সিরিয়া: দুই জন নিরাপদে ঘরে ফিরে এসেছে, খালেদ এল ঘাইয়েশ এখনো ফেরেনি

এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

গত সপ্তাহে, মিশরীয়-আমেরিকান মুহাম্মাদ রাদোয়ানকে (@বাতুত্তা নামে যিনি টুইটারে পরিচিত) সিরিয়ায় গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়, একই সাথে সে সিরিয়ার উপর তোলা ছবি এবং ভিডিও বিদেশে পাঠানোর অনুরোধ লাভ করেছে বলে, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১ এপ্রিল, সিএনএন সংবাদ প্রদান করে যে রাদোয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে দামেস্কে অবস্থিত মিশরীয় দূতাবাসে হস্তান্তর করা হয়েছে।

গতকাল রাদোয়ান টুইটারে ঘোষণা প্রদান করে, সে নিরাপদে ঘরে ফিরে এসেছে:

কেবল মাত্র ওম এল দোনইয়ায় ফিরে এসেছি*, ঘরে ফিরে আসা দারুন এক ব্যাপার#মিশর

টিক রুট যুক্তরাষ্ট্রের এক ছাত্র, যে সিরিয়ায় আরবী ভাষার উপর পড়াশুনা করছে, দুই সপ্তাহ জেলে কাটানোর পর সে নিরাপদে ঘরে ফিরে এসেছে, বিক্ষোভের ছবি তোলার দায়ে রুটকে ১৮ মার্চে গ্রেফতার করা হয়েছিল।

মিশর-ভিত্তিক @টম_এল_রুমি টুইট করেছে:

যথারীতি @বাতুত্তা মিশরে ফিরে এসেছে, যুক্তরাষ্ট্রের ছাত্র টিক রুট গতকাল সিরিয়ার কয়েদখানা থেকে নিরাপদে ঘরে ফিরে গেছে। http://j.mp/dYV5jz #ফ্রিখালেদ

টমের করা টুইট #ফ্রিখালেদহ্যাশট্যাগ উল্লেখ করছে সিরিয়ায়,খালেদ এল ঘাইয়েশ ( টুইটারে যে @ঘাইয়েশ নামে পরিচিত) নামে আরেকজন মিশরীয় নিখোঁজ রয়েছে। যেমনটা হাসান এল ঘাইয়েশ টুইট করেছে; এমন কোন নিশ্চিত তথ্য নেই যে তাকে গ্রেফতার করা হয়েছিল; এই তরুণের কথা উল্লেখ করার জন্য হাসান # খালেদমিসিং হ্যাশট্যাগ ব্যবহার করার পরামর্শ প্রদান করেছে।

হাসান এল ঘাইয়েশ টুইট করেছে:

বন্ধুরা, আপনাদের সকলকে এবং @বাতুত্তাকে ধন্যবাদ. .. এখন মিশরীয় দূতাবাসের একমাত্র চিন্তা খালেদঘাইয়াশকে খুঁজে বের করা; #খালেদঘাইয়েশ#খালেদমিসিং

খালেদকে খুঁজে বের করার ক্ষেত্রে সাহায্য করার জন্য একটি একটি ফেসবুকের পাতা তৈরি করা হয়েছে।

মুহাম্মদ রাদোয়ান ঘরে ফিরে আসার কিছুক্ষণের মধ্যে খালেদকে নিয়ে তার চিন্তা ব্যক্ত করে টুইট করে:

ভালোবাসা এবং সমর্থন উপচে পড়ছে. কিন্তু #খালেদকেমুক্তকরা এখন আমার সবচেয়ে বড় চিন্তার বিষয়, দয়া করে এটিকে পুনরায় টুইট করুন।

* “ওম এল দোনিয়া” যার সাধারণ অর্থ “পৃথিবীর মা”, মূলত মিশরকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।

এই পোস্টটি সিরিয়া প্রতিবাদ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .