চীন: ইন্টারনেট ক্যাফের জন্য নতুন নিয়মের প্রস্তাব

চীনের জাতীয় গণ কংগ্রেসের একজন সদস্য গত ৬ই মার্চ পরামর্শ দিয়েছেন একটা আইনের প্রস্তাবের দ্রুত বাস্তবায়নের ব্যাপারে যার ফলে সে দেশে ইন্টারনেট ক্যাফে মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।

গণ প্রতিনিধি গাও ওয়ানেং এই ‘রাত বারোটার বিরতির’ প্রস্তাব করেন যাতে ইন্টারনেট ক্যাফের জন্য চীনা তরুণদের মধ্যে দীর্ঘ মেয়াদি ইন্টারনেট আসক্তি কমানো যায়। গাও বলেছেন যে এই ধরনের আসক্তিই দায়ী উচ্চ মাত্রার স্কুল ছেড়ে দেয়া আর ইন্টারনেট অপরাধের জন্য আর জাতীয় গণ কংগ্রেসের প্রতি আহ্বান করেছেন আইন পাশ করে অনলাইন গেমিং বন্ধের, জানিয়েছে ওয়ার্কাস ডেইলি

এই প্রথম রাত্রে ইন্টারনেট ক্যাফেতে নিষেধাজ্ঞার কথা প্রস্তাব করা হয়নি। ২০০৫ সালের নভেম্বর মাসে চংকিং মিউনিসিপ্যালিটি ‘রাত বারোটার বিরতির’ নীতি কার্যকর হতে দেখেছিল ধীরে ধীরে, যেমন বিশ্বে আরো অনেক শহর দেখেছিল। ইন্টারনেট ক্যাফে ব্যবহারকারীদের নিবন্ধন আর নিবন্ধনবিহীন ক্যাফে বন্ধ করে দেয়ার মত উপায় এই বাণিজ্যকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়েছে, প্রায় কোন ফল ছাড়া।

ব্লগার লি লিজুন বলেছেন যে প্রতিনিধি গাও এর প্রস্তাব প্রতি মার্চে হওয়া জাতীয় গণ কংগ্রেসের গম্ভীর আবহাওয়ায় কিছুটা মজা এনেছে।

你肯定奇怪这有什么好乐的,那您就顺着这种思维方式想下去:为了防止青少年犯罪,把青少年关笼子里;为了防止家庭暴力,禁止大家结婚;为了防止食物中毒,禁止买卖任何事物…防止学生沉迷于网络的最好方法,就是限制孩子上网时间,我觉得还不如直接消灭电脑,这一点还得请兄弟国家朝鲜的专家来指导。

আপনারা এটাকে অদ্ভুত ভাবতে পারেন। এটাতে মজার কি আছে? তাহলে গাও এর চিন্তার সাথে চিন্তা করে ভেবে দেখুন: তরুণদের অপরাধ করা থামাতে, তাদেরকে একটা খাঁচায় বন্ধ রাখুন; গ্রহে সংঘাত কমাতে, বিবাহ নিষিদ্ধ করুন; খাদ্যে বিষক্রিয়া এড়াতে, খাদ্য বিক্রি বন্ধ করুন… অনলাইনের প্রতি ছাত্রদের আসক্তি থামানোর সব থেকে ভালো উপায়, বাচ্চাদের অনলাইনের সময় সীমাবদ্ধ করা, কম্পিউটার গায়েব করে দেয়ার সাথে এটা মেলানো যাবে না বলে আমি মনে করি। কিন্তু এটার জন্য আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ উত্তর কোরিয়াকে আহ্বান জানাতে হবে তাদের কার্যকর মতামতের জন্য।

ব্লগার শান চা একমত যে এমন বড় ধরনের পদক্ষেপ মূল সমস্যা সমাধানে কম অবদান রাখবে আর অবশ্যই ইন্টারনেট ক্যাফে ব্যবসায় কষ্ট ডেকে আনবে।

当山茶看到有个别委员提出“关闭全国的网吧”、“实行零点断网政策”的提案时,心里不免产生一点忧虑,委员们你们可知否提案一旦被执行,那将对全国的网吧从业者们带来多大的冲击?你们又可知关闭了网吧和零点断了网就真的能从根源上杜绝眼下所出现的青少年问题吗?

আমি যখন দেখি কমিটির একজন সদস্য প্রস্তাব করছেন ‘দেশের ইন্টারনেট ক্যাফে বন্ধ করার’ বা ‘রাত বারোটার বিরতির’ নীতি পরিচালনা করা নিয়ে আমার একটু অস্বস্তি হয়। কমিটির সদস্যবৃন্দ, আপনারা কি জানেন না যে এমন আইন পাশ হওয়ার পরেই, দেশে কার্যকর ক্যাফের উপরে কি প্রভাব পড়বে? আপনাদের কি মনে হয় ক্যাফে বন্ধ করলে বা তাদের কাজ মধ্যরাত্রে বন্ধ করে দিলে আমাদের তরুণদের মধ্যে দেখতে পাওয়া মূল সমস্যার সমাধান হবে?

চাইজিং ২০০৫ সালে জানিয়েছিলেন যে চংকিং মিউনিসিপালিটিতে বড় একটা ইন্টারনেট ক্যাফে ১০,০০০ ইয়ান (১৪০০ মার্কিন ডলার) ক্ষতি করবে যা ক্যাফের মাসিক লাভের এক তৃতীয়াংশ, ‘রাত বারোটার বিরতির’ নীতি আরোপের ফলে।

পেসিয়া গেমিং ব্লগের একটি লেখায় জানা যায় যে মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিলে, তা ইন্টারনেট ক্যাফের রক্ষণাবেক্ষণ অনেকাংশে সীমিত করে দেবে। ব্লগ জানিয়েছে যে খেলা, টুলস আর এন্টি ভাইরাল সফটওয়ার সাধারণত ডাউনলোড আর আপগ্রেড করা হয় ভোরে। নতুন নিয়ম মালিকদের বাধ্য করবে খদ্দের পূর্ণ সময়ে এসব করার।

২০০৬ সালের দিকে সেঞ্জেনের মতো শহর প্রচারণা চালিয়েছিল লাইসেন্স বিহীন ইন্টারনেট ক্যাফে, বা চীনে যেটাকে ‘কালো ক্যাফে’ বলা হয় তা উঠিয়ে দেবার। কেউ কেউ ভয় পাচ্ছেন যে এমন ‘রাত বারোটার বিরতির’ নীতি গভীর রাতের লাইসেন্স বিহীন আর অনিয়ন্ত্রিত ইন্টারনেট ক্যাফেদের ব্যবসা করতে বাধ্য করবে।

পিসিয়া গেমিং ব্লগে একজন লেখক লিখেছেন:

零点断网的政策一出台,国家电信部门就会积极配合,在规定的零点至八点的时间内就会中断网吧的网络接入服务。但是电信部门所能够中断的只是在有关部门合法登记的白网吧而已,那些屡禁不止的黑网吧因为没有合法的登记在案从而根本不会受到影响。

একবার ‘রাত বারোটার বিরতির’ নীতি পাশ হয়ে গেলে, জাতীয় টেলিযোগাযোগ কর্তৃপক্ষ কার্যকরভাবে সহযোগিতা করবে, ক্যাফের ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করাতে নির্দিষ্ট মধ্যরাত থেকে সকাল ৮টার সময়ে। কিন্তু টেলিযোগাযোগ বিভাগ যেসব সংযোগ বিচ্ছিন্ন করতে পারে হচ্ছে আইনগতভাবে নিবন্ধিত করা ক্যাফের। বেশীরভাগ নিবন্ধনবিহীন ক্যাফের কোন ক্ষতি হবে না যেহেতু ফাইলে তাদের কোন বৈধ নিবন্ধন নেই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .