ওয়েইবো টুডে: “চীন মানে শুধু সেন্সরশিপ এবং রাজনীতি নয়”

চীনের সামাজিক মিডিয়ায় কী হচ্ছে সেটা জানার ইচ্ছে কিন্তু চীনা ভাষায় কথা বলতে পারেন না?  তাহলে, শুধু পড়ে যান। চার মাস ধরে এলে লি (@এলেআইকনলি) এবং ক্যাসি লাউ (@হাইপারক্যাসি) চীনা সামাজিক নেটওয়ার্কের বিভিন্ন আলোচিত বিষয়কে ইংরেজীতে তুলে ধরার  সাপ্তাহিক অনলাইন প্রদর্শনী ওয়েইবো টুডে সম্প্রচার করার জন্যে একটি ইউটিউব চ্যানেল খুলেছে। একদিকে এলে লি স্ক্রিপ্ট লিখেন এবং হোস্ট করেন, অন্যদিকে প্রযোজক ক্যাসি লাউ দৃশ্যগুলোর পিছনে থেকে কাজ করেন। আমরা এলে লি’র সঙ্গে তাদের প্রদর্শনী সম্পর্কে কথা বলেছি।

An image of the online show Weibo Today

অনলাইন প্রদর্শনী ওয়েইবো টুডের একটি ছবি

প্রশ্ন- কীভাবে ওয়েইবো সম্পর্কে অনলাইন প্রদর্শনী দেখানোর ধারণাটি আপনার মাথায় আসে?
উত্তর- চীন এবং এর সামাজিক মিডিয়া সম্পর্কে আগ্রহ দিনকে দিন বাড়ছে। সাধারণতঃ আন্তর্জাতিক দর্শক-শ্রোতা এবং ব্রান্ডগুলোর চীনের সামাজিক মিডিয়া সম্পর্কে কোন ধারণা রাখে না। #এইচকেসামাজিক (হংকং ভিত্তিক একটি সামাজিক মিডিয়া পরিচিতি দল) এর সহ-প্রতিষ্ঠাতা হিসাবে, আমি সামাজিক মিডিয়া সম্পর্কিত জ্ঞান ভাগাভাগি পছন্দ করি। আমি চীন এবং পশ্চিমে উভয় জায়গাতেই থেকেছি, এখন বাস করছি বহু-সাংস্কৃতিক হংকং-এ। অতএব, আমার বিশ্বাস আমি কিছু নিরপেক্ষ কথা উপস্থাপন করতে পারবো। আমার প্রদর্শনীটি শুধুমাত্র সামাজিক মিডিয়া সম্পর্কে নয়, এটা জাতীয়ভাবে পরিশোধন ছাড়াই চীনে ঘটমান সত্যিকার সংবাদ সম্পর্কিত।

চীনা সামাজিক মিডিয়া বলতে আমি সিনা ওয়েইবোকে সব সময়েই “১ নম্বর” বলবো। এটা ঠিক টুইটা্রের মতো নয়; এটা টুইটার, ফেসবুক, টাম্বলার এবং ইন্সটাগ্রামের একটি সংমিশ্রন। এটা খুবই তথ্যকেন্দ্রিক এবং জনগণ এখানে খবর প্রকাশ করতে আগ্রহী। ওয়েইবোতে বিষয়বস্তু চীনা জনগণের একেবারে সত্যিকারের কণ্ঠস্বরের মতো।

প্রশ্ন- ওয়েইবো টুডের উদ্দেশ্যগুলো কী?
উত্তর- প্রথমতঃ ও সর্বাগ্রে আমরা দেখাতে চাই যে চীন মানে শুধু সেন্সরশিপ এবং রাজনৈতিক বিতর্ক নয়। জনগণ সিনেমা, সেলিব্রিটি, সামাজিক বিষয় ও এমনকি আন্তর্জাতিক সংবাদ সম্পর্কে কথা বলে। ওয়েইবো শুধু জনগণের খাওয়া আর কাজ সম্পর্কে কথা বলার ক্ষেত্রে নয়, এটা কীভাবে আরো অনেক বিষয়ে ব্যবহৃত হয় – এটা কীভাবে জনগণকে সাহায্য করছে, এটা কীভাবে জীবনকে প্রভাবিত করছে, এটা কতটা অর্থহীন হতে পারে এবং এটা কীভাবে পশ্চিমের সামাজিক নেটওয়ার্ক থেকে ভিন্ন কিছু নয়, আমরা সেটা ব্যাখ্যা করি।

প্রশ্ন- সাংস্কৃতিক পার্থক্য অথবা জানা-শোনার অভাবের কারণে অনেকসময় যোগাযোগের ঘটনাসমূহ বুঝতে অসুবিধা হতে পারে। আপনারা এগুলো সামাল দেন কীভাবে?

উত্তর- এটি আমাদের ওয়েইবো টুডে করার প্রধান উদ্দেশ্যগুলোর একটি। এটা শুধু সেন্সরশিপ এবং কমিউনিজম সম্পর্কিত নয়। উদাহরণস্বরূপ, টাইটানিক ৩ডির কাহিনী একটি সাধারণ বৈশিষ্ট্যমণ্ডিত বিষয় যেখানে আমরা পাশ্চাত্য মিডিয়াকে চীন এখনো অন্ধকার যুগে রয়েছে দেখাতে ঝাঁপিয়ে পড়ে। বিশ্বের সঙ্গে তাল মেলাতে চীনের অনেক কিছু পরিবর্তন প্রয়োজন আমি এটা নিয়ে তর্ক করবো না। কিন্তু আপনার ১০০ কোটি জনগণের দিকে তাকাতে হবে এবং দেখতে হবে যে খুব বেশী তথ্য যদি সঠিকভাবে বিতরণ না হলে কী হতে পারে।

একারণেই ওয়েইবো মঞ্চটি একই সময়ে এত আকর্ষণীয় এবং দুর্বার – তাই আমরা ঠিক এই মুহূর্তে খুব শীর্ষ পর্যায়ে দৃষ্টি দিচ্ছি পশ্চিমা দর্শক-শ্রোতারা সহজেই বুঝতে পারে এমন মজার এবং অসাধারণ গল্প নিয়ে এসে  বুঝতে পারার ব্যবধান কমানোর উপর।

প্রশ্ন- এই মুহূর্তে এটা কেমন যাচ্ছে?

উত্তর- এটা ভালোভাবেই চলছে। আমরা দর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি এবং প্রতিটি নতুন পর্বের সঙ্গে সঙ্গে দর্শক দ্বিগুণ হচ্ছে, আমরা হংকং, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রেট ব্রিটেন ও অস্ট্রেলিয়া থেকে আরো দর্শক পাওয়ার ফলে। ওয়েব প্রদর্শনী করার এটা একটা বিশাল দিক: শুধু একটা আইফোন এবং আইমুভি নিয়ে আপনি আপনার নিজস্ব প্রদর্শনী শুরু করতে পারেন। আদর্শভাবে আমরা কিছু পৃষ্ঠপোষক (স্পনসর) যোগাড় করার পাশাপাশি ভিডিও ভাগাভগি করার সাইটগুলি থেকে প্রদর্শনীর টাকা উপার্জনের জন্যে কাজ করে যাচ্ছি।

প্রশ্ন- ওয়েইবো টুডে নিয়ে আপনাদের কোন ভবিষ্যত পরিকল্পনা আছে কী?

উত্তর- অনলাইন মাধ্যমে ওয়েব ভিডিও খুবই শক্তিশালী, এজন্যে আমরা বেশি করে সান ফ্রান্সিসকোর শুধুমাত্র-ইন্টারনেট প্রদর্শনী নির্মাতা কোম্পানি রিভিশন৩ এর মতো আরো উঁচূমানের প্রদর্শনী তৈরী করতে চাই। আমরা সামাজিক মিডিয়া, হোস্টিং এবং অভিনয়ের প্রতি আগ্রহী প্রতিভাদের নিয়োগের খুঁজছি। ইতোমধ্যে আমরা চীনা দর্শক-শ্রোতাদের লক্ষ্য করে “টুইটার টুডে” নামে নতুন একটি চীনা প্রদর্শনীর চলচ্চিত্রায়ণ শুরু করেছি এবং সুপারিশ হংকং এবং চীনের জীবনযাত্রা সম্পর্কে কিছু প্রদর্শনীর পরিকল্পনা করছি। আমাদের সঙ্গেই থাকুন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .