চিলিঃ শিক্ষা সংস্কারের দাবিতে হাজারও শিক্ষার্থীর মিছিল

শিক্ষা সংস্কারের দাবিতে গত ২৮ আগস্ট মঙ্গলবার সান্তিয়াগো ও অন্যান্য শহরের রাস্তায় হাজারও শিক্ষার্থী ও শিক্ষক মিছিল করে। চিলির শিক্ষা ব্যবস্থা সংস্কারের চলমান আন্দোলনের অংশ হিসাবে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়। এ মাসের প্রথমদিকে শিক্ষার্থীরা বিদ্যালয় দখল করে। আন্দোলনকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পুলিশ কর্তৃক জোর পূর্বক অপসারনের আগ্রাসী পদক্ষেপের নিন্দা  [স্প্যানিশ ভিডিও] জানিয়েছে ।

দি সান্তিয়াগো টাইমস- এর প্রতিবেদনে বলা হয় গতকালের মিছিল “ শান্তিপূর্ণ এবং ভালো ধরণের। মিছিলটি দুপুর ২ টায় শেষ হয় এবং ‘এনকাপুচাদোস’ বা অবগুণ্ঠিত সন্ত্রাসীরা যখন পুলিশকে […]  আক্রমণ করে তারপর থেকে তা দ্রুতই গোলযোগে পরিণত হয়, পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।”

সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে নাগরিকরা গত বিক্ষোভ মিছিলের প্রতিবেদন তুলে ধরেন।  ভিডিও, প্রতিবেদন, এবং প্রতিক্রিয়া জানানোর জন্য বেশীরভাগ ব্যবহারকারী #ইয়োমারকোয়েল২৮ [স্প্যানিশ ভাষায়] (২৮ তারিখের মিছিলে আমি যাব) এবং #ইয়োএপোয়োয়ালোসএস্টুডিয়ান্তস [স্প্যানিশ ভাষায়] নামক হ্যাশট্যাগ ব্যবহার করেন।

চিলির ছাত্র নেতারা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন।

২৮ আগস্ট ২০১২ তারিখে গণ শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে চিলির ছাত্র নেতারা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। ছবি মারিও তেলেজ তেলেজ, স্বত্ব ডেমোটিক্স।

স্থপতি ও সমাজবিজ্ঞানী ড্যানিয়েল জাদু ( @ড্যানিয়েলজাদু) [স্প্যানিশ ভাষায়] লিখেন:

@danieljadue: Me encantaría que el gobierno organizara una marcha de apoyo a sus políticas para ver cuantos saldrían a marchar. #YoApoyoaLosEstudiantes

@ড্যানিয়েলজাদু [স্প্যানিশ ভাষায়]: আমি দেখতে চাই যে সরকার আয়োজিত শিক্ষা নীতির সমর্থনের মিছিলে  কত লোক  অংশগ্রহণ করে। #ইয়োএপোয়োয়ালোসএস্টুডিয়ান্তস

ছাত্র আন্দোলনে শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে কোরালিটো (@ক্রিসালিড_এ) [স্প্যানিশ ভাষায়] বলেন:

@krisalid_a: ser profesor/a y no apoyar a los estudiantes es una contradicción pedagógica!!#yomarchoel23 #yomarchoel28

@ক্রিসালিড_এ [স্প্যানিশ ভাষায়]: শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সমর্থন জানাতে নয় শিক্ষাবিজ্ঞানগত অসঙ্গতির প্রতিবাদে আমি এসেছি #ইয়োমারকোয়েল২৩ #ইয়োমারকোয়েল২৮

ক্যারাবিনেরোস ( পুলিশ) এবং চিলিয়ান ছাত্র ফেডারেশন (কনফেচ) কর্তৃক মিছিলের  অংশগ্রহনকারীর সংখ্যার বিষয়ে এনজিও সিউডাডানো ইন্টেলিজেন্টে  (@ সিউডাডানো)জানিয়েছে:

@ciudadanoi: Marcha por la educación Stgo: Carabineros cifra en 50 mil los asistentes y Confech en 150 mil ¿Qué tal el margen de error?#Transparencia

@সিউডাডানোই [স্প্যানিশ ভাষায়]: সান্তিয়াগোতে শিক্ষার জন্য মিছিল: ক্যারাবিনেরোস ৫০ হাজার অংশগ্রহণকারী এবং কনফেচ ১৫০ হাজার অংশগ্রহনকারীর হিসাব দেখিয়েছে। হিসাবের এ ভুল টা কেমন? # ট্রান্সপারেন্সিয়া ( স্বচ্ছতা)

ক্যারাবিনেরোসের  উল্লেখ করা সংখ্যাকে চ্যালেঞ্জ জানিয়ে গনজালো আফা নিচের ইউটিউবটি শেয়ার করেছেন:

সরকার ও একাধিক রাজনীতিবীদ শান্তিপূর্ণ এ মিছিলের  প্রশংসা [স্প্যানিশ ভাষায়] করেছে। এ বিষয়ে সাড়া দিয়ে মারতা লাগোস (@এমএমলাগোসসিসি) [স্প্যানিশ ভাষায়] লিখেন:

@mmlagoscc: Muy extraña la felicitacion del gob a la marcha pacifica de estudiantes.: Yaaa. Y ahora q? Q responde a las demandas q originan la marcha?

@এমএমলাগোসসিসি [স্প্যানিশ ভাষায়] : ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলকে সরকার অভিনন্দিত করেছে যা খুবই বিস্ময়কর: ভালো, তো এখন কি হবে? মিছিলের দাবির বিষয়ে সরকার কি কিছু বলেছে?

শান্তিপূর্ণ মিছিল সত্বেও নাগরিক [স্প্যানিশ ভাষায়, ভিডিও] ও প্রচার মাধ্যম [স্প্যানিশ ভাষায়] পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ক্যারাবিনেরোসের প্রতিবেদন অনুসারে, ২০০ লোক গ্রেফতার এবং ১৩ জন পুলিশ আহত হয়।

Santiago, Chile. 28th August 2012 -- Riot police pictured as they make an arrest at a rally demanding an overhaul of the public education system. -- Thousands of Chilean students, supported by teachers and social organizations, demonstrated in Santiago demanding the government reform the education system. Riot police dispersed a number of radical protesters with teargas after rocks were thrown.

গণ শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে আয়োজিত মিছিল থেকে গ্রেফতারের সময় দাঙ্গা পুলিশের ছবি। ২৮ আগস্ট,২০১২, সান্তিয়াগো, চিলি।, ছবি- মারিও তেলেজ তেলেজ, স্বত্ব ডেমোটিক্স।

সেবাস্টিয়ান কাইসিও বেকন (@সেবাস্টিয়ান কাইসিও) [স্প্যানিশ ভাষায়] এর মত অনেক নেট নাগরিক মিছিল বিষয়ে প্রচার মাধ্যমের কাভারেজের সমালোচনা করেছেন:

@sebastiancaiceo: La prensa es increíble, cuando la marcha es pacifica le dan los 1ros 5 minutos de pantalla y chao, cuando hay desmanes los muestran 1 hora.

@সেবাস্টিয়ান কাইসিও [স্প্যানিশ ভাষায়]: প্রেস ক্ষেপাটে। শান্তিপূর্ণ মিছিলের জন্য তাঁরা পাঁচ মিনিট সময় বরাদ্দ রেখেছিল, কিন্তু দাঙ্গার সময় তাঁরা ১ ঘণ্টা দেখিয়েছে।

ছাত্র আন্দোলনের সমর্থকেরা তাঁদের দাবি মেনে নেয়ার বিষয়ে সরকারকে চাপ দিচ্ছে। চিলি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন এর ডীন কেসিলা সেপুল্ভেডা (@ডিকানামেডিসিনা) [স্প্যানিশ ভাষায়] টুইট করেন:

@decanamedicina: Orgullosa x marcha masiva y pacífica de ayer. Ahora el gobierno tiene la palabra ¿q espera para enfrentar la crisis de la educación?

@ডিকানামেডিসিনা [স্প্যানিশ ভাষায়]: গতকালের শান্তিপূর্ণ গণ মিছিলের জন্য গর্বিত। এখন সরকারের কথা বলার সময়। [সরকার] শিক্ষা সঙ্কট সমাধানে কী করছে?

এল দিনামো [স্প্যানিশ ভাষায়] ও সেন্তিদোস কমুনেস [স্প্যানিশ ভাষায়] সংবাদ সাইটে আপনারা নেট নাগরিকদের তোলা মিছিলের আরও ছবি দেখতে পাবেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .