ববস সেরা ব্লগ পুরস্কার ২০১০: আর বিজয়ীরা হলেন…

ববস এর পুরস্কার ঘোষিত হয়েছে

ববস এর পুরস্কার ঘোষিত হয়েছে

ষষ্ঠ বার্ষিক ডয়েশে ভেলে সেরা ব্লগ (ববস) পুরস্কার প্রতিযোগিতা শেষ হয়েছে, আর গ্লোবাল ভয়েসেস এর সমাজ বিজয়ীদের কীর্তিকে উদযাপন করছেন। এই বছর গ্লোবাল ভয়েসেস সদস্যদের দ্বারা সৃষ্ট বা সহায়তা দেয়া বেশ কিছু ব্লগ মনোনীত হয়েছিল (যা পূর্বে দিয়াগো কেসেয়াস তুলে ধরেছেন), আর গ্লোবাল ভয়েসেসের আমিরা আল হুসাইনি আর ক্লারা উলরিচ আন্তর্জাতিক বিচারকের ভূমিকায় ছিলেন।

তাহলে সব থেকে ভালো ব্লগ কোনগুলো হয়েছে? এই বছরের প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান দখল করে সমস্যা সম্পর্কে জনগণের রিপোর্ট একত্র করার প্রবক্তা উশাহিদি ( যেখানে গ্লোবাল ভয়েসেসের জুলিয়ানা রটিচ কাজ করেন) সর্বশ্রেষ্ঠ ওয়েবলগ জুরি পুরষ্কার পেয়েছে। আর জর্ডানের ব্লগার ওসামা রোমহ জনগনের পছন্দে সর্বসেরা ওয়েবলগের পুরষ্কার পান।

অন্যান্য প্রধান পুরস্কার পেয়েছেন:

সর্বশ্রেষ্ঠ ওয়েবলগ: উশাহিদি (বিচারক), ওসামা রমোহ (জনগণের পছন্দ)

সর্বশ্রেষ্ঠ পডকাস্ট: কাজুন ফরাসী ভাষার টিউটোরিয়াল পডকাস্ট (বিচারক), রেডিও কালু (জনগণের পছন্দ)

সর্বশ্রেষ্ঠ ভিডিওব্লগ: Мистер Фриман – জনাব ফ্রিম্যান শ্রেষ্ঠ ভিডিওব্লগ (বিচারক), মাল্ভিভিয়েন্দো (জনগণের পছন্দ)

সীমান্ত বিহীন রিপোর্টার পুরস্কার: আমরা সাংবাদিক (বিচারক), হোলম আখদার (জনগণের পছন্দ)

ব্লগুভুর্স্ট পুরস্কার: ব্লগস ডো আলেম আর ওয়েক আপ মি. গ্রিন (বিচারক) ইব্দাতাট (জনগণের পছন্দ)

বিশেষ বিষয়ে পুরষ্কার (জলবায়ু পরির্বতন): কলুনা জিরো (বিচারক), ইকোপ্লানেটা (জনগণের পছন্দে)

বিচারক আর ভোটাররা সর্বসেরা ব্লগের পুরস্কার দেন ১১ টি ভাষার প্রতি বিভাগে, আর তার মধ্যে নতুন একটা ভাষা এই বছরে যোগ হয়েছে:

বাংলা: আলি মাহমেদের ব্লগ ( বিচারক আর জনগণের পছন্দ)

আর ইংরেজীতে সর্বশ্রেষ্ঠ ব্লগ…

হিশাম খ্রিবচি আর জিলিয়ান ইয়র্ক দুইজনই গ্লোবাল ভয়েসেস এর লেখক। সর্বশ্রেষ্ঠ ইংরেজী ব্লগ বিভাগে তারা সম্মানিত হন পাঠক আর বিচারকের পুরস্কারে তাদের টক মরোক্কো ওয়েবসাইটের জন্য। এই সাইট মরোক্কোর ব্লগ জগতের বিভিন্ন অংশের মধ্যে কথোপকথন উৎসাহিত করে, আর তার সাহায্যকারীদের মধ্যে অসংখ্য ব্লগার, সাংবাদিক আর মানবাধিকার কর্মীরা রয়েছে।

সকল বিজয়ীকে অভিনন্দন!

টক মরোক্কোকে সেরা ইংরেজী ব্লগ ঘোষণা করা হচ্ছে। ছবি তুলেছেন সামী বেন ঘার্বিয়া

টক মরোক্কোকে সেরা ইংরেজী ব্লগ ঘোষণা করা হচ্ছে। ছবি তুলেছেন সামী বেন ঘার্বিয়া

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .