আরব বিশ্ব: মহাশূন্যযান কিউরিসিটি এবং আরব বৈজ্ঞানিক অবক্ষয়

মঙ্গল গ্রহের উপর কিউরিসিটি‘র সফল অবতরণের পর আরবীয়রা টুইটারে আরব বিশ্বে বিজ্ঞানের দুর্দশাগ্রস্ত অবস্থা: সামান্য বৈজ্ঞানিক ফলাফল এবং খুব অল্প পেটেন্ট (মেধাসত্ত্ব) নিয়ে বিলাপ করেছে।

সৌদি কৌতুকাভিনেতা ফাহাদ আলবুতাইরি টুইট করেছেন:

@ফাহাদ: الناس راحوا المريخ وحنا للحين نسولف في قضايا أثارت جدلًا في السعودية في العشر سنين الماضية هنا؛ غالبًا لها علاقة بالمرأة.
মানুষ মঙ্গল গ্রহে যায় আর আমরা এখনো ১০ বছর আগে বিতর্কিত হওয়া বিষয় নিয়ে আলোচনা করছি। সাধারণভাবে সেগুলো নারী বিষয়ক।

সৌদি আরব থেকে আরো একজন নেটনাগরিক দুঃখজনক একটি তুলনা করেছেন:

@রিয়াদ _ই৩লান: يتزامن خبر هبوط مركبة ناسا لسطح المريخ مع دخول الأردن لموسوعة غينيس للأرقام القياسية بصنع (أكبر قرص فلافل) ولاعزاء لباقي العرب.
নাসা’র (মার্কিন যুক্তরাস্ট্রের জাতীয় বিমান চালনা ও মহাকাশ প্রশাসন) অভিযাত্রীর মঙ্গল গ্রহে অবতরণ সংবাদটি জর্দানে তৈরী “বৃহত্তম ফালাফেল (ঐতিহ্যবাহী আরবীয় খাদ্য)” এর বিশ্ব রেকর্ডের গীনিস বুকে তালিকাভুক্তির সঙ্গে মিলে গিয়েছিল যেখানে বাকি আরবদের জন্যে কোন প্রকার দুঃখ প্রকাশ ছিল না

ব্লগার খালেদ খাল্লাভি টুইট করেছেন:

@জেএসটি৫এএলডি: العرب يتحسرون على عدم بلوغهم الفضاء، فضاء مين ياحلوين؟ مشاكلكم يبغالها كم قرن، نصكم كان يحسب إن مارس شوكولاتة.
আরবরা বিলাপ করছে মহাশূন্যে পৌঁছনোর জন্যে নয়, মহাশূন্যের সুন্দরীদের (হুর-পরীদের) জন্যে? আপনাদের সমস্যার [সমাধানের] জন্যে কয়েকটি শতাব্দী প্রয়োজন। আপনাদের অর্ধেকই মনে করেন মঙ্গল একটি চকলেট

কুয়েতভিত্তিক কার্টুনিস্ট হাশিমোতো’র আরব বিভক্তি সম্পর্কিত কার্টুনে দু’জন আরবীয় তর্ক করছে। একজন বলেছেন, “আপনি শিয়া” এবং অন্যজন বলছেন, “আপনি সুন্নী” আর টিভির পর্দায় লেখা দেখাচ্ছে “কিউরিসিটি মঙ্গল গ্রহে অবতরণ করেছে।”

জাকি সাফার বলেছেন:

@জাকি _সাফারr: يسير العالم إلى الأمام ونحن نسير بعقولنا إلى الوراء، ولاندري أين سينتهي بنا السير في نهاية المطاف! -الوردي
বিশ্ব এগিয়ে যাচ্ছে আর আমরা পিছনের দিকে চলছি এবং আমরা জানি না এটা আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে!

উদ্যোক্তা জামাল আবু-হুলাইগাহ আরব সমাজের বিশাল ভোগের সমালোচনা করেছেন:

@জামালআবুএইচ: لا يصنعون حضارة من اعتادوا استهلاك حياة صنعها غيرهم
যারা অন্যদের তৈরী জীবন ভোগ করতে অভ্যস্ত, তারা কখনো একটি সভ্যতা নির্মাণ করতে পারে না

মদিনায় বসবাসকারী আবু রু’য়া আলজাহনি উপসাগরীয় আরব রাজ্যগুলোর রূপ দানকারী আধুনিকত্বের সমালোচনা করেছেন:

@জেএডাব্লিউএসএকিউ: يرسلون للمريخ مسبار.,.ونحن لا نصنع مسمار..!!!..ونتباهى بناطحات الغبار…وكملوا الباقي…..!!!!
তারা মঙ্গল গ্রহে একটি অনুসন্ধানী যান পাঠায় আর আমরা একটি পেরেকও বানাই না এবং আমরা ধুলোর তৈরী গগনচুম্বী অট্টালিকা নিয়ে বড়াই করি… যা আপনারা নির্মাণ করেন

লিবীয় ব্লগার সালাহ আল হাদ্দাদ পোস্ট করেছেন:

أول ما قفز إلى ذهني سؤال وجودي قديم جديد هو : لماذا تقدموا ولماذا تأخرنا ؟ . كيف لدولة كالولايات المتحدة الأمريكية ، لا يتعدى عمرها المائتين وخمسين عاما ، تنجح في تحقيق كل هذه الانجازات الجبارة ، بينما لم ننجح نحن إلا في التكفير وصنع السيارات المفخخة ؟ الجواب ببساطة يكمن في اسم هذه المركبة الفضائية ، التي لا يتعدى وزنها طن واحد
প্রথমে আমার অনাদিকালের সেই অস্তিত্ববাদী সমস্যাটি মনে আসে: তারা কেন এগিয়ে যায় আর আমরা কেন পিছনের দিকে যাই? কীভাবে ২৫০ বছর অতিক্রম না করা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ এরকম সব বিশাল সফলতা অর্জন করতে পারে? ইতোমধ্যে আমরা কেবল প্রায়শ্চিত্ত করতে এবং গাড়ী বোমা তৈরীতে সিদ্ধিলাভ করেছি?  এর উত্তর এই এক টনেরও কম ওজনের মহাকাশ ক্যাপসুলটির নামের মধ্যেই নিহিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .