাবে গাম্বিয়ায়, সমস্যাগুলো খুব সাধারণ এবং বিদ্যুৎ বিভ্রাট সম্বলিত ধীরগতির কিন্ত্ত ব্যয়বহুল ইন্টারনেট। ভবিষ্যৎে আমি আরও সমস্যা সমাধানের করতে পারব কারণ আমি বিশ্বাস করি যে প্রযুক্তির বিবেচনায় ভবিষ্যৎ উজ্জ্বল।

ডেকা:আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

উফা:আমি অনেক কিছু ধারণ করি কারণ আমি প্রতিদিন বড় কিছু চিন্তা করি। ভবিষ্যতে আমি আমার সামাজিক নেটওয়া্র্ক ব্যবহার করতে পছন্দ করব যা প্রকৃতপক্ষে আধুনিক প্রযুক্তির উপর নির্ভরশীল। উন্নত ও আধুনিক শিক্ষণের জন্য সামাজিক মাধ্যম এবং এর ফলাফলও আমার স্বপ্ন।

ডেকা:আপনার কাছে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত বিষয় সম্পর্কে বলুন।

উফা:নিজ নিজ কর্ম পরিধিতে সমমনা ব্লগারদের সহযোগিতার হাত প্রসারণের আহবান জানানোর জন্য আমি এই সুযোগটি গ্রহণ করছি। অন্যকে সহযোগিতা করার উদ্দেশ্যে অনলাইন প্লাটফর্ম তৈরি করে ব্লগারদের একত্রিত করে কাজ করা একটি প্রশংসনীয়  বিষয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .