সুদান: দক্ষিণ সুদানের গণভোটের ছবি

সম্প্রতি ৯ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত দক্ষিণ সুদানে এক গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে, সুদানের দক্ষিণ অংশ কি দেশটির সাথে থাকবে, নাকি স্বাধীন এক রাষ্ট্রে পরিণত হবে। এই সকল ছবি দক্ষিণ সুদানের ঐতিহাসিক গণভোটের দৃশ্যকে ধারণ করছে।

আমার আঙ্গুলের দিকে দেখ:

দক্ষিণ সুদানের এক মহিলা ভোট দেবার পর তার কালি মাখানো আঙ্গুল তুলে ধরেছে। ছবি সোলেইমান আবদুল্লাহির সৌজন্যে পাওয়া। (এইচটিটিপি://ইউপিআইইউ.কম)

ভোট দেবার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া

ভোট দেবার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়া। ছবি আলুন ম্যাকডোনাল্ডের সৌজন্যে পাওয়া।

দক্ষিণ সুদানের নতুন পতাকা। এই পতাকায় যে সব রঙ, তার অর্থ; এখানে কালো রঙ-দক্ষিণ সুদানের জনগণ, লাল-স্বাধীনতার জন্য যে রক্ত প্রদান করা হয়েছে, সবুজ-এদেশের মাটি, নীল- নীল নদের পানি, সোনালী তারা-দক্ষিণ সুদানের জনগণের একতার প্রতীক।

দক্ষিণ সুদানের নতুন পতাকা। ছবি গুইলিয়ো পেট্রাকোর সৌজন্যে পাওয়া।.

স্বাধীনতার জন্য এক দীর্ঘ অপেক্ষা:

ভোটাররা ভোট দেবার জন্য ঘন্টার পর ঘন্টা ধৈর্য্য ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। ছবি আন্তর্জাতিক উদ্ধার সংস্থার।

দৃশ্যত: দেখা যাচ্ছে দক্ষিণ সুদানের টিভি আরবী ভাষায় বানান করতে পারে না।

দক্ষিণ সুদানের টিভি চ্যানেল ঠিকমত আরবী ভাষায় বানান লিখতে পারেনি। তারা সাওয়াত ( صوت বা কণ্ঠস্বর) এর বদলে সোইয়িত (صويت ) লিখে রেখেছে। ছবি সাতে৩ এর সৌজন্যে পাওয়া।

কি ভাবে ব্যালট পেপারে সিল মারতে হবে:

কি ভাবে গণভোটের জন্য প্রদান করা ব্যালট পেপারে সিল মারতে হবে।

স্বাধীনতার জন্য ভোট প্রদান করার অপেক্ষায়:

দক্ষিণ সুদানের লোকেরা স্বাধীনতার জন্য ভোট প্রদানের অপেক্ষায়। ছবি ডেভিড ম্যাকেঞ্জির সৌজন্যে পাওয়া

ভোটার কার্ড:

ভোট প্রদান করার জন্য যে ভোটার কার্ড দক্ষিণ সুদানের জনগণ ব্যবহার করছে। ছবি উসামাহ-এর সৌজন্যে পাওয়া

আপনি কি আমার জন্য একটা চেয়ার নিয়ে আসবেন?:

ভোট দেবার লাইনটি ছিল অনেক দীর্ঘ। ভোট দেবার জন্য লোকজন চেয়ার নিয়ে এসেছিল। ছবি আন্তর্জাতিক উদ্ধার কমিটির।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .