ভেনেজুয়েলাঃ নাগরিক নির্বাচনী কভারেজের উপর টুইটার হ্যান্ডবুকের গুরুত্বারোপ

রিপর্তেয়া (@রিপরতেয়া) [স্প্যানিশ] হচ্ছে মিগুয়েল অতের সিলভা ফাউন্ডেশন দ্বারা একটি প্রশিক্ষণ উদ্যোগ, যেটি আগামী ৭ অক্টোবর, ২০১২ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে টুইটার ব্যবহারকারী নাগরিকদের উপর গুরুত্বারোপ করে একটি হ্যান্ডবুক প্রকাশ করেছে।

হ্যান্ডবুকটি পিডিএফ বিন্যাসে [স্প্যানিশ] অনলাইনে এল নাচিওনাল সংবাদপত্রের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। হ্যান্ডবুকটির লেখক- সাংবাদিক, ব্লগার এবং গ্লোবাল ভয়েসের প্রদায়ক লুইস কার্লোস দিয়াজ বলেছেনঃ

El día de la elección, las redes sociales serán el reflejo de nuestro espíritu participativo, pero también servirán para tener registro de lo que ocurra en casi todos los rincones del país. Por eso es importante contar con algunos criterios para hacer cobertura y seguimiento de las elecciones. El objetivo de este manual es brindar algunas premisas para reducir el ruido y los rumores, producir información confiable y conectarnos en redes para la reportería ciudadana.

নির্বাচনের দিনে সামাজিক মাধ্যমগুলোতে আমাদের অংশগ্রহনের উদ্দীপনা প্রতিফলিত হবে, পাশাপাশি দেশের প্রতিটি জায়গাতে কি ঘটছে তাও আমাদের জানিয়ে দিবে। সে কারণে, নির্বাচনের খবর সংগ্রহ এবং অনুসরণের জন্য কিছু মানদণ্ড থাকা জরুরী। এই হ্যান্ডবুকটির উদ্দেশ্য হচ্ছে, পূর্বানুমান এবং গুজব কমানো, নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করা, একে অপরের সঙ্গে নাগরিকের জন্য নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা।

Twitter handbook for citizen electoral reporting

নাগরিক নির্বাচনী কভারেজের জন্য টুইটার হ্যান্ডবুক

“আমরা কেন টুইটার ব্যবহার করব?”, “আমি টুইটারে কিভাবে ছবি/ ভিডিও আপলোড করব?”, “আমি কিভাবে নির্বাচনের সময় তথ্য নিরীক্ষণ করব”, “আমরা কিভাবে গুজব এড়াবো?” ইত্যাদির এর মত প্রশ্নগুলোতে হ্যান্ডবুকটি গুরুত্ত্বারোপ করছে।

এটি যোগাযোগের কোনো ধরনের বিপর্যের ক্ষেত্রে নাগরিক সুরাহা নির্দেশ করে, বিশেষত ৩ ধরণের ঘটনার ক্ষেত্রেঃ মোবাইল নেটওয়ার্কের পতন, টুইটার প্ল্যাটফর্মের পতন, এবং ইন্টারনেট সুবিধা বন্ধ হয়ে গেলে।

“আমরা কি হ্যাশট্যাগ ব্যবহার করব?” প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে হ্যান্ডবুকটি #৭০ অথবা #ইলেকশনএসভিই ব্যাবহারের পরামর্শ দিয়েছে, “যদিও তারা সারা দিন টুইটার ব্যবহারকারীদের নির্বাচনী ঘটনার ওপর আলোচনা ও প্রতিক্রিয়া থেকে পরিবর্তন হতে পারবে”।

নির্বাচন কভারের উপর আরো পরামর্শের জন্য, এল নাচিওনালে সাবরিনা সেগোভিয়ার “নিরীক্ষণের জন্য পরামর্শ” [স্প্যানিশ] চেক করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .