টুইটারে প্রাক্তন মিশরীয় রাষ্ট্রপতি মুরসির বাগাড়ম্বর

মোহামেদ মুরসি এখন আর মিশরের রাষ্ট্রপতি নন। এর পরিবর্তে, তিনি তার যাচাইকৃত টুইটার অ্যাকাউন্ট @ইজিপ্রেসিডেন্সি এর মাধ্যমে টুইটারে বাগাড়ম্বর করেছেন।

মুরসির এক বছরের রাজত্ব শেষ হয়ে যায় যখন গত ৩০ জুন তারিখে তাঁর পদত্যাগের আহ্বান জানিয়ে মিশর জুড়ে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়।

মিশরীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি এক মিনিট আগে সরাসরি সম্প্রচারে ঘোষণা করেন, সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মন্সুর নতুন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি করে একটি  টেকনোক্রেট জাতীয় সরকার গঠন করা হবে।

আল সিসি মিশরের সংবিধান স্থগিত করা হয়েছে বলেও ঘোষণা করেছেন এবং বলেছেন, রাষ্ট্রপতি ও সংসদ উভয় নির্বাচনের জন্যই প্রস্তুতি নেওয়া হবে।

ইংরেজিতে টুইটের একটি সিরিজে, মুরসি লিখেছেন একটি পূর্ণ অভ্যুত্থানে সেনাবাহিনী কীভাবে প্রতিনিধিত্ব করেছে:

@ইজিপ্রেসিডেন্সিঃ প্রেস। মুরসিঃ সশস্ত্র বাহিনীর নেতৃত্বের দ্বারা ঘোষিত পদক্ষেপ একটি পূর্ণ অভ্যুত্থান, যেটি মিশরে সুশীল গণতন্ত্রের জন্য লড়াই যারা ​​সব মুক্ত পুরুষকে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও লিখেছেনঃ

@ইজিপ্রেসিডেন্সিঃ প্রেস। মুরসিঃ মিশরে সুশীল গণতন্ত্রের জন্য লড়াই যারা ​​সব মুক্ত পুরুষ সশস্ত্র বাহিনীর ঘোষণার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে।

এবং নোট লিখেছেনঃ

@ইজিপ্রেসিডেন্সিঃ প্রেস। অভ্যুত্থান ঘটিয়ে #মিশর কে পিছনের দিকে না নিতে মুরসি আইন ও সংবিধানের সমর্থনে বেসামরিক ও সামরিক সদস্যদের প্ররোচনা দিয়েছেন।

এছাড়াও মুরসি রক্তপাত এড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন:

@ইজিপ্রেসিডেন্সিঃ প্রেস। মুরসি সবাইকে শান্ত থাকার জন্য এবং রক্তপাত এড়াতে দেশের সবাইকে আহ্বান জানিয়েছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .