মরোক্কো আর উকিলিকস: রাজকীয় দূর্নীতি আর পরিমিত প্রতিক্রিয়া

চিত্র মরোক্কোবোর্ড.কম এর সৌজন্যে

এই পর্যন্ত ১০০০ এর বেশী তারবার্তা প্রকাশের পরে, উকিলিকস এর হাত থেকে কোন জাতি মুক্ত নেই। এই পর্যন্ত, মরোক্কোর সাথে সংশ্লিষ্ট তারবার্তাগুলোতে অন্যান্য জিনিষের মধ্যে সেনাদের অবস্থা, মরোক্কোর কর্মকর্তাদের দূর্নীতি, আর বাণিজ্যিক সিদ্ধান্তে রাজকীয় সংশ্লিষ্টতা আলোচিত হয়েছে। মরোক্কোর ব্লগাররা তারবার্তার ব্যাপারে মতামত জানিয়েছেন, মাঘরিব অঞ্চলে উইকিলিকস আর এর প্রভাবের বেশ কিছু মানে জানিয়ে।

মাঘরেব ব্লগ এর একটা পরিচিতি দিয়েছে, এবং বিস্তারিত ব্যাখ্যাসহ বিশেষ কিছু তারবার্তাকে তুলে ধরেছে যা মরোক্কো আর পশ্চিম সাহারার সাথে সম্পর্কিত:

বিশ্বের অন্যান্য এলাকার মতো, মাঘরিব অঞ্চল উকিলিকস থেকে বেঁচে থাকতে পারেনি। বের হওয়া তারবার্তায় কিছু এলাকার রাজনীতি আর মাঘরিব অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে ক্ষমতার খেলার ব্যাপারে অর্ন্তদৃষ্টি প্রদান করে।


ওয়ান্দিদা
ব্লগে, লাবাদিকো বিশ্বাস করেন না যে উকিলিকস মধ্য প্রাচ্য আর উত্তর আফ্রিকাতে পরিবর্তন আনতে সমর্থ হবে। তিনি লিখেছেন:

এখন আমরা গুরুত্ব সহকারে কথা বলি: কেন উকিলিকস মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে পরিবর্তন আনতে পারবে না?

আমি এর আগে যেমন টক মরোক্কোতে সমর্থন করার চেষ্টা করেছিলাম বিজ্ঞানীদের মতো কিছু তর্ক দিয়ে, আমার দৃষ্টিভঙ্গী হচ্ছে: এই অঞ্চলে ইন্টারনেট আর সামাজিক মিডিয়া কি করতে পারে তা এখনো খুবই কম গুরুত্বপূর্ণ। সাধারণ লোক মূলধারার মিডিয়া থেকে তাদের সংবাদ নেন- বিশেষ করে টেলিভিশন- তারপরে, যারা এখনের সংবাদ পান নেট থেকে তারা ভূমিতে পাওয়া মাধ্যম ছেড়ে দিয়েছেন আরো আরামপ্রদ ‘জ্ঞানী- বির্তক- প্লাটফর্মের’ কাছে। এরা একে অপরের সাথে যারা আলোচনা করেন আর যাদের মধ্যে এই ভ্রান্তি আছে যে বক্তৃতা করে বিশ্বকে পালটানো যাবে… মেনা অঞ্চলে সামাজিক মিডিয়ার মাধ্যমে পরিবর্তন আশা করা এল বারাদেইর মিশরের প্রেসিডেন্ট হতে চাওয়ার ইচ্ছার মতোই ব্যাপার, তার টেলিটিউবের মত টুইট যাকে আমার কাছে ব্যাঙ্গাত্মক ওয়েবসাইট এলবারাদেই কোট জেনারেটরের থেকেও বেশী মজার বলে মনে হয়।

পরের একটা পোস্টে এই ব্লগার উকিলিকসের ব্যাপারে প্রধান ধারার মিডিয়ার প্রতিক্রিয়ার সারমর্ম দিয়েছেন

দ্যা ভিউ ফ্রম ফেজ ব্লগের একজন ব্লগার সাম্প্রতিক উন্নয়নের ব্যাখ্যা করেছেন যা মরোক্কোর পথ থেকে সমতার একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই ব্লগার লিখেছেন:

পথে, মরোক্কোবাসীরা সাধারণত উকিলিকসের সমর্থন করেন তারবার্তার দূরদৃষ্টির জন্য যা আমেরিকার কুটনীতিবিদদের পিছনের আচরণের কথা জানিয়েছে। রাবাতের মরোক্কোবাসীদের মধ্যে বেশীরভাগ ব্যাপার কম বিস্ময়ের সৃষ্টি করেছে, বিশেষ করে উকিলিকসের সেইসব তারবার্তা যাতে সৌদি আরবকে সন্ত্রাসীদের জন্য অর্থের মেশিন হিসাবে দেখানো হয়েছে আর আর একটা তারবার্তা যেখানে দাবি করা হয়েছে যে আল জাজিরা চেহারা পাল্টিয়েছে কাতারি পররাষ্ট্র নীতির সুবিধার্থে।

তাদের পক্ষ থেকে, আমেরিকা তার ক্ষতিকে সামলানোর কাজে ব্যস্ত আর খুব বুদ্ধিদীপ্ত উপায়ে সাড়া দেননি। উকিলিকস আর এর প্রতিষ্ঠাতাদের উপরে আক্রমণের আহ্বান খারাপ ফল এনে দিয়েছে। মুখে গাঁজা তুলে জনাব আসাঞ্জের হত্যার আহ্বান জানিয়ে আর তার ব্যাঙ্কের আকাউন্ট বন্ধ করে আর্ন্তজাতিক ভাবে অজনপ্রিয় হিসাবে প্রমানিত হয়েছে। বার্তাবাহককে গুলি করা সব থেকে ভালো সমাধান না। এর স্থলে আমেরিকানদের উচিত তাদের নিজেদের সাইবার নিরাপত্তার ব্যাপারটা খতিয়ে দেখা। তাদের এমন ধারার আক্রমন উকিলিকস আর এর প্রতিষ্ঠাতা জনাব আসাঞ্জেকে বর্তমান দিনের নায়কে পরিনত করেছে। তবে আশার কথা, মরোক্কো থেকে সাড়া ছিল সম্মানজনক নিরবতা।

মরোক্কোর সাথে সম্পর্কিত আর লিক সম্পর্কে তথ্যের জন্য, অনুসরণ করুন টুইটারে @ উকিলিকসমোর। আরো গভীর ব্যাখ্যার জন্য; ব্লগার লারবির মরোক্কো সম্পর্কিত উইকিলিকস তারবার্তার সারাংশ দেখতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .