তিউনিশিয়া: বর্ণবিদ্বেষ বাড়ছে?

আফ্রিকাভক্স.কম-এ ফ্রেডারিক গোর দজো বাই লিখেছেন [ফরাসী ভাষায়] তিউনিশিয়াতে কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের প্রতি বর্ণবাদ বেড়ে যাওয়া সম্পর্কে। বাই তার পোস্টে ২০০৭ সাল থেকে তিউনিশিয়াতে বসবাসকারী ফেবিয়ান সিই নামের প্রকৌশলের একজন আইভরিয়ান ছাত্রের একটি সাক্ষ্য [ফরাসী ভাষায়] উদ্বৃত করেছেন:

এমন কোন দিন যায় না যেদিন কোন কৃষ্ণাঙ্গ আফ্রিকান বর্ণবিদ্বেষী নির্যাতনের শিকার হন না। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত অপমান হলো “গুইরা গুইরা” নামে গালাগাল কেউ কেউ স্থানীয় উপভাষায় “বড় বাঁদর” বলে যার অর্থ করেন। অনেক তিউনিশীয়র কাছে আমরা কৃষ্ণাঙ্গ আফ্রিকানরা অসভ্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .