তাইওয়ান: থাইল্যাণ্ডের রাজনৈতিক সংঘর্ষে সাড়া প্রদান, যদি আদৌও কোন সাড়া প্রদান হয়ে থাকে

রেড শার্ট (লাল জামা) নামক শব্দটি তাইওয়ানবাসীদের কাছে অপরিচিত নয়। ২০০৬ সালের সেপ্টেম্বর মাস থেকে এই দ্বীপবাসী তাদের নিজস্ব দূর্নীতি বিরোধী প্রচারণা শুরু করে যে প্রচারণায় প্রায় ১০ লক্ষ রেড শার্ট নামক প্রতিবাদকারী প্রাক্তন রাষ্ট্রপতি চেন শুই বিয়েন (যাকে ১২ নভেম্বর ২০০৮- থেকে কারাগারে অন্তরীণ রাখা হয়েছে)-এর বিরুদ্ধে বিক্ষোভ করে। যখন ২০০৭ সালে ব্যাংককে রেড শার্টদের (লাল জামা-সরকার বিরোধী প্রতিবাদকারী) প্রথম প্রতিবাদ বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে পড়ে এবং ২০০৮ সালে ইয়েলো শার্টদের (হলুদ জামা-সরকারপন্থী) বিক্ষোভ তৈরি হয়, তখন অনেক তাইওয়ানি নাগরিক এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে।

দুই বছর পর, অনেক তাইওয়ানবাসীর কাছে থাইল্যান্ডের এই ভয়াবহ প্রতিবাদের ঘটনা স্মৃতিতে পরিণত হয়। যদিও থাইল্যান্ড তাইওয়ানবাসীর জন্য এখনো সবচেয়ে আকর্ষণী পর্যটন ক্ষেত্র এবং তাইওয়ানি জনতার অন্যতম বিনিয়োগ স্থান (গড়ে প্রতি বছর প্রায় ৪০০,০০০ জন পর্যটক এখানে ভ্রমণ করে এবং থাইল্যান্ডে বিদেশী বিনিয়োগের দিক থেকে তাইওয়ানের স্থান ৩ নম্বরে)। কি কারণে থাইল্যান্ডের এই প্রতিবাদ, বা তার রাজনৈতিক সংশ্লিষ্টতা কি, তা নিয়ে এখানকার লোকদের আর কৌতূহল নেই। তাইওয়ানের ক্ষেত্রে এই ঘটনার একেবারে সরাসরি প্রতিক্রিয়া হচ্ছে পর্যটকদের নিরাপত্তা।

এই সংঘর্ষের ধারাবাহিক প্রভাব অনেক তাইওয়ানবাসীকে তাদের নিরাপত্তা সম্বন্ধে উদ্বিগ্ন করে তোলে, টুইটার রাণী ক্যারোল লিন তাদের মধ্যে অন্যতম:

還好之前一直阻止我弟他們去泰國畢業旅行,曼谷市區連百貨公司都被燒了…….Central World Fire Bangkok May 2010 http://bit.ly/d7oorg

সৌভাগ্যক্রমে থাইল্যান্ডে ভ্রমণে যাবার সময় আমি আমার ভাই ও একই শ্রেণীতে পড়া তার বন্ধুদের বিরত রাখতে সক্ষম হই, যারা স্নাতক পর্বে শিক্ষা সফরে সেখানে যেতে চাইছিল। থাইল্যান্ডে তারা এমনকি ডিপার্টমেন্টাল স্টোর বা বড় দোকান পুড়িয়ে দিয়েছে…..২০১০ সালের মাসে ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ড নামের দোকানে অগ্নিকাণ্ড ,এইচটিটিপি://বিট.এলওয়াই/ডি৭০অর্গ

মনে হচ্ছে সারা বিশ্ব থাইল্যান্ডের ঘটনায় উদাসী হয়ে রয়েছে। টোরেন্স পিয়েন প্রথম ব্যক্তি যিনি এই অদ্ভূত নিরবতা সম্বন্ধে মন্তব্য করেছে:
@টরেন্টপিন থেকে

從國際至今仍靜觀泰國政府執行的和諧社會政策,可以看出平常口水噴得一堆的普世價值只是虛偽、看對象的垃圾嘴泡而已

থাই সরকার যে একক সামাজিক নীতি পরিচালনা করছে বিশ্ব নাগরিক সমাজের নীরবতার মধ্যে দিয়ে, তাতে আমরা যা শিখলাম তা হল, অনেকের তথাকথিত সার্বজনীন মূল্যবোধ অনুমোদন কেবলমাত্র ভণ্ডামি এবং লক্ষ্য অর্জনের জন্য এক অর্থহীন বিষয়।

@টরেন্টপিন থেকে

真是死有輕於鴻毛、重於泰山,平平都是狙擊暗殺,也都有影片流出,伊朗的Neda就能獲得國際媒體大量煽情報導,泰國Khattiya卻只是一個小插曲,每個人都該自問,為什麼當時會被Neda感動到,對Khattiya卻完全沒感覺

মৃত্যু কখনো পাখির পালকের মত হালকা বা একটা পাহাড়ের মত ভারী হতে পারে। একই ভাবে স্নাইপার বা দূরপাল্লার বন্দুকের গুলির মাধ্যমে হত্যা, অনলাইনে একই ধরনের সরাসরি ভিডিওর উন্মোচনের মাধ্যমে ইরানের নেদা আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার অর্জন করতে সক্ষম হয় যেখানে থাইল্যান্ডের খাত্তিয়ার গল্প মাত্র একটি ছোট্ট পর্বে শেষ হয়ে যায়। সকলের নিজেকে প্রশ্ন করা উচিত: কেন নেদার ঘটনায় সবাই এগিয়ে আসে, যেখানে খাত্তিয়ার বেলায় সবাই উদাসীন।

@টরেন্টপিন থেকে

要我是泰國政府,會覺得國際媒體真犯賤,之前幾次國際上的鎮壓事件,記者被抓、被關、被殺傷個幾個國際媒體就排山倒海譴責。這次泰國軍方不知道已經有意無意射傷、射殺好幾個記者,國際媒體還是維持「平衡」報導,這個真理部在哪裡啊?泰國政府要感謝都找不到單位

যদি আমি থাইল্যান্ডের সরকার হতাম, তা হলে আমি এই সমস্ত আন্তর্জাতিক প্রচার মাধ্যমকে উপেক্ষা করতাম এবং এগুলোকে আবর্জনায় ফেলে দিতাম। যখন অন্যদিকে দমন শুরু হয়, অন্তত একজন সাংবাদিককে ধরা, গ্রেফতার অথবা হত্যা করা হয় তখন আন্তর্জাতিক প্রচার মাধ্যম ভূমি ধ্বংস বা সুনামিকে যে ভাবে প্রচারণায় নিয়ে আসে, সে ভাবেই সেই সরকারের আচরণের ভয়াবহ নিন্দা করে। এই বার, আমি হিসেব করতে পারি নি, কতগুলো সাংবাদিককে গুলি বা হত্যা করা হয়েছে, থাই সামরিক বাহিনীর ইচ্ছা বা অনিচ্ছায়, কিন্তু আন্তর্জাতিক প্রচার মাধ্যম এ ব্যাপারে এখনো তাদের “নিরপেক্ষতা” বজায় রেখে যাচ্ছে। এই সমস্ত নিরব কাজের পেছনে কি কোন “সত্য কথন বিভাগ” (ডিপার্টমেন্ট অফ ট্রুথ) রয়েছে? যদি থাই সরকার এই বিষয়ে ধন্যবাদ জানাতে চায়, তা হলে তারা এই বিভাগকে খুঁজে পাবে না।

টরেন্ট এর মতামত কোবেইন ইয়া পুনরায় টুইট করেছে এবং ব্যাখ্যা করেছে কেন লোকজন নিরবতা বজায় রাখছে:

一堆人等著去泰國瞎拼阿,有誰會去伊朗,當然希望泰國政府越快解決這件事情越好,哪管得著用什麼方式解決…

অনেক লোক থাইল্যান্ডে কেনাকাটা করতে যাবার জন্য অপেক্ষা করছে! কে ইরানে কেনাকাটা করতে যাবে? অবশ্যই লোকজন চায় থাই সরকার যত শীঘ্রই পারুক এই ঘটনার সমাপ্তি ঘটাক, যে কোন ভাবেই তা হোক না কেন….

থাইল্যান্ড সম্পর্কিত কথোপকথন সংগ্রহ করার জন্য আমি গ্লোবাল ভয়েসেস চীনের @গ্লোবালভয়েসেসজেডএইচ এর টুইটার একাউন্ট ব্যবহার করেছি:

相信許多人都對泰國的情況很關心,如果你對泰國有話要說,歡迎直接 @globalvoiceszh 給我們,我們會將你的問題、意見整理成文章。

আমি বিশ্বাস করি যে আপনাদের অনেকেই এই মুহূর্তে থাইল্যান্ডের পরিস্থিতিতে উদ্বিগ্ন। যদি এই বিষয়ে আপনার কিছু বলার থাকে, তা হলে দয়া করে তা @গ্লোবালভয়েসেসজেডএইচ-এ জানান। আমরা আপনার প্রশ্ন ও চিন্তা একটা পোস্টে রূপান্তর করবো।

প্রকাশক ও ব্লগার @ওসিটিডাব্লিউ প্রশ্ন করেছে:

我想知道泰國政爭的結構性背景。泰國知識份子如何看待這樣的鬥爭?總理、王室、樞密院和國會的組成和相互的權力關係是?

থাইল্যান্ডের রাজনৈতিক বিতর্কের কাঠামোগত পটভূমি কি আমি তা জানতে চাই। লড়াইয়ের এই ধরনটিকে থাই-বুদ্ধিজীবীরা কি ভাবে দেখে? প্রধানমন্ত্রী, থাই রাজ পরিবার, প্রিভি কাউন্সিল (সর্বোচ্চ পরিষদ, মূলত রাজাকে পরামর্শ দেবার জন্য তৈরি হওয়া পরিষদ) এবং সংসদ-এর মধ্যে ক্ষমতার ধরন ও সম্পর্ক কি রকম?

পিটিএস (তাইওয়ান পাবলিক টেলিভিশন)-এর একটি রাজনৈতিক টকশো, @আচহং একটি টুইটার পাতাকে (একাউন্টকে) অনুসরণ করার আমন্ত্রণ জানাচ্ছে:

關心泰國鎮壓的網友,可follow此推特帳號得知最新情況http://twitter.com/georgebkk/

প্রিয় নেট নাগরিক সকলে, যারা আপনারা থাইল্যান্ডের দমনমূলক কর্মকাণ্ড নিয়ে ভাবছেন, তারা তাজা সংবাদ জানার জন্য দয়া করে এইচটিটিপি://টুইটার.কম/জর্জবিকেকে/ অনুসরণ করুণ।

সঙ্গীত বিষয়ক মন্তব্যকারী এবং ব্লগার @হানিপি বলছেন:

關於曼谷情勢,我從鳳凰衛視記者閭丘露薇的微博看來的現場報導,比我看到的所有台灣媒體都更有料、更翔實。 http://t.sina.com.cn/luqiuluwei

ব্যাংককের পরিস্থিতি সম্বন্ধে তাইওয়ানি প্রচার মাধ্যমে যা পেয়েছি, ফনিক্স টিভির সাংবাদিক রোজ লুকিউ-এর সিনার মাইক্রোব্লগিং তার সবগুলোর চেয়ে ভালো এবং অনেক বেশি প্রামাণ্য ছিল। এইচটিটিপি://টি.সিনা.কম.সিএন/লুকিউলুয়েওয়েই

কাজেই থাইল্যান্ড ত্যাগের রোজ লুকিউ যে শেষ টুইট করেছে তা থাইল্যান্ড, তাইওয়ানবাসী এবং আরো অনেকের জন্য প্রয়োজনীয় এক তথ্য হতে পারে:

離開酒店去機場,泰國司機說,終于結束了。其實沒有結束,撇開政黨鬥爭,如果泰國社會沒有一支發展中的力量代表基層來爭取利益,泰國的社會矛盾會更加深刻。

বিমান বন্দরের যাবার জন্য এই এলাকা ছেঁড়ে যাচ্ছি। থাই গাড়ি চালক বলছে যে অবশেষ ঘটনার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু, আদতে তা এখনো শেষ হয় নি। দলগুলোর মধ্য নানাবিধ বির্তক থাকা সত্ত্বেও, যদিও এখনো এ রকম কোন ক্ষমতা না থাকে, যা মাঠ পর্যায়ে তাদের স্বার্থের লড়াইয়ের জন্য প্রতিনিধিত্ব করে, তা হলে সামাজের বিতর্কিত বিষয়গুলো আরো খারাপ এবং গভীরে চলে যাবে।

ভাষা সম্পাদনের জন্য মার্টা কুপারকে বিশেষ ধন্যবাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .