বাহরাইন: আপীল আদালতে বিরোধী নেতাদের যাবজ্জীবন কারাদণ্ড বহাল

এই পোস্টটি আমাদের বাহরাইনের বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আজ [৪ঠা সেপ্টেম্বর, ২০১২] বাহরাইনে আপীলের উচ্চ আদালত ২০জন বিরোধী ব্যক্তিত্বের বিরুদ্ধে শাসকগোষ্ঠী উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে কারাদণ্ড বহাল রেখেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তাদের “বিবেকের বন্দী” হিসেবে বর্ণনা করলেও বাহরাইনী কর্তৃপক্ষ এবং স্থানীয় গণমাধ্যম তাদেরকে ১৪ই ফেব্রুয়ারি, ২০১১ তারিখে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে ভূমিকার জন্যে “সন্ত্রাসী” বলছে।

তাদের আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে চপেটাঘাত  করা হয়েছে; আর বাকিদের পাঁচ থেকে ১৫বছরের জেল দেয়া হয়েছে

সমর্থকরা রায়টিকে প্রত্যাখ্যান করে এবং সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার শপথ নিয়ে বিচারটিকে একটি প্রহসন হিসেবে অভিহিত করেছে।

প্রাক্তন সংসদ সদস্য এবং বিরোধীদলীয় আল ওয়েফাক সমিতির (বাহরাইনে রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ) সদস্য আব্দুলজলিল খলিল টুইট করেছেন [আরবী ভাষায়]:

محكمة التمييز كانت أبطلت تهمة تشكيل التنظيم وقلب النظام لعدم وجود أدلة واليوم تأتي محكمة الاستئناف تؤيد أحكام المحكمة العسكرية!
@এজলিলখলিল: প্রমাণের অভাবে বাতিলকরণ আদালত একটি গোষ্ঠী গঠনের এবং শাসকগোষ্ঠী উৎখাতের অভিযোগ ছেড়ে দিয়েছে। আজ আপীলের উচ্চ আদালত সামরিক আদালতের রায়কে সমুন্নত রেখেছে।

আলা’ শেহাবি বিচার অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করঞ্ছিলেন। তিনি টুইট করেছেন:

@আলাশেহাবি: কোন পরিবারের কাউকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়নি এবং আদালত থেকে বের হয়ে আসা আইনজীবীরা বলছেন যে কিছু অভিযোগ অপ্রমাণিত হলেও কারাদণ্ড বহাল রয়েছে

তিনি আরো বলেছেন:

@আলাশেহাবি: রায় সমুন্নত রাখা প্রমাণ করে যে সামরিক বিচার এবং এই তথাকথিত ‘বেসামরিক’ বিচারের মধ্যে একেবারেই কোন পার্থক্য নেই। একই মানসিকতা বিরাজমান #বাহরাইন

বারগে মানবাধিকার এর মানবাধিকার রক্ষাকর্মী কর্মসূচীর পরিচালক ব্রায়ান ডুলি প্রশ্ন করেছেন:

@ডুলি_ডুলি: ‘… আপনি শান্তিপূর্ণ বিরোধী্দের একটি অংশকে জেলে রেখে বাস্তব সংলাপ চালাতে পারবেন না,’ ২০১১ সালের মে মাসে #বাহরাইনে ওবামা বলেছিলেন। আজকে তিনি কী বলছেন?

আরেকটি টুইটে তিনি মন্তব্য করেছেন:

@ডুলি_ডুলি: #বাহরাইনের ১৩টি নিশ্চিত সংস্কার প্রক্রিয়ার উপর রায় (স্রেফ) একটি ধাপ্পাবাজি। আন্তর্জাতিক সম্প্রদায় এখন কোথায়?

সাবিকা আল শালমান শব্দ নিয়ে খেলেছেন [আরবী ভাষায়]:

القضاء بالعدل أو القضاء على العدل
@সাবিকা _এ: ন্যায়বিচারের সঙ্গে রায় নাকি ন্যায়বিচারকে বিতাড়নের রায়?

এবং সালমা বলেছেন [আরবী ভাষায়]:

قلة العقل مصيبة يالبحرين..
@সালমাবলেছেন: বাহরাইনে বুদ্ধির অভাব একটি বিপর্যয়কর পর্যায়ে রয়েছে

এদিকে জহুর দাবি করেছেন যে এমনকি বিচারক তার সিদ্ধান্ত উচ্চারণ করার আগেই বাহরাইন সংবাদ সংস্থা রায়টি ঘোষণা করেছে। তিনি টুইট করেছেন:

@সৌদিআইএফ৩ : সবচেয়ে বড় প্রহসন হলো বিচারক রায় উচ্চারণ করার পূর্বেই বাহরাইন সংবাদ সংস্থা রায় ঘোষণা করেছে! #বাহ(রাইনের)রায়েরদিন #বাহ(রাইনের)নেতাদেরমুক্তকর

এবং মিশর থেকে তারেক শালাবি সংহতি প্রস্তাব করেছেন:

@তারেকশালাবি: সৌদি পরিবেষ্টিত নৃশংস, গোষ্ঠীতান্ত্রিক রাজতন্ত্রের ভুক্তভোগী #বাহরাইনে আমাদের ভাই ও বোনদের প্রতি সংহতি। জনগণের ক্ষমতা (চাই)।

এই পোস্টটি আমাদের বাহরাইনের বিক্ষোভ ২০১১ সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .