মিশর: মোর্সির সেনানায়ক উৎখাত রহস্য উদ্ঘাটন

মোহাম্মেদ মোর্সির মিশরীয় সশস্ত্র বাহিনীর উচ্চ পর্ষদের (এসসিএএফ) চেয়ারম্যান মোহামেদ হুসেইন তান্তাভি  এবং সশস্ত্র বাহিনীর স্টাফ প্রধান সামি আনানকে বরখাস্তের সাম্প্রতিক সিদ্ধান্ত মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাষ্ট্রপতি নতুন আরো একটি সাংবিধানিক ঘোষণা জারি করেছেন যা তাকে সাংবিধানিক ক্ষমতা প্রদান করবে।

প্রথম দিকে মোর্সিকে দুর্বল এবং মুসলিম ব্রাদারহুড ও সশস্ত্র বাহিনীর উচ্চ পর্ষদের  মাঝে বিক্ষিপ্ত ভাবা হলেও সর্বশেষ সিদ্ধান্তে তিনি তার অবস্থান জাহির করে নিজেকে পুনর্মূল্যায়িত করেছেন।

একটি টেলিভিশন পর্দার ছবিতে রাষ্ট্রপতি অভিষেকের দিনে মোহামেদ মোর্সিকে মিশরীয় সেনাবাহিনী শীর্ষ কর্তাব্যক্তি পরিবেষ্টিত অবস্থায় দেখা যাচ্ছে। ছবি, জেইনাব মোহামেদের ফ্লিকার থেকে নেয়া (সিসি-বাই-এনসি-এসএ ২.০)

কায়রো-ভিত্তিক সাংবাদিক বেল ট্রু মোর্সির পদক্ষেপে ধাঁধায় পড়ে গিয়েছেন:

‏@বেলট্রু: কেউ কী আমাকে আমার দুর্দশা থেকে বের করে বলবেন কীভাবে #মোর্সি  আজ যা করেছেন তার মানে কী এবং #এসসিএএফ কী ভাবছে সেটা ব্যাখ্যা করবেন। (আছেন এমন) কেউ।

ঠিকপথে ফিরে আসা বিপ্লব

উদ্যোক্তা আহমেদ রেজা টুইট করে তার স্বস্তি প্রকাশ করেছেন:

@বাইরেডজ: আমার জীবনে উচ্চারিত দীর্ঘতম ইইইইইইইইহ! #মোর্সি  #مرسي

বিশিষ্ট এক্টিভিস্ট ওয়ায়েল ঘোনিম  টুইট করেছেন:

‏@ঘোনিম: #মোর্সি সাম্প্রতিক সিদ্ধান্তগুলো যে সব পশ্চিমা বিশ্লেষক #জানু২৫-কে একটি বিপ্লবের পরিবর্তে একটি সামরিক অভ্যুত্থান ভেবেছিল তাদের প্রতি একটি বাস্তব প্রতিক্রিয়া।

কায়রো-ভিত্তিক আল জাজিরা ইংরেজি প্রতিবেদক রাওইয়া রাগেহ  এর সঙ্গে রস যোগ করেছেন:

 ‏@রাওইয়া রাগেহ: প্রতিরোধ করতে করতে গতকালও এটা বলা হয়েছিল.. কিন্তু আমি ক্ষান্ত দিয়েছি। # মোর্সি মিশরীয়দের — “এখন কে আপনাদের বাবা?”

মিশর কী ইসলামীকৃত?

কার্লোস লাতুফের কার্টুনে মোহামেদ মোর্সি মোহামেদ হুসেইন তান্তাভি’কে বরখাস্ত করার সময় “ক্ষমতার পথে এরদোগান” শিরোনামের একটি বই পড়ছেন। এভাবে তিনি এক সপ্তাহ আগে বিশজন জেনারেলকে বহিষ্কার করা এরদোগানের পদাংক অনুসরণ করছেন।

অনেকে এই পদক্ষেপটিকে মুসলিম ব্রাদারহুডের আরো ক্ষমতা কুক্ষিগত করার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে। ব্লগার জেইনাব মোহামেদ পোস্ট করেছেন:

অবশ্যই আরেকটি দল এই সব সিদ্ধান্তে সায় দিবে না এবং একে রাষ্ট্রীয় অংশীদারিত্বে আমাদের সেনাবাহিনীকে চিরতরে ধ্বংস করে মুসলিম ব্রাদারহুডের সেনাবাহিনী এবং রাষ্ট্রের মুসলিম ভ্রাতৃত্বকরণের মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি সামরিকের বিরুদ্ধে একটি বেসামরিক অভ্যুত্থান মনে করবে।

ব্লগার এবং মধ্যপ্রাচ্য বিশ্লেষক নার্ভানা মাহমুদ টুইট করেছেন:

‏@নার্ভানা_১: তান্তাভি এবং আনানকে ভুলে যান … এটা কোন নরম অভ্যুত্থান নয়, (বরং) ইসলামী রাষ্ট্রের একটি ঘোষণা। #মোর্সি #মিশর

টুইটারাতি গিগি ইব্রাহিম টুইট করেছেন:

‏@জিস্কোয়ার৮৬: এটা স্ফটিকের মতো পরিষ্কার যে সব সরকারী কর্মকর্তাদের একই লক্ষ্য – ক্ষমতা। তারা এটা রক্ষা করা, এটা চুরি করা এবং তা বিস্তৃত করতে যে কোন কিছু করবে #মিশর #মোর্সি

কী ধরনের অভ্যুত্থান?

তবে অন্যরা পদক্ষেপটির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মোহামেদ এল হেবিশাই টুইট করেছেন:

‏@হেবিশাই: এটা কোন বরখাস্ত নয়.. এমনকি নিদেনপক্ষেও বরখাস্তের কাছাকাছি নয়.. এটা জনগণকে বারবার ব্যবহার করে একটা নিরাপদ প্রস্থান (মাত্র) #মোর্সি #মিশর

সাংবাদিক জানো শার্বেল মোর্সির সিদ্ধান্তগুলিতে অসন্তুষ্ট:

@জানোশার্বেল: অযোগ্যতা, মিথ্যাচার, সেন্সরশীপ ও অপরাধী জেনারেলদের ক্ষমা করার জন্যে #মোর্সি এবং #ব্রাদারহুডের বিরুদ্ধে কী সাগ্রহে #আগস্ট২৪ বিক্ষোভে অংশগ্রহণ করবেন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .