যুক্তরাষ্ট্র: ৪ঠা মার্চ শিক্ষা রক্ষার দিবস

গত ৪ঠা মার্চ ডে অফ একশন টু ডিফেন্ড এডুকেশন (শিক্ষা বাঁচাতে প্রতিবাদ দিবস) পালিত হয়েছে যুক্তরাস্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। ছাত্র-ছাত্রীরা বেতনের বৃদ্ধি ও বর্ণবাদের বিরুদ্ধে, এবং বিনামূল্যে সরকারী শিক্ষা পাবার জন্য প্রতিবাদ করে।

এই কর্মকান্ডের মূল কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়াতে যেখানে রাজ্যব্যাপী প্রতিবাদ চলেছে ইউসি বের্কলি থেকে ওকল্যান্ড ক্যাম্পাস পর্যন্ত। এতে অংশগ্রহণকারীরা নিজেদের মত করে প্রতিবাদ চালাতে পারবে যেই পদ্ধতিই তাদের কাছে শ্রেয় মনে হবে সেই ভাবে। তার মানে অনশন, বর্জন, মিছিল, র‍্যালি, কাজকর্মে অব্যাহতি, সিট-ইন বা টিচ-ইন। র‍্যালীর চিৎকার সাধারণ জনগনের মধ্যে নাড়া দিয়েছে বেতন বাড়ানোর কারণে যেটি ৩২% পর্যন্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে।

টুইটারে, #March4 হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে কর্মকান্ডের তথ্য জানানোর জন্য। @লাভিকা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার রাজ্য সুপারিটেন্ডেট জ্যাক ও'কন্নেল মনটারির কলটন হলে র‍্যালি করবেন।

ফাইটব্যাক নিউজ তাদের একটি খবরে অন্যান্য ক্যালিফোর্নিয়ার কলেজ ক্যাম্পাসের অস্থিরতা সম্পর্কে জানিয়েছে। ইউসি আরভাইন ক্যাম্পাস এর প্রশাসন বিল্ডিং শিক্ষার্থীদের ও কর্মচারীদের দখলে ছিল ফেব্রুয়ারির ২৪ তারিখে। তাদের একটি দাবি ছিল অবৈধ শিক্ষার্থীর জন্য আর্থিক সাহায্য প্রদান করা।

বর্ণবাদী সম্পর্ক আরেকটি ব্যাপার যেটি ৪ঠা মার্চের প্রতিবাদে বহুল আলোচিত বিষয় ছিল। ইউসি স্যান ডিয়াগো এবং বার্কলি ব্ল্যাক স্টুডেন্ট ইউনিয়ন এবং ইউসিএলএ আফ্রিকান স্টুডেন্ট ইউনিয়ন একসাথে হয়েছে ঘৃণিত অপরাধের বিরুদ্ধে এবং বর্ণ বৈচিত্র না থাকার বিরুদ্ধে। পহেলা মার্চে একটি নিষ্প্রদীপ প্রতিবাদ চালানো হয়েছিলো ইউসি বারকেলিরতে।

নিচের ইউটিউব ভিডিওটি আপলোড করেছেন রিগওয়াপ্রডাকশন্স যা বর্ণনা করে তাদের কর্মকান্ড।

পহেলা মার্চে বার্কলি বিশ্ববিদ্যালয়ে নিরবতা পালন

সেখানে পূর্ব উপকূল থেকে যোগ দিয়েছেন হান্টার কলেজ, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এবং দ্যা নিউ স্কুল যেখানে অনেক শিক্ষার্থীরাই তাদের সংহতি প্রকাশ করেছে তাদের ব্লগ ও সোসাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। নিউ ইয়র্কের বাসিন্দারা গত বসন্তে তাদের স্কুল ফি খাতে ১৪% বৃদ্ধি দেখেছে। টেইকদিসিটি নামের একটি ব্লগে কিছু ঘোষণা আছে, এই বলে যে ধনী ও আমলাদের দ্বারা তৈরী ‘দুর্ভোগ’ এর জন্যে অনেক মূল্য দেয়া হয়েছে।

অকুপাই বোস্টন লিখেছে যে মাসেচুসেটসে তাদের সরকারি শিক্ষাখাতের বাজেটে টাকা কমেছে, এবং প্রতি সেমিস্টারে ৪০০ মার্কিন ডলার বেতন বেড়েছে। তারা একটি টিচ-ইন তৈরী করছে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যেখানে তারা কথা বলবে মাসেচুসেটসের সরকারি স্কুলের তহবিল নিয়ে, স্কুলের প্রজাতন্ত্র নিয়ে, এবং মাসেচুসেটসে স্কুলগুলোতে ভর্তি হবার এবং পড়ানোর খরচ জোগার করার সাধ্য এবং ক্ষমতা নিয়ে।

৪ঠা মার্চ জাতীয় একশন টু ডিফেন্ড এডুকেশন এর কার্যক্রম শুরু হয় অক্টোবর ২৪, ২০০৯-এ অনুষ্ঠিত বের্কলি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিটিং থেকে যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংগঠন, ইউনিয়ন এবং যে কেউ যে শিক্ষার বেতন বৃদ্ধি বিষয়ক কথা বলতে চায় তাদের আমন্ত্রণ করা হয়েছিল। ৮০০ জনের অধিক মানুষ এই মিটিং-এ যোগদান করেছিলো, তাদের প্রধান বিষয় ছিল বেতন বৃদ্ধি যেটা মধ্যবিত্ত শিক্ষার্থীদের ক্ষতি করবে তাদের বর্ণ অনুযায়ী। তারা তাদের সংহতি প্রকাশ করেছে এবং মিলিত হয়ে এই বেতন বৃদ্ধির বিপক্ষে, এবং গণতান্ত্রিক নিয়মে ৪ঠা মার্চকে প্রতিবাদের দিবস হিসেবে বেছে নিয়েছে।

একমাস পরে, বের্কলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুইলার হল, প্রধান লেকচার হল, দখল করে তাদের সরকারি শিক্ষা বিনামূল্যে পাবার প্রতিশ্রুতি নিয়ে আসে। একটি ইউটিউব ভিডিও অকুপাইএভরিথিং২০০৯ দ্বারা আপলোড করাতে তাদের পুরো কার্যক্রম পরিদর্শন করে।

অন্যান্য সংহতির প্রকাশের ঘটনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজে ৪ঠা মার্চে ব্যানার টানানো হয়েছিল। নিউ স্কুল রিঅকুপাইড ব্লগের একটি পোস্টে কিছু ব্যানারের ছবি ছাপানো হয়েছে যেগুলোতে ৪ঠা মার্চের ভাষা বোঝা যায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .