নাইজেরিয়া: ২০১১ সালের নির্বাচনের বিষয়ে নাইজেরিয়ান ব্লগাররা কি বলছে?

২০১১ সালের নাইজেরিয়ার আসন্ন নির্বাচন বিষয় নাইজেরিয়ার ব্লগ পরিমণ্ডলে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে নাইজেরীয় ব্লগাররা ব্যস্ত। তাঁরা তাঁদের দেশের ভবিষ্যৎ নিয়ে ব্যপক আলোচনা শুরু করেছে।

নেজে সিলভা ইফেদিগবো নতুন বছর শুরু করেন বোমা বিস্ফোরণের মত ঘটনা দিয়ে। এটা দুঃখজনক যে, নাইজেরিয়ার রাজনৈতিক সমীকরণে এ ধরনের সহিংস ঘটনা প্রতিনিয়তই ঘটে:

বছরের প্রথম দিন খুব উত্তেজনাপূর্ণ যাবে বলে ধারণা করা হয়। সন্দেহাতীতভাবে শীর্ষ তালিকার প্রথম দিকে স্থান পাবে এপ্রিলের নির্বাচন। এ মাসে ভোটার নিবন্ধীকরণের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে। এ সুযোগ গ্রহণ করার জন্য আমরা কি প্রস্তুত? দুঃখজনকভাবে যদিও মোগাদিসু সেনানিবাসের(সানি আবাচা ব্যারাক) আবুজায় বর্ষ বরণের প্রাক্কালে বোমা বিস্ফোরণের ঘটনায় আমাদের বর্ষ উদযাপন ছিনতাই হয়ে গেছে।

ফেলিক্স ওকোলি: স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি) এ বিশেষত: এর প্রধান আত্তাহিরু জেগার টেবিলে অনেক কাজ জমে আছে:

২০১১ সালের রাষ্ট্রপতি নির্বাচন এবং সাধারণ নির্বাচন সুন্দরভাবে সম্পাদন ও নাইজেরিয়ার জনগণের আকাঙ্খার প্রকৃত প্রতিফলন ঘটানোর মূল কাজটি জেগাকে করতে হবে।

গ্রহণযোগ্য নির্বচন অনুষ্ঠানের বিষয়ে প্রস্তুতি হীন আইএনইসি-এর জন্য ভোটারদের নিবন্ধকরণের কাজটি একটি লিটমাস পরীক্ষা। নাইজেরিয়ান কিউরিওসিটি নিশ্চিত করেছে যে:

নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভোটার নিবন্ধীকরণের সক্ষমতা এবং এপ্রিলে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষমতার বিষয়ে প্রথম দিন থেকেই স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি)-এর প্রস্তুতি প্রশ্নের সম্মুখীন হয়েছে।

নির্বাচনগুলো সংখ্যা বিষয়ক। সামাজিক প্রচার মাধ্যম সমর্থিত উত্তর আফ্রিকার গণজাগরণ অনেককেই সচেতন করে তুলেছে। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে, জনগণ রাজনৈতিক দলগুলো প্রাইমারিকে বিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আরো ভালভাবে অনুসরণ করছে। নেনা লিখেন:

নাইজেরিয়াতে সারা বিশ্বের হাজার হাজার নাইজেরিয়ানের মত আমি #পিডিপি প্রাইমারীগুলোর দিকে… সবসময় দৃষ্টি রাখছি, আমি অপেক্ষা করেছি… টাইপ করেছি, টুইট করেছি…? কেন? কারন যারা #পিডিপি প্রাইমারীগুলোতে জয়লাভ করবে তাঁরা প্রেসিডেন্সিতে নিশ্চিতভাবেই জয়লাভ করবে। #পিডিপি প্রাইমারীগুলো ১৫ ঘন্টা টিকে ছিল। সকাল ৭টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। আমরা সজাগ ছিলাম! প্রত্যেকটি গণনাই ওয়েব রেডিও, টুইটার ও ফেসবুকে প্রচারিত হয়।

ফেদার প্রজেক্ট মনে করে ২০১১ এর নির্বাচন ব্যতিক্রমধর্মী হবে কারন দেশে বহুসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক আছে।

… রাজনীতিবিদদের জন্য ২০১১ এর নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। পরিচিত নাম যেমন ভোট অথবা অবদমিত হওয়া, আর এস ভি পি (রেজিস্টার, সিলেক্ট, ভোট এবং প্রটেক্ট), যদি নাজিয়া ভোট দেয়, ইত্যাদির স্ট্যাটাসে এ ধরণের মন্তব্য পাওয়া যায়।

রিভোডা, একটি মুঠোফোন এপ্লিকেশন- অপ্রশিক্ষিত নাগরিকদের নির্বাচন অভিজ্ঞতা শেয়ারের হাতিয়ার।সূত্র: ‘জেবেনগা সিসান ব্লগ

রিভোডা নামক নতুন অ্যাপ্লিকেশনের উন্নয়ন এ নির্বাচনে সামাজিক প্রচার মাধ্যমের শক্তি বৃদ্ধি পাবে বলে জেবেনগা সিসান নিশ্চিত করেন। রিভোডা:

… ৮৭,২৯৭,৭৮৯ জন নাইজেরিয়ানকে মুঠোফোন, ৪৩,৯৮২,২০০ জনকে ইন্টারনেট সুবিধা এবং ২,৯৮৫,৬৮০ জনকে ফেসবুকের মাধ্যমে অনানুষ্ঠানিক নির্বাচন পর্যবেক্ষক এ পরিণত করেছে।

ফার্স্টলেডির বিস্ময়কর ভুল ইংরেজি উচ্চারণ জাতীয় আকর্ষণে পরিনত হয়েছে। তাঁর জন্য উরুকানাইজার উপদেশ:

D tin consan the campaign wey you dey helep our Presido, Uncle Jo and all im ‘umblerra’ friends do. Auntie, you try. Even though you no too sabi English, you dey make effort…

আমাদের রাষ্ট্রপতিকে আপনার নির্বাচনী প্রচরণায় সহায়তার বিষয়টি উদ্বেগের কারন হয়ে দাড়িয়েছে। জো চাচা [শুভ কামনা জো] এবং তাঁর ছত্রধর বন্ধুরাই যথেষ্ট। আপনি চেষ্টা করেছেন। যদিও ইংরেজি না জানা সত্বেও আপনি চেষ্টা করেছেন…

কেবল ব্লগাররাই নয় সঙ্গীতজ্ঞরাও গান গাইছেন। নির্বাচনের জন্য নাগরিক সচেতনতামূলক প্রচারাভিযান ইতোমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে। ট্রেডিং প্লেসেস বলেন:

কয়েকজন সঙ্গীত শিল্পীর মধ্যে এলডিথেডন টুইটারের মাধ্যমে জনগণকে আর্জি জানান “পরিবর্তন করুন” এবং রেজিস্টার সিলেক্ট ভোট প্রটেক্ট করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .