একটি পরিত্যক্ত ইয়েমেনী ইহুদি গ্রামের ধ্বংসাবশেষ

ইয়েমেনী ব্লগার রুজ আলওয়াজির (@রুজ১২৯) বেইত বোওসে নামের একটি পরিত্যক্ত ইহুদি গ্রামে তাঁর সফরের কিছু বিস্ময়কর ছবি শেয়ার করেছেন। গ্রামটি পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে ১৫ মিনিট সময় লাগে।

আলওয়াজির তাঁর ভ্রমণের কিছু টুকরো অংশ একটি স্লাইডশোর মাধ্যমে দেখিয়েছেন।

আমরা চৌদ্দজন একসাথে একটি আনন্দ ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং একটি সাদা ভ্যানে সবাই ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা হলাম। আমরা একটি পরিত্যক্ত ইহুদি অধ্যুষিত গ্রাম, বেইত বোওসে গিয়েছিলাম, যা পাথুরে পর্বতের উপর অবস্থিত এবং সানা থেকে সেখানে যেতে মাত্র ১৫ মিনিট সময় লাগে।

তাঁর শেয়ার করা ছবিগুলো থেকে দু’টি ছবি:

Beit Baws - Perched on the Mountains

বেইত বাওস-পর্বতের উপর দন্ডায়মান। ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির।

Homes chiseled into the mountain side in Beit Baws

বেইত বাওস গ্রামে পর্বতটির ধারে খোদাই করা ঘরবাড়ি। ছবিটি তুলেছেন রুজ আলওয়াজির।

১৯৪০ সালের শেষ দিকে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের প্রথম বছর “অপারেশন ম্যাজিক্যাল কার্পেট” চলার সময় ইয়েমেনী ইহুদিদের অনেকেই দেশ ছেড়ে ইসরাইল চলে যায়। কেউ কেউ ইয়েমেনে থেকে গিয়েছিলো। কিন্তু দুঃখের বিষয়, তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে । কারণ বেশীরভাগ ইহুদিরাই মুসলিম প্রগতিবাদীদের হুমকিতে দেশ ছেড়ে চলে যাচ্ছে। ইয়েমেনী ইহুদি সম্প্রদায়টি তাদের সংস্কৃতির বেশীরভাগই ইয়েমেনের উত্তর অংশে সংরক্ষণ করে রেখেছে। কারিগরির জন্য তাঁদের বেশ সুনাম রয়েছে এবং রূপার গহনা তৈরীতে তাঁরা সবচেয়ে দক্ষ।

ওমরিশারাবির পোস্ট করা এই ভিডিওটিতে ইয়েমেনে তাদের জীবনযাপনের কিছুটা আভাস পাওয়া যাবে। ভিডিওটিতে যে গানগুলো রয়েছে তা বিখ্যাত শিল্পী মরহুম ওফরা হাজার। তিনি ছিলেন ইয়েমেনের ইহুদি বংশদ্ভূত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .