হংকং: টাইফুনের প্লাস্টিক বড়ি পরিষ্কারের জন্য নাগরিকদের পদক্ষেপ

২০১২ সালের ২৩ জুলাই, হংকং-এ টাইফুন ভিসেন্তের সময় সিনোপেক কর্তৃক প্রস্তুতকৃত ১৫০ টনেরও বেশি প্লাস্টিক বড়ি সমুদ্রে ফেলে দেয়া হয়েছিল। যাহোক, স্থানীয় সৈকতে প্লাস্টিক বড়ি না পাওয়া পর্যন্ত হংকং সরকার জনগণকে এ বিষয়ে জানানো বা দূষণ রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ কোনটিই করে নি। বর্তমানে পরিবেশবাদী দলগুলো এখনো ফেসবুকের মাধ্যমে পরিষ্কার পদক্ষেপের আহ্বান জানাচ্ছে।

সি শেফার্ড হংকং-এর গ্যারি স্টোকস এ বিষয়ে প্রথম অনলাইন প্রতিবেদন করেন এবং তিনি এ ঘটনা প্রকাশ করে একটি ফেসবুক পেজও গঠন করেনঃ

হংকং-এ সাম্প্রতিক টাইফুন ১০-এর আঘাতের পর কয়েকদিন আগে ডিসকভারি উপসাগরের উত্তর সৈকতে ট্রেসি রেড একটি বড় ধরণের ব্যাপার লক্ষ্য করেন। ২৫ কেজি ওজনের মোট ৩০টি কাঁচা প্লাস্টিকের [কাঁচা প্লাস্টিকের বড়ি নার্ডল নামেও পরিচিত] বস্তা সৈকতে ভাসমান অবস্থায় ছিল। দুর্ভাগ্যবশত ১১টি বস্তা খালি ছিল এবং এর দ্রব্য এখন সৈকতের নিচে ছড়িয়ে গেছে। এই ছোট আধাস্বচ্ছ বলগুলো মাছের ডিমের সদৃশ এবং এজন্য মাছ ও সমুদ্রের পাখিরা এগুলো গ্রহণ করে। নার্ডলগুলো গ্রহণের আগ পর্যন্ত তাদের দেহে টক্সিন প্রবেশ করিয়ে সব দূষণ শোষণ করে। একবার খাদ্য চক্রে প্রবেশ করে, প্লাস্টিক তখন এর বৃদ্ধি করে এবং পরিশেষে মানুষের খাবার টেবিলে শেষ করে।

এ খবর মূলত ইংরেজ বক্তাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ৩১ জুলাই সাউথ চায়না মর্নিং পোস্টে প্রতিবেদিত হয়। ফেসবুক দলটি জনসচেতনতার জন্য দ্রুতই একটি ভিডিও প্রকাশ করেঃ

শুধু ডিসকভারি উপসাগর-ভিত্তিক পরিবেশবাদী দলই নয়, ডিবি গ্রিন, যারা ২ আগস্ট চাইনিজ অনলাইন ফোরামে স্বেচ্ছাসেবী পরিষ্কার পদক্ষেপের জন্য ডাক দিয়েছে, তারা স্থানীয় চাইনিজ গণমাধ্যমে এই ঘটনা তুলে ধরেছে। ৪ আগস্ট অ্যাপল ডেইলিতে [zh] একটি পুরো পৃষ্ঠা জুড়ে প্রতিবেদন ছাপা হয়েছে।

সাংবাদিক অনুসন্ধানের চাপে, ৫ আগস্ট সরকার শেষ পর্যন্ত স্বীকার করেছে যে তারা টাইফুনের পর পরই সিনোপেকের কাছ থেকে এ ব্যাপারে প্রতিবেদন পেয়েছে কিন্তু তারা দাবি করেছে যে বড়িগুলো টক্সিক নয়। যাহোক, স্থানীয় মাছের খামারের মালিকগণ জানিয়েছেন যে [zh] তাদের মাছগুলো প্লাস্টিক বড়ি খেয়ে মৃত্যুর দিকে ‘এগিয়ে যাচ্ছে’।

যদিও সরকার আর সিনোপেক পরিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছে, জনগণ এই ধীর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়েছে এবং ডিবি গ্রিনের উদাহরণ অনুসরণ করছে, লামা কর্নার, স্কলারিজম, গ্রিন সেন্সের মত নাগরিক দলও পরিষ্কার পদক্ষেপের ডাক দিয়েছে।

More than a hundred volunteers showed up at Shek O beach on August 12, 2012. Photo from Plastic Disaster on Facebook.

২০১২ সালের ১২ আগস্ট, শেক ও সৈকতে একশর বেশি স্বেচ্ছাসেবী। ছবি ফেসবুক থেকে প্লাস্টিক ডিজাস্টারের সৌজন্যে।

এর সাথে, পরিষ্কার ব্যবস্থাপনার জন্য গুগল মানচিত্র ব্যবহার করা হয়েছেঃ

View Plastic Disaster in a larger map

ঐ ঘটনা ও নতুন প্লাস্টিক দূষণের স্থানের খবর অনলাইনে প্রকাশের এক মাস পার হয়েছে, তবে নাগরিকরা এখনও পরিষ্কার সংক্রান্ত টিপস দিয়ে যাচ্ছেন।

Report from Sam Pak Wan, Discovery Bay in August 10, 2012. Photo from Plastic Disaster on Facebook.

সাম পাক ওয়ানের প্রতিবেদন, ১০ আগস্ট, ২০১২ ডিসকভারি বে। ছবি ফেসবুক থেকে প্লাস্টিক ডিজাস্টারের সৌজন্যে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .