দক্ষিণ ফিলিপাইন্সের বাসিন্দাদের কয়লা প্রকল্পে বিরোধিতা

দাভাও শহরের বাসিন্দা এবং পরিবেশবাদী গ্রুপগুলো তাঁদের শহরে একটি কয়লা প্রকল্প স্থাপনের বিরোধীতা করছে। দাভাও শহরটি ফিলিপাইন্সের দক্ষিণে মিন্দানাও অঞ্চলে অবস্থিত। কয়লা প্রকল্পটি স্থাপনের কাজ করতে যাচ্ছে এবোয়েটিজ পাওয়ার, যা স্থানীয় বাসিন্দাদের বিরোধীতা সত্ত্বেও নগর সরকারের অনুমোদন পেয়েছে।

জিন লিন্ডো-স্ক্যান্ডাল নামের একজন ডাক্তার এবং পরিবেশবাদী দাভাও গ্রিন গ্রুপ কেন প্রকল্পটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তার কিছু কারণ গণনা করেছেনঃ

কেননা কার্বন সিঙ্ক ব্যবস্থাপনা পরিকল্পনা ছাড়াই এবোয়েটিজ পাওয়ার কয়লা প্রকল্পের কাজ শুরু করেছে।

কয়লা চালিত শক্তি প্রকল্পটি ২৫ বছরেরও বেশী সময়ের জন্য দাভাওয়েনস – কে আবদ্ধ করে রাখবে। এ সময়ের মধ্যে ঘটে যাওয়া পরিবেশের ক্ষতি পূরণ করা যাবে না।

কয়লা চালিত শক্তি প্রকল্পটি ফিলিপাইন্সের টরিলের ঈগল ও সামুদ্রিক কচ্ছপগুলোর জীবন বিপন্ন করে তুলবে। কয়লা প্রকল্পটি পাওয়িকান [সামুদ্রিক কচ্ছপ] আশ্রয়স্থান এবং ঈগল আশ্রয়স্থানের কাছে অবস্থিত।

যদি দাভাও শহরে জনসম্মুখে কোন মানুষের ধূমপান করা নিষিদ্ধ হয়, তবে ধূমপানের চেয়েও কয়লা প্রকল্পটি আরো বেশী করে নিষিদ্ধ করা উচিৎ।

গত ২৯ জুন তারিখে দাভাও – এর কয়লা প্রকল্পের বিরোধী সক্রিয় কর্মী এবং বাসিন্দারা শহরের ফ্রিডম পার্কে একটি প্রতিবাদ সংঘটিত করে “গ্লোবাল ডে অব এ্যাকশন টু এন্ড দ্যা এজ অব কোল” – এ যোগ দিয়েছে।

'End Coal' rally in Davao. Image from Greenpeace

দাভাওতে ‘কয়লা খনি বন্ধ কর’ এর র‍্যালি।  ছবিটি গ্রিনপিস থেকে নেওয়া 

দাভাও – এ একটি কঠোর ধূমপান বিরোধী অধ্যাদেশ বাস্তবায়িত হয়েছে অথচ একটি কয়লা প্রকল্পকে শহরে স্বাগত জানানো হচ্ছে বলে প্রতিবাদকারীরা স্তুতিস্থলে নিন্দা ছুড়ে দিয়েছে। এমনকি এ মাসের শুরুতে দক্ষিন-পূর্ব এশিয়া তামাক নিয়ন্ত্রণ রাষ্ট্রসংঘ দাভাও – কে দক্ষিন-পূর্ব আসিয়ান অঞ্চলের একশত ভাগ তামাক মুক্ত রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ঃ  

…শহরটি শুধুমাত্র ফিলিপাইন্সের নয় বরং আসিয়ান অঞ্চলের প্রথম ধূমপান – মুক্ত রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে।

দাভাও শহরটি এমন একটি শহর যা বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা করতে সক্ষম, বিশেষকরে এটির ধূমপান মুক্ত হওয়ার প্রচেষ্টায়।

এলিজা জুনেট এম কাবুয়েনাস দাভাও – এর উন্নতি চান, তবে তিনি একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশের প্রয়োজনীয়তার কথা অধিকার বশে দাবি করেনঃ

দাভাও – এর একজন বৈধ নাগরিক হিসেবে আমি অর্থনৈতিক সুবিধা এবং বৈশ্বিক স্বাস্থ্য – এ দুয়ের মাঝে দ্বিধান্বিত। আমি মনে করি, সরলভাবে একটি গোষ্ঠীতে বাস (করা) অনেক ভালো। একটি বিপদসঙ্কুল পরিবেশে অভিজাত ভাবে বাস করার চেয়ে বরং একটি পরিচ্ছন্ন পরিবেশে আমার জীবনকে দীর্ঘায়ু করা এবং আমার ওপর দয়া করে যে সম্পদগুলো দেয়া হয়েছে তা উপভোগ করা অনেক ভালো। তাই আমি কোন কুসংস্কার ছাড়াই এই কলামটি লিখেছি, কিন্তু আমি কয়লা চালিত শক্তি প্রকল্পের বিরুদ্ধে একেবারেই অনড়।

সত্যিকার অর্থে, আমি এই শহর, এই অঞ্চল, সমগ্র মিন্দানাও এবং দেশের উন্নতি চাই। কিন্তু আমি আমার পৃথিবী, আমার পরিবেশকে নিরাপদ ও ক্ষতিবিহীন রাখতে চাই।

কয়লা প্রকল্পটির কারনে স্থানচ্যুত হবে এমন কয়েকজন বাসিন্দার সাক্ষাৎকার নিয়েছেন আনা আবাদঃ

লোলো [দাদা] নিরবতা ভেঙেছেন এবং সম্পূর্ণ বিশ্বাস করেন যে এ এলাকার গোরস্থান গুলো আর নেই। সেগুলো কয়লা চালিত শক্তি প্রকল্পটি স্থাপনের জন্য স্থানান্তরিত হয়েছে। সে জায়গাগুলোতে জনগনের যাতায়াত বন্ধ করার জন্য বেষ্টনী দেয়া আছে।

অসহায়ত্ব ও আশাহত হওয়ার অনুভুতি আমাকে একটি বজ্রপাতের মতো প্রচন্ড বেগে নাড়া দিয়েছে – এটা কীভাবে হতে দেওয়া যায় ?

এটা অত্যন্ত হতাশাজনক, বর্তমানে সেখানে যে সম্প্রদায়টি বসবাস করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়া হবে। তার সাথে সাথে সেখানকার মাটির সাথে তাঁদের সামাজিক এবং অর্থনৈতিক বন্ধনগুলো ছিন্ন হবে। কিন্তু তাঁদেরকে তাঁদের সংস্কৃতি এবং প্রচলিত প্রথা থেকে বঞ্চিত করতে, গোরস্থানটির পবিত্রতার প্রতি কোন সম্মান না দেখানোর বিষয়টি বিশ্বাসের উর্ধ্বে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .