মিশরীয়রা নিজেদের ধর্মনিরপেক্ষ আইন লিখছে .. টুইটারে

মিশরীয়রা তাদের একেবারে নিজস্ব ধর্মনিরপেক্ষ আইনের খসড়া তৈরি করছে .. টুইটারে

মাহমুদ সালেম – ওরফে মরুবানর – নিচের প্রস্তাবনাটি করার পর সবকিছু শুরু হয়:

بـما إن الإسلاميين شايفين العلمانيين مش مسلمين, وشايفين إن غير المسلمين يحتكمو بشعرائهم , مين عاوز يكتب معايا شريعة العلمانية؟ #فرصة #دستور

@মরুবানর: যেহেতু ইসলামপন্থীদের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষরা ইসলামবিরোধী এবং অমুসলিমরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে, তাই কারা আমার সঙ্গে একটি ধর্মনিরপেক্ষ আইন লিখতে চান?

শীঘ্রই #شريعة_العلمانية  [আরবী] (ধর্মনিরপেক্ষ আইন) হ্যাশট্যাগ সৃষ্টি হয়ে তাতে ধর্মনিরপেক্ষ জনগণের জন্যে এই নতুন শরিয়া (আইন) কী রকম হওয়া উচিত সে বিষয়ে পরামর্শ জমা হতে থাকে।

নারীদের প্রতি দৃষ্টি রেখে খসড়া আইনের নেতৃত্ব প্রদানকারী সালেম বলেছেন:

#شريعة_العلمانية لا يحق لأحد المتاجرة بالنساء واللي يبـغين الزواج من أطفال لمجر بلوغهم الجسدي يتم حبسهم وإحالتهم للعلاج النفسي

@মরুবানর: নারীদের বাণিজ্য নিষিদ্ধ এবং যারা শিশুদের বিয়ে করতে চান তাদের জেলে দেয়া এবং মানসিক চিকিৎসার জন্যে নেয়া হবে।

মালাক বোগদাদী বলেছেন:

#شريعة_العلمانية – الست مش حتة لحمة ماشيه في الشارع…الست انسان زيها زي الرجل من حقها تحس بالامان و متتكسفش من نفسها لمجرد انها انثي!

@মালাকবোগদাদী: নারীরা রাস্তায় হাঁটা মাংসের একটি টুকরা নন। একজন পুরুষের মতো নারীরাও মানুষ, আর নিরাপদ বোধ করা এবং নারী হিসেবে লজ্জিত না হওয়া তার অধিকার।

এবং শাহিনাজ আবদেল সালাম বলেছেন:

#شريعة_العلمانية ان مش مهم لوني و لا نوعي و لا ديني المهم عملي

@ওয়া৭দামাসরিয়া: আমার রঙ, ধরন এবং ধর্ম গুরুত্বপূর্ণ নয়। (গুরুত্বপূর্ণ) আমার কাজ।

তিনি বলে চলেন:

#شريعة_العلمانية العدالة و المساواة و الحرية

@ওয়া৭দামাসরিয়া: ন্যায়, সাম্য এবং স্বাধীনতা।

রাজনীতির দিকে দৃষ্টি ফিরিয়ে মোহামেদ এমাম ইঙ্গিত করেছেন:

#شريعة_العلمانية لا يسمح بإقامة أحزاب سياسية على أسس دينية أو عرقية ، وإستخدام الشعارات الدينية في السياسة دجل وليس برنامجا سياسيا

@মেমান৮: ধর্ম বা জাতির ভিত্তিতে রাজনৈতিক দল গঠন করা অনুমোদনযোগ্য নয়। রাজনীতিতে ধর্মীয় স্লোগান ব্যবহার করা প্রতারণার সামিল এবং (এগুলো দিয়ে) কোনো রাজনৈতিক কর্মসূচী তৈরী করা যাবে না

ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কে নেভাইন জাকি বলেছেন:

#شريعة_العلمانية انت حر ما لم تضر

@নেভাইন_জাকি: অন্যদের ক্ষতি না করা পর্যন্ত আপনি স্বাধীন

ধর্ম সম্পর্কে জাকি টুইট করেছেন:

#شريعة_العلمانية الدين لله والوطن للجميع

@নেভাইন_জাকি: ধর্ম ঈশ্বরের জন্যে এবং দেশ সবার জন্যে।

এবং এমাম যোগ করেছেন:

#شريعة_العلمانية من حقك إعتناق ” أي” دين تختاره وممارسة شعائرك دون تدخل من أحد ، وعليك إحترام “كل” الأديان الأخرى

@মেমাম৮: ইচ্ছে অনূসারে আপনার যে কোন ধর্ম গ্রহণের অধিকার রয়েছে এবং অধিকার রয়েছে অন্যদের হস্তক্ষেপ ছাড়াই আপনার ধর্মীয় অনুষ্ঠান পালনের। আপনাকে এছাড়াও অন্যান্য সমস্ত ধর্মকে সম্মান করতে হবে

এদিকে নাহলা এনানি এটিকে সংক্ষিপ্ত রেখেছেন:

#شريعة_العلمانية كن انساناً

@নাহলা_৮৮: মানুষ হন

উপসংহারে আমরা ফিরে যাই মরুবানরের কাছে, তিনি টুইট করেছেন:

اهانة الرموز واجب كل علماني لما الرموز ديه تستعبط #شريعة_العلمانية

@মরুবানর: অবমাননাকর সেসব মূক-মৌন নামসর্বস্ব নেতৃবৃন্দ, দায়িত্ব প্রতিটি ধর্মনিরপেক্ষ মানুষের।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .