মিশর: স্কাইপিকে কি বন্ধ করে দেওয়া হবে?

সম্প্রতি মিশরে গুজব ছড়িয়ে পড়ে যে মিশরীয় সরকার সেদেশে (ইন্টারনেট ফোন) স্কাইপির ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে। নিশ্চিত না হওয়া এই সংবাদের উপর ব্লগাররা প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।

ইসরা এল সাক্কা এই গুজব সম্বন্ধে এখানে লিখেছেন। ভদ্রমহিলা বলছেন:

গত কয়েক দিন ধরে স্কাইপির ব্যবহারকারীরা জানাচ্ছিল যে ভোডাফোন ৩জি সংযুক্ত মডেম দিয়ে স্কাইপিতে প্রবেশ করতে তাদের সমস্যা হচ্ছে। ভোডাফোনের গ্রাহক সেবা ধারণা দিচ্ছিল যে টেলিকম ইজিপ্ট, মিশরে স্কাইপির ব্যবহার বন্ধ করতে যাচ্ছে, এবং এই বিষয়টিতে তাদের কিছু করার নেই। বিভিন্ন ব্যক্তি যখন এই বিষয়ে ক্রমাগত ভোডাফোনের গ্রাহক সেবা বিভাগে প্রশ্ন করতে থাকে, তখন সংস্থাটি জানায় “১৩ মার্চ থেকে টেলিকম ইজিপ্টের নির্দেশে স্কাইপির ব্যবহার বন্ধ রাখা হবে”। মিশর যে সে দেশে স্কাইপির ব্যবহার বন্ধ করে ফেলতে চায় এতে কোন বিস্ময়ের কিছু নেই, কারণ নিদিষ্ট করে ইন্টারনেটকে শত্রু বিবেচিত করা রাষ্ট্র থেকে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা যায় না।

অন্যদিকে জেইনোবিয়া এই গুজবটি সত্যি, নাকি সত্যি নয়, তা নিশ্চিত নন

ভদ্রমহিলা জানাচ্ছেন:

আমি জানি না এই সংবাদটি সত্যি কি না, আজ সকালে এই সংবাদটির কথা শুনেছি এবং এটি সঠিক কিনা তা এখনো যাচাই করতে পারিনি। ইতোমধ্যে টিই ডাটাতে স্কাইপি সুন্দরভাবে কাজ করছে, যা টেলিকম ইজিপ্টের একটি সহযোগী প্রতিষ্ঠান। তারপরেও যদি আমি আবিষ্কার করি যে মিশর এদেশে স্কাইপির ব্যবহার বন্ধ করে দিয়েছে, তাহলে আমি বিস্মিত হব না, কারণ টেলিকম ইজিপ্ট এবং মোবাইল ফোন কোম্পানিরা উন্মাদ এবং লোকজন বিনে পয়সায় বিদেশে ফোন (আন্তর্জাতিক ফোনকল) করার জন্য স্কাইপি ব্যবহার করে!! আমি বলতে পারি রাজনৈতিক কারণের চেয়ে অর্থনৈতিক কারণে এই কাণ্ড ঘটানো হতে পারে।

এবং সবশেষে শোনা যাক জিআর৩৩এন ডাটার কথা, যিনি বিশ্বাস করেন এই বিষয়ে সরকারের কোন হাত নেই, এটা কেবল ভোডাফোনের একটি নীতি।

তিনি লিখেছেন:

যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সংবাদের উৎস হচ্ছে ভোডাফোন ব্যবহারকারীরা, যারা স্কাইপি ব্যবহার করতে পারছে না। যখন তার তাদের ৩জি ইউএসবি মডেমের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করছে, তখন কেবল তারা স্কাইপি ব্যবহার করতে পারছে না। একই সময়ে যে সমস্ত গ্রাহকরা বাড়িতে এডিএসএল ব্যবহার করে, তারা জানাচ্ছে, ঘরে স্কাইপি সুন্দরভাবে কাজ করছে। এর ফলে আমার মনে দৃঢ বিশ্বাস জন্মেছে, এই ঘটনার উপর মিশর সরকারের কোন ধরনের হাত নেই। আমি বিশ্বাস করি ভোডাফোনের ডিপিআই (ডিপ প্যাকেট ইনস্পেকশন, প্রতিষ্ঠানের ইন্টারনেট প্রোটোকল-এর নিরাপত্তা এবং নিয়ন্ত্রণকারী অংশ) স্কাইপি বন্ধ করে রেখেছে, যাতে তাদের আয় কমে না যায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .