ইরান: নজরদারির মধ্যে ইরানীরা ছুটি পালন করেছেন

গত ১৭ই মার্চ মঙ্গলবার রাত্রে ইরানীরা পার্সি নতুন বছরের নির্দেশক চারশানবেহ সুরি নামক ছুটি পালন করেছেন রায়ট পুলিশের নজরদারিতে। এবার এই ইসলামিক প্রজাতন্ত্রের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এটি পালন করতে মানা করেছিলেন। চারশানবেহ সুরি নৌরোজের ঠিক আগে অনুষ্ঠিত হয়। নৌরোজ হচ্ছে পার্সি নতুন বছর ২১শে মার্চে শুরু হয়ে বসন্তের আগমনকে নির্দেশ করে।

ইরানীরা এই উৎসব পালন করেছেন আগুন জ্বালিয়ে আর আগুনের শিখার উপর দিয়ে লাফ দিয়ে যা আগত বছরে সুখের আগমনের প্রতীক।

বেশ কয়েকজন নাগরিক এই ঘটনা ধারণ করে অনলাইনে তুলে দিয়েছেন, যেখানে কিছু ক্ষেত্রে, ইরানী শাসকদের বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান দেয়া হয়েছে। অন্যান্য ক্ষেত্রে মানুষ নাচ করে উদযাপন করেছেন।

তেহরানের হাফত হোজ জেলাতে পুলিশের মুখোমুখী জনগন

উত্তরের শহর রাশতে মানুষ আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে

ইরানের উত্তর বান্দার আঞ্জালিতে মানুষ নাচছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .