ইরান: জেলে ব্লগারের মৃত্যুর স্মরণে ওআর৩১৮

ব্লগার আর সাংবাদিক ওমিদ রেজা মির সায়াফির প্রথম মৃত্যু বার্ষিকী আসছে আর ওআর৩১৮ প্রচারণা বেশ সচল, যেখানে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে ইরানি জেলে কেবলমাত্র ওমিদের মৃত্যুর ব্যাপারে না বরং ব্লগাররা লেখার সিদ্ধান্ত নেয়ার সময়ে যে বিপদ বুকে পেতে নেন তার জন্যেও।

তাদের ওয়েবসাইট মার্চ১৮.অর্গ এ তারা বাক স্বাধীনতার বিষয় নিয়ে ব্লগ পোস্ট, ভিডিও আর ছবি সংগ্রহ করেছেন , এবং তাদের সচল টুইটার আর ফেসবুক দল আছে।

ইউটিউবে উন্ডারকিন্ডিফাই এর তুলে দেয়া একটি ভিডিওতে তিনি জানিয়েছেন ওআর৩১৮ কিভাবে আরম্ভ হয়েছে:

জর্ডান এস তার সমর্থন জানিয়েছেন একটি লেখা হাতে ধরা অবস্থায় নিজের ছবি তুলে যেখানে এই প্রচারণাকে সমর্থন করা হয়েছে:

ওআর৩১৮ এর জন্যে জর্ডানের সমর্থন

ওআর৩১৮ এর জন্যে জর্ডানের সমর্থন

আপনি কি করে এতে অংশগ্রহন করে বিশ্বকে জানাতে পারেন যে বাক স্বাধীনতার গুরুত্ব আছে? মেইমিডিয়া একটা ভিডিও তুলে দিয়েছে যেখানে তারা ব্যাখ্যা করেছেন ওআর৩১৮ প্রচারণা সমর্থনে কি কি কাজ করা যাবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .