বাহরাইনঃ প্রধান বিরোধী দলীয় নেতৃবৃন্দ বিচারাধীন

এই অনুচ্ছেদটি আমাদের বিশেষ প্রতিবেদন বাহরাইন বিক্ষোভ ২০১১/১২ এর অংশ।

বাহরাইন হাইকোর্ট আপিল বিভাগ কাল [৪ সেপ্টেম্বর, ২০১২] ক্ষমতাসীন দলকে পরাজিত করার ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত প্রধান বিরোধী দলের ১৩ জন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তাদেরকে “বিবেকের কারাবন্দী” বলে অভিহিত করছে, তখন বাহরাইনি কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য, যা বাহরাইনে ২০১১ এর ১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছিল।

গবেষক ও বাহরাইনের প্রাক্তন অধিবাসী মার্ক ওয়েন জোন্স লিখেছেনঃ


@মার্কওয়েনজোন্স
: কাল #বাহরাইন১৩ এর রায়। এটি ৩ সপ্তাহ পূর্বেই হওয়ার কথা ছিল, কিন্তু বিচারক #বাহরাইনের উপর রায়ের জন্য এক টুকরো কাগজ পড়তে অক্ষম ছিলেন।

Secular Waad leader Ibrahim Sharif carried by supporters

ওয়াদ ধর্মনিরপেক্ষ নেতা ইব্রাহিম শরিফকে সমর্থকদের বহনের একটি তারিখবিহীন ছবি যা @ওয়াদ_বিএইচ. কর্তৃক টুইটারে প্রকাশিত। বিচারাধীন নেতৃবৃন্দের মধ্যে শরিফ একজন

মানবাধিকার কর্মী জিহান কাজেরুনি দেখিয়েছেনঃ


@জিহানকাজেরুনি
: কাল #বাহরাইন১৩ বিরোধী দলীয় নেতার বিচার যারা #জাতিসংঘ #এইচআরডব্লিউ # এইচআরএফ এবং #বাহরাইনের সকল মানবাধিকার সংস্থার মতানুসারে বিবেকের কারাবন্দী

এবং মারিয়াম আলখাওয়াজা, যিনি আবদুলহাদি আলখাওয়াজার কন্যা, তার আক্ষেপঃ


@মারিয়ামআলখাওয়াজা
: কাল #বাহরাইন১৩ এর রায় এবং @অ্যাংরিআরাবিয়া, বিবেকের কারাবন্দী, #বাহরাইন শুরুর আগে তাদের কারাগারে নেয়া উচিত ছিল না

এর মধ্যে, রাস্তায়, বিক্ষোভকারীদের হুমকি যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পাবলিক চত্বরসমূহ ছাড়বে না।

কর্মী নাদের আবদুলএমাম টুইট বার্তায় বলেনঃ

نرجع للبيوت وماذا نقول للشهداء وعوائلهم نرجع ونبقى تحت رحمة الظلم يتحكم فينا وفي حرياتنا وخيراتنا واهمون بل تحلمون . ‎‫#لن_نرجع_للبيوت‬‏
@নাদেরআবদুলএমাম: আমরা আমাদের ঘরে ফিরি এবং আমরা শহীদ ও তাদের পরিবারকে কি বলি? আমরা ঘরে ফিরি এবং আমাদের নিজেদের ও স্বাধীনতা ও সম্পদকে নিয়ন্ত্রণের জন্য অবিচারের মর্জিমত চলি? আপনি শুধু বিভ্রান্তই হন নি, আপনি স্বপ্নও দেখছেন। আমরা কখনোই আমাদের ঘরে ফিরব না।

আরেকটি টুইট বার্তায়, তিনি দেখিয়েছেনঃ

مهما اختلفت سقوف المعارضة بين اسقاط واصلاح الا انهم متفقين كلهم ان لا رجعة للبيوت دون ارجاع السلطات الثلاث المسروقة ‎‫#لن_نرجع_للبيوت‬‏

@নাদেরআবদুলএমাম: বিরোধীদলের সাথে পার্থক্য যাই থাকুক না কেন, ক্ষমতাসীন দলের পতন বা পুনরুত্থান যাই হোক না কেন, তারা সম্মত যে হারানো তিন শক্তি ফেরত না পাওয়া পর্যন্ত ঘরে ফেরার প্রশ্নই উঠে না। আমরা ঘরে ফিরব না।

সাবেক সাংসদ আলি আলআসাওয়াদের আক্ষেপঃ

شعب ‎‫#البحرين‬‏ في قراره بعدم ترك الساحات يعي تماماً بأن الحقوق المدنية والاجتماعية والسياسية له ستتحقق من خلال سلمية وعدالة حراكه المطلبي.

@এএম_আসাওয়াদ: বাহরাইনের জনগণ তাদের সিদ্ধান্ত চত্বরে জানায় নি, তারা বিশ্বাস করে যে নাগরিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার কেবলমাত্র তাদের দাবি আদায়ের আন্দোলন দ্বারা শান্তি ও ন্যায়বিচারের মাধ্যমে অর্জিত হতে পারে

এই অনুচ্ছেদটি আমাদের বিশেষ প্রতিবেদন বাহরাইন বিক্ষোভ ২০১১/১২ এর অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .