মৌরিতানিয়া: দেশের প্রথম সামরিক শাসনকে স্মরণ

২০১২ সালের ১০ জুলাই মৌরিতানিয়ার প্রথম সামরিক শাসনের ৩৪ তম বর্ষপূর্তি।  ১৯৬০ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভের পর মৌরিতানিয়ার প্রথম রাষ্ট্রপতি মোক্তার অলুদ দাদ্দাহ- কে সামরিক বাহিনী উৎখাত করে।

এরপর থেকে দেশটিতে একাধিক সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়, সাম্প্রতিক  সময়ে গত ৬ আগস্ট ২০০৮ সালে  যে সামরিক অভ্যুত্থানে সংগঠিত হয় তাতে  মৌরিতানিয়ার প্রথম নির্বাচিত বেসামরিক রাষ্ট্রপতি সিদি অলুদ চেইক  আব্দাল্লাহি কে  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ অলুদ আব্দেল আজিজ ক্ষমতাচ্যুত করেন।

মৌরিতানীয় সক্রিয়তাবাদীরা টুইটার ও ব্লগিং-এর মাধ্যমে বর্ষপূর্তিকে স্মরণ করে এবং মৌরিতানিয়ার সামরিক শাসনের সমালোচনা করে।

মোক্তার অলুদ দাদ্দাহ, ১৯৯৭, ছবি- উইকিমিডিয়া কমন্স এর সৌজন্যে

অভ্যুত্থানের [আরবি] পর কি ঘটেছিল সে বিষয়ে স্মরণ করে বউটিলিমিট টুডের একজন ব্লগার ( ১৯৭৮ সালের উৎখাতকৃত রাষ্ট্রপতির নিজ শহরের নাম থেকে নেওয়া):

بدأت السلطات سياسة الإقصاء الممنهجة ضد ولاية الترارزة بشكل خاص، وضد مدينة بوتلميت بشكل أخص فقد قررت النخبة العسكرية الجديدة، تحويل تلك المدينة إلى ” معتقل لأبنائهما كان إخوة الرئيس ولد داداه، وأقاربه إضافة إلى الأطر والمثقفين المنحدرين من ولايته أول المستهدفين، وتواصلت الاعتقالات لتشمل كثيرا من الموريتانيين، فيما كان الأستاذ أحمد ولد داداه يقضي إقامته الجبرية في بوتلميت والتي مكنته من حفظ القرآن الكريم، كان الأمير احبيب ولد أحمد سالم يعلك لجام الأسى وهو سجين محمول في مؤخرة 404 تشق به وهاد المذرذرة إلى نواكشوط.
রাজনৈতিক কর্তৃপক্ষ সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিকভাবে ত্রাজা এলাকা  ও বউটিলিমিট কে বাদ দেওয়া শুরু করেছে। নতুন সামরিক উচ্চপদস্থরা  রাষ্ট্রপতি অলুদ দাদ্দাহ এর ছেলে, ভাই ও আত্মীয়- স্বজনদের জন্য শহরটিকে কারাগারে পরিনত করার সিদ্ধান্ত নিয়েছে। ঐ এলাকার বুদ্ধিজীবীরাও তাঁদের প্রথম টার্গেট। বউটিলিমিটে আহমেদ অলুদ দাদ্দাহ [মোক্তার অলুদ দাদ্দাহ-এর সৎ ভাই] কে গৃহ অন্তরীণ করা হয়েছে, তাঁকে পবিত্র কোরআন মুখস্ত করার অনুমতি প্রদান করা হয়েছে।   আমির হাবিব অলুদ আহমেদ সালেম [তারজার আমির] কে অপমানিত করা হয়, তাঁকে ট্রাকের পিছনে বসিয়ে মাদেরদ্রা সমভূমির উপর দিয়ে নউয়াকচট এলাকায় নিয়ে যাওয়া হয়।

সক্রিয়তাবাদী বাবা অলুদ ব্রাহিম তাঁর ব্লগ সুরাখ আল ওয়াতান ( “জাতির চীৎকার”) এ বর্ষপূর্তি সম্পর্কে লিখেনঃ

إن الحديث عن الانقلابات في موريتانيا يعني الحديث عن خمسة عشر انقلاب وجد البعض منها سبيله في الاستيلاء على السلطة بينما فشل الآخر في ذلك ,بدأت بانقلاب 1978م وظلت مستمرة ومحكوم بها كقدر محتوم أعناق الشعب الموريتاني حتى اليوم.ويمكن اختزالها عموما ,و تقسيما إلى ثلاث مراحل أساسية تبدأ أولاها من 1978م حتى 1991م حيث بداية المرحلة الثانية التي انتهت بانقلاب 2005 الذي شكل هو الآخر بداية للمرحلة الثالثة التي لم تنتهي بعد.لولا الاختلاف في الأشخاص والأسماء لقيل أن موريتانيا عرفت انقلابا واحدا ,وذلك لاتحاد جميع الانقلابات في الأسباب , والتشابه في المسار ,والوصول إلى نفس النتائج.
كان العاشر من يوليو 1978 موعد موريتانيا مع أول انقلاب من طرف مجموعة من ضباط جيشها , دوافعهم في ذلك كما قالوا الحرب التي يخوضها الجيش ضد البوليساريو في ظروف وصفوها بالصعبة , فهو غير مؤهل لذلك من حيث السلاح والمئونة والتدريب…
لقد تلازم مع هذا الانقلاب ,القضاء على جميع المظاهر المدنية في الدولة , وهو ما اتضح جليا من خلال الميثاق الذي يمنع التعددية السياسية , ويحرم على المدنيين ممارسة السياسة.
মৌরিতানিয়ার  অভ্যুত্থান সম্পর্কে বলতে গেলে পনেরোটা অভ্যুত্থানের কথা বলতে হয়, যেগুলোর মধ্যে কোন কোনটা সফল আবার কোন কোনটা ব্যর্থ। এটা শুরু হয় ১৯৭৮ সালের অভ্যুত্থানের পর থেকে, যা আজও চলমান রয়েছে এবং অনেক মৌরিতানিয়ানের জীবন নিয়েছে। ঘটনাগুলোকে সংক্ষিপ্তভাবে মৌলিক তিনটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্ব ১৯৭৮-১৯৯১দ্বিতীয় পর্ব  ২০০৫ সালের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত তৃতীয় পর্যায়ের পরিসমাপ্তি এখনও ঘটেনি। বিভিন্ন ব্যক্তির নাম বাদ দিলে আমরা বলতে পারি মৌরিতানিয়াতে মাত্র একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে কেননা সকল অভ্যুত্থানের কারন এক, অভ্যুত্থানের প্রক্রিয়া এক এবং  অভ্যুত্থানগুলো একই উদ্দেশ্য অর্জন করেছে।
১৯৭৮ সালের ১০ জুলাই তারিখে মৌরিতানিয়াতে একদল সামরিক কর্মকর্তা প্রথম অভ্যুত্থান ঘটায়,   তাঁদের দাবি যে তাঁদের উদ্দেশ্য ছিল পলিসারিওর বিরুদ্ধে সেনাবাহিনী  কর্তৃক যুদ্ধ মুল্য নির্ধারণ। পরিস্থিতিকে তাঁরা  জটিল বলে ব্যখ্যা করেন এই বলে যে এই  পরিস্থিতিতে নতুন আগ্নেয়াস্ত্র সরবরাহ ও প্রশিক্ষনের সুযোগ কম।

কখনো কখনো প্রত্যেকটা অভ্যুত্থান বেসামরিক রাষ্ট্রের সর্বক্ষেত্রেই বিলোপ সাধন করে, সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করে এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগনের রাজনিতীতে অংশগ্রহনকে থামিয়ে দেয়।

২৫ ফেব্রুয়ারি আন্দোলনের সক্রিয়তাবাদীদের গ্রেফতার

২৫ ফেব্রুয়ারি আন্দোলনের সক্রিয়তাবাদীদের গ্রেফতার, মুভমেন্ট দ্যু ২৫ ফেভরিয়ের- ফেসবুকের পাতা থেকে

বর্ষপূর্তির বিষয়ে ২৫ ফেব্রুয়ারি আন্দোলনের সক্রিয়তাবাদী মেদ লেমিনে ইচভাগা টুইট করেন:

@eddennine: بعد ايام تكمل ‎‫#موريتانيا‬ سنتها الرابعة والثلاثين تحت حكم العسكر، يسقط…يسقط حكم العسكر ‎‫#ارحل_عزيز‬
@এড্ডেনাইন: কিছুদিনের মধ্যে সামরিক শাসনের অধীনে মৌরিতানিয়া চৌত্রিশ বৎসর পূর্ণ করবে। সামরিক শাশন নিপাত যাক, [ জেনারেল] আজিজ ভাগো।

ব্লগার সিদি আল তিব অলুদ মজতেবা লিখেনঃ

@mojteba: تؤلمني ذكرى هذا اليوم المشؤوم، ويحز في النفس أن نخبة بلادي لا تدرك جسامة الخطب وهول الكارثة.. يسقط يسقط حكم العسكر ‎‫#موريتاني‬
@মজতেবা: বর্ষপূর্তির এ ভাগ্য নির্ধারনী দিন আমাকে ব্যথিত করে, এটা বেদনাদায়ক যে আমার দেশের সম্ভ্রান্ত লোকজন বিষয়টির গুরুত্ব অনুধাবনে এবং বিপর্যয়ের বিভীষিকা সম্পর্কে অসচেতন… মৌরিতানীয় সামরিক শাশন নিপাত যাক

১০ই জুলাই এর পূনরাগমণ এবং ২৫ ফেব্রুয়ারি আন্দোলন সম্পর্কে সক্রিয়তাবাদী বাবা অলুদ হরুমা মন্তব্য করেনঃ

@hourmababa: وقفة حركة ٢٥ فبراير في ذكرى أول انقلاب عسكري يعكس وعيا شموليا بجذور المعضلة السياسية في ‎‫#موريتانيا‬ وتجاوزا لأطروحات القوى التقليدية في البلد
@হুর্মাবাবা: প্রথম সামরিক অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং ২৫ ফেব্রুয়ারি আন্দোলনের অবস্থান মৌরিতানিয়ার রাজনৈতিক সঙ্কটের মূল সম্পর্কে সামগ্রিক সচেতনতার প্রতিফলন ঘটিয়েছে  এবং দেশের প্রথাগত ক্ষমতা কাঠামোকে অসম্মান করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .