জাপানে স্মরণকালের সবচেয়ে বড় মাপের ভূমিকম্প

এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ।

Photo from March 11 earthquake in Japan shared by @mitsu_1024

জাপানে ভূমিকম্পের ছবি @মিটসু_১০২৪ এর সৌজন্যে

১১ই মার্চ ২০১১ শুক্রবার জাপানের স্থানীয় সময় ২:৪৬:২৩ এ ৮.৯ মাপের একটি ভূমিকম্প আঘাত হানে যা দেশটির স্মরণকালে সবচেয়ে বড় মাপের ভূমিকম্প। এখানে রয়েছে কয়েকটি অনলাইন টুল যা ব্যবহার করে লোকেরা তাদের পরিচিত বা আত্মীয় স্বজনের খোজ নিচ্ছে:

জাপানের টুইটার জগৎে #sendai (সেন্দাই) and #jishin (জিনশিন) নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। #prayforjapan (জাপানের জন্যে প্রার্থনা কর) ব্যবহার করা হচ্ছে ইংরেজী ভাষায় প্রার্থনা পাঠানোর জন্যে।

টুইটারে অনেকে শান্ত থাকার চেষ্টা করেছে এবং উপদেশ দেবার চেষ্টা করছে বিশেষ করে যাদের হানশিন ভূমিকম্প বা চুয়েৎসু ভূমিকম্পের/a> অভিজ্ঞতা আছে তারা।

@asahi_chousa (আশাহি_চুশা):

【拡散希望】電気屋さんからの忠告!です。 ただ今地震で停電している地帯の方はブレーカーを全て落として下さい。通電されたら小さなブレーカーを一つづつ入れて下さい。漏電ブレーカーが落ちるようでしたら、無理に入れず、電気事業者等に連絡をとって下さい。漏電による火災を防ぎましょう。

একজন বিদ্যুৎমিস্ত্রির উপদেশ: আপনাদের সার্কিট ব্রেকার বন্ধ করে দিন, বিশেষ করে যদি আপনাদের অঞ্চলে বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়ে থাকে। বিদ্যুৎ আসলে একটি একটি করে সার্কিট ব্রেকারগুলো চালু করুন। শর্ট সার্কিট চলতে থাকলে জোর করবেন না – সক্ষম কাউকে ডাকুন। বিদ্যুৎের শর্টসার্কিট থেকে আগুন লাগা থেকে বিরত থাকুন।

@take23asn (টেইক ২৩এএসএন):

@take23asn 【タンスの下敷きになった人を助ける方法】タンスが頑丈なのは全面と上部、側面だけ。背の面は薄い板でできている。その薄い板を蹴破り、そこからすべての引き出しを抜き取る。そうすれば簡単にタンスを解体できる。

@টেইক ২৩এএসএন “কি করে ক্যাবিনেটের নিচে চাপা পরা মানুষদের উদ্ধার করবেন: ক্যাবিনেটের তিন দিক – উপর, নীচে আর সামনে মজবুত থাকে। তবে পেছনটা পাতলা বোর্ড দিয়ে তৈরি। লাথি দিয়ে সেই পাতলা বোর্ড ভাঙ্গুন এবং ড্রয়ার গুলো বের করে ফেলে আপনি সহজেই উদ্ধার করতে পারবেন আটকা পড়া মানুষকে।

@Grpa_Horiuch (জিআরপিএ হরিআচ):

【 緊急 】 手話が必要な方に教えて上げてください。「目で聴くテレビ」でNHKのニュースに手話をつけて放送中。このURLから「緊急災害放送」をクリックしてください。 http://t.co/KQPhc1r #jishin #NHK

[জরুরি] এখুনি জানান কার সাইন ল্যাঙ্গুয়েজ জানা দোভাষী লাগবে। এই লিন্ক অনুসরণ করুন http://t.co/KQPhc1r এবং এনএইচকে সংবাদ দেখুন।

@hibijun (হিবিজুন):

FMわぃわぃは多言語で地震・災害情報を放送中。インターネットでも聴けます。http://bit.ly/eaV16I%20 在日外国人の皆さんに伝えてください。 #saigai#eqjp #earthquake

এফএম ওয়াই ওয়াই বহুভাষী চ্যানেল (সিমালরেডিও) এই ভূমিকম্প ও সুনামির খবর প্রচার করছে। আপনারা ইন্টারনেটে তা শুনতে পারবেন এখানে। http://bit.ly/eaV16I%20 অনুগ্রহ করে জাপানে অবস্থিত বিদেশিদের এই লিংকটি পাঠিয়ে দেবেন।

@kuilne (কুইলনে)

iPhoneの電池を少しでも長持ちさせる方法。
1.wifiを切る
2.位置情報サービスを切る
3.通知サービスを切る
4.Bluetoothを切る
5.画面の明るさを一番暗くする
6.余計なアプリを切る

আইফোনের ব্যাটারি সংরক্ষণ করুন 1) ওয়াইফাই বন্ধ করুন 2) জিপিএস বন্ধ করুন 3) পুশ মেইল বন্ধ করুন। 4) ব্লু টুথ বন্ধ করুন 5) ঔজ্জ্বল্যতা কমান। 6) অন্যন্য অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করুন।

সেন্দাই, মিয়াগি থেকে @Tranquil_Dragon (ট্রান্কুইল ড্রাগন)এই স্ক্রীনশটটি পোস্ট করেছে:

@wanchan11 (ওয়ানচান১১) পানিতে ভরা সেন্দাই বন্দরের ছবি পোস্ট করেছে:

টোকিও থেকে কিছু ভিডিও:

জিভি জাপানীজ দলকে ধন্যবাদ ভূমিকম্প পরবর্তী অনেক ঝামেলার মধ্যেও এই প্রতিবেদন তৈরিতে সাহায্য করার জন্যে।

এই পোস্টটি ২০১১ সালে জাপানে ভূমিকম্প নিয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .