সুদান: হাসি মাখা মুখ এবং কালি মাখা আঙ্গুল

দক্ষিণ সুদান থেকে এ্যালান ম্যাকডোনাল্ড এবং ডেভিড ম্যাকেঞ্জি তাদের টুইটার একাউন্টে দক্ষিণ সুদান সংক্রান্ত তাজা সংবাদ প্রদান করে যাচ্ছে, যেখানে নাগরিকরা এক গণভোটে অংশ নিচ্ছে, যে গণভোটে নির্ধারিত হবে উক্ত অঞ্চল সুদানের অংশ থাকবে, নাকি স্বাধীন হয়ে যাবে।
পাঁচ ঘন্টার লম্বা লাইন, এখন সামান্য কয়েকজন ভোটারে পরিণত হয়েছে:

জন গারাং সমাধি কেন্দ্রের সামনে এখন মাত্র কয়েকজন ভোটার দাঁড়িয়ে আছে। রোববার পাঁচ ঘন্টার লাইন এখন সব মিলিয়ে পাঁচ মিনিটের এক লাইনে পরিণত হয়েছে#সুদানরেফ।

বুলেটে এক পা হারানো এক ভোটার ভোট দেবার জন্য দাঁড়িয়ে রয়েছে:

যারা সবার আগে ভোট দিতে এসেছিল তাদের মধ্যে ৭০ বছরের এক পোড় খাওয়া যোদ্ধা ছিল, যার একটি পা বুলেটে নষ্ট হয়ে গেছে,।“ আমাকে ভোট দিতেই হবে, ভোট দিতেই হবে, এমনকি, এই কঠিন অবস্থায়”। #সুদানরেফ

স্বাধীনতার জন্য ভোট প্রদান এবং উত্তরকে বিদায় জানানো:

জুবা মার্কেটের খার্তুমের এক পুরোনো বন্ধুকে বিদায় জানানো-সে কেবল ঘরে ফিরে এসেছে, যাতে সে স্বাধীনতার জন্য ভোট প্রদান করতে এবং উত্তরকে বিদায় জানাতে”

রাশিয়ার এক নাগরিক জুবার এক রেস্তোরাঁয় নিজের কেনা ডিম নিজে রান্না করছে:

জুবায় এক রাশিয়ার নাগরিক সকালের নাস্তায় খাবার জন্য তার নিজের কেনা ডিম নিজেই রান্না করছে। কেনিয়ার শেফ তাকিয়ে রয়েছে: হাস্যকর ঘটনা#সুদান

৭০ বছর বয়স্ক ভোটাররা:

http://twitpic.com/3op0iw – এই সমস্ত ৭০ বছরে বয়স্ক ভোটাররা আজ সকালে ভোট দেবার জন্য হোয়াইট নাইল (নীল নদের একটি অংশ) দিয়ে চলে এসেছে#সুদানরেফ

দক্ষিণ সুদানের ৭০ বছর বয়স্ক ভোটাররা। ছবি ডেভিড ম্যাকেঞ্জির সৌজন্যে।

হাসি মাখা মুখ এবং কালি মাখা আঙ্গুল:

জুবায় ফিরে আসা যাক, এখানে অনেক হাসি মাখা মুখ এবং কালি মাখা আঙ্গুল দেখা যাচ্ছে।#সুদানরেফ

যদি আজ জন গারাং জীবিত থাকত, তাহলে কি হত?:

যদি আজ জন গারাং (হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দক্ষিণ সুদানের নেতা ) জীবিত থাকত, তাহলে এই সপ্তাহগুলো কত না আলাদা হত-তাহলে কি আমরা একতার জন্য কাজ করতাম?#সুদানরেফ#সুদান

ভোটারদের কথা

ক্যাথি::

ক্যাথি, তার শিশু সন্তান ডুকুকে নিয়ে ভোট দিতে এসেছে: “আমি চাই না আমার সন্তান আর যন্ত্রণা ভোগ করুক। আমার যন্ত্রণা যেন, আমাদের প্রজন্মের মধ্যে দিয়েই শেষ হয়ে যায়”#সুদানরেফ

হাকিম:

হাকিম খার্তুমের একটি ফেরিতে করে ১২ দিন ভ্রমণ করে ভোট দিতে ফিরে এসেছে, “এটা আমার নিজের জায়গা, আমি আমার লোকজনের মাঝে অবশ্যই ফিরে আসব”।

পেট্রোনেল্লা::

পেট্রোনেল্লা সম্প্রতি নির্বাসন থেকে ফিরে এসেছে: এটা আমাকে এক পরিচয় প্রদান করেছে। এটা আমাকে প্রদর্শন করছে যে, এখন আমার একটা দেশ আছে”।#সুদানরেফ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .