পুয়ের্টো রিকো: পুলিশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দখল করে নিয়েছে

১৯৮১ সালের পর এই প্রথমবার পুর্য়েটো রিকোর পুলিশ পুয়ের্টো রিকোর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রবেশ করে। বিশ্ববিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট এই বিষয়ে বিবৃতি প্রদান করেছে, যারা স্বেচ্ছায় ক্লাসে যেতে চায় তাদের অধিকার প্রদান করার জন্য পুলিশেরা এখানে এসেছে। যখন ছাত্ররা দুইদিনের ক্লাস বর্জনের বিষয়টি নিশ্চিত করে, তার কয়েক ঘন্টা পরেই এই ঘটনা ঘটল। আরো ঘোষণা প্রদান করা হয়েছে যে, পুলিশের উপস্থিতি অনির্দিষ্ট সময়ের জন্য [স্প্যানিশ ভাষায়]।

রিও পিয়েদ্রাস ক্যাম্পাসের এক প্রবেশ পথে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। ছবি ডায়ালোগোর রিকার্ডো আলকারেজ-এর। সিসি লাইসেন্সের মাধ্যমে পুন প্রকাশ করা হয়েছে। *

পোদের, এসপাসিয়ো ইয়া এম্বিয়েন্তে [স্প্যানিশ ভাষায়] ব্লগে অধ্যাপক এবং ব্লগার এরিকা ফনটোনেজ টোরেস ক্যাম্পাসে পুলিশের আগমনে তার উদ্বেগ প্রকাশ করেছেন:

Repudiamos y protestamos enfática y totalmente, la ocupación de la Universidad de Puerto Rico por la Policía. ¿Cuánto más hará esta administración para arrebatarnos y destruir nuestra Universidad?. Basta ya.

আমরা পুয়ের্টো রিকো বিশ্ববিদ্যালয় পুলিশ কর্তৃক দখল করার কাজটির নিন্দা জানাচ্ছি এবং জোরালো গলায় এবং সম্পূর্ণভাবে এই ঘটনার প্রতিবাদ করছি। এই প্রশাসন বিশ্ববিদ্যালয়কে দখল করা আর ধ্বংস করা ছাড়া আর কি করতে পারে? যথেষ্ট হয়েছে।

অনলাইন প্রকাশনা ৮০গ্রাডোস [স্প্যানিশ ভাষায়] আইন অনুষদের ছাত্র সংগ্রাম পরিষদের একটি বিবৃতি প্রকাশ করেছে, যারা ক্যাম্পাস থেকে পুলিশ চলে না যাওয়া পর্যন্ত সেখানে প্রবেশ না করতে ছাত্রদের আহ্বান জানিয়েছে:

Hoy, debemos negarnos a entrar al Recinto de Río Piedras, y a todos los demás Recintos del Sistema de la UPR hasta tanto se retire la Policía de Puerto Rico de sus inmediaciones. De lo contrario, habremos condonado la muerte de nuestra Política de No Confrontación y de nuestra autonomía universitaria. No esperemos la muerte de una nueva Antonia Martínez, abatida a tiros por los fuerzas del Estado para defender nuestra Institución.

আজ, আমরা সবাই অবশ্যই রিও পিয়েদ্রাস ক্যাম্পাসে প্রবেশ করব না, এবং পুয়ের্টো রিকোর নিজস্ব পদ্ধতিতে অন্য যে সমস্ত বিশ্ববিদ্যালয় চলছে, সেখানেও ততক্ষণ পর্যন্ত প্রবেশ করব না, যতক্ষণ না তারা বিশ্ববিদ্যালয়ের ভবন সমূহ থেকে চলে যায়। অন্যথায় আমরা আমাদের সংঘর্ষে জড়িয়ে না পরার নীতি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা বিসর্জন দেব। আমরা অবশ্যই নতুন কোন এন্টোনিয়া মার্টিনেজের মৃত্যুর জন্য অপেক্ষা করব না, যে আমাদের প্রতিষ্ঠানকে রক্ষার জন্য রাষ্ট্রের পুলিশের হাতে গুলি খেয়ে মারা গিয়েছিল।

এন্টোনিয়া মার্টিনেজ ছিল ২১ বছরের এক ছাত্র, যে ১৯৭০ সাল রিও পিয়েদ্রাসে অনুষ্ঠিত ছাত্র বিক্ষোভের সময় দাঙ্গা পুলিশের হামলায় মারা যায়

ছাত্র এবং অধ্যাপকদের দাবী এবং উদ্বেগ সত্ত্বেও পুলিশের দল ক্যাম্পাসে রয়ে যায়। সাংবাদিক রাফায়েল লেনিন পেরেজ [স্প্যানিশ ভাষায়] টুইটারে সংবাদ প্রদান করেছেন:

Reportan estudiantes que están cogiendo clases en RP que policías estatales son la orden en los pasillos cerca de salones

রিও পিয়েদ্রাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাশ করছে তারা জানাচ্ছে যে ব্যাপক সংখ্যক রাষ্ট্রীয় পুলিশের দল শ্রেণীকক্ষের কাছে হলের মধ্যে উপস্থিত রয়েছে।

অন্য যারা ক্যাম্পাসে উপস্থিত রয়েছে, তারা পুলিশের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেছে। টুইটার ব্যবহারকারী অসট্রিড ক্রুজ নামক ভদ্রমহিলা ব্যাখ্যা করছেন, এই অবস্থায় ক্যাম্পাসে হাঁটার সময় তিনি কেমন অনুভব করেন:

আমি ক্যাম্পাসে হাটতে ভিষণ পছন্দ করি। এর চারশাশে বিশ্ববিদ্যালয়ের প্রহরী+ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী+ পুলিশ প্রহরী দল, আমার প্রত্যেকটি পদক্ষেপকে খেয়াল করছে। একটা পুলিশি রাষ্ট্র, যে কারো কাছে? #লুচাইউপিআর

ইতোমধ্যে, একদল অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। ডিজিটাল প্রকাশনা ৮০গ্রাডোস [স্প্যানিশ ভাষায়] তাদের ঘোষণাপত্র প্রকাশ করেছে:

La Universidad de Puerto Rico no puede ser forzada a escoger entre la intransigencia de la administración o la intransigencia de los estudiantes.

ইউনির্ভাসিটি অফ পুয়ের্টো রিকো, প্রশাসন বা ছাত্র কারো গোঁয়ার্তুমির কাছে মাথা নত করতে বাধ্য নয়।

Se exhorta al Presidente y a la Junta de Síndicos que retire inmediatamente la Policía de la Universidad y a los estudiantes que pospongan indefinidamente su voto de huelga. Se exhorta, asimismo, al Presidente y a la Junta de Síndicos que se reúnan cuanto antes con los representantes del estudiantado y se inicie de inmediato un proceso de diálogo con la intención expresa de forjar acuerdos basados en el sacrificio mutuo, en la capacidad de cada cual de ceder, de escuchar al otro y de compartir responsabilidades. Lo que está en juego es nada menos que la sobrevivencia de la Universidad.

বিশ্ববিদ্যালয় থেকে পুলিশকে দ্রুত বিদায় নিতে হবে, এবং একই সাথ ছাত্ররা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিবে। আমরা একই সাথে যত দ্রুত সম্ভব সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের সদস্যদের ছাত্র প্রতিনিধিদের সাথে বসার জন্য আহ্বান জানাচ্ছি এবং উভয়ের সহমতের ভিত্তিতে পরস্পরের কিছু ছাড়ের মাধ্যমে এক আলোচনা শুরুর আহ্বান জানাচ্ছি, এমন এক বাস্তবতায় যেখানে উভয়ে কিছু আপোস করতে পারে, একে অন্যের কথা শোনে এবং দায়িত্ব ভাগাভাগি করে নেয়। এখানে বিশ্ববিদ্যালয়ের টিকে থাকার চেয়ে আর কোন কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ছাত্রদের এক সম্মেলনে আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে ধর্মঘটে যাবার পক্ষে ভোট প্রদান করেছে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে বিশেষ যে বর্ধিত বেতন ৮০০০ মার্কিন ডলার নেবার কথা যদি তা বাতিল ঘোষণা প্রদান না করা হয়, তাহলে তারা ধর্মঘট চালিয়ে যেতে থাকবে। এই বেতন বৃদ্ধির প্রতিবাদে, গতকাল সংসদের সভাপতির বাসভবন থেকে ওল্ড সানজুয়ান (রাজধানী শহরের উপনিবেশিক সময়কার এলাকা) পর্যন্ত হাজার প্রতিবাদকারীর শোভাযাত্রা [স্প্যানিশ ভাষায়] বের হয়।

বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। ছবি ব্লগ ডেসাডে আডেনট্রোর মেলিসা ওর্টেগার। সিসি লাইসেন্সের অধীনে তা পুনরায় প্রকাশ করা হয়েছে। *

পুয়োর্টো রিকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জোসে রামান ডে লা টোরেস ঘোষণা দিয়েছেন যে তিনি আজ ছাত্র পরিষদের প্রতিনিধিদের সাথে বসবেন [স্প্যানিশ ভাষায়]। ১৪ ডিসেম্বর নির্ধারতি ধর্মঘটের আগে ঠাণ্ডা মাথার মানুষদের জয় হবে কি না, তা এখন দেখার বিষয়।

*পুলিশ কর্মকর্তাদের ছবি। ছবি ডায়লগের রিকার্ডো আলকারাজ-এর। সিসি লাইসেন্স এনসি-এনডি৩.০-এর অধীনে তা পুনরায় প্রকাশ করা হয়েছে।
*প্রতিবাদের ছবি। ছবি ডেসডে আডেনট্রোর মেলিসা ওর্টেগার। সিসি লাইসেন্স এনসি-এনডি৩.০-এর অধীনে তা পুনরায় প্রকাশ করা হয়েছে।
* গত সেমিস্টারে ছাত্র ধর্মঘটের উপর আরো লেখা এবং তথ্যের জন্য দযা করে গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ পাতা দেখুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .