চিলি: কনসেপশিওনের রাস্তায় সেনা টহল

৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তৃতীয় দিনের শেষেও চিলির দ্বিতীয় বৃহত্তম শহর কনসেপশিওনের পরিস্থিতি রোববারের তুলনায় আরো খারাপের দিকে গড়ায়। নিয়ন্ত্রণহীন লুটপাট, ভবন ধ্বসে পড়া, সংঘর্ষ, এমনকি কোন কোন ক্ষেত্রে অগ্নিসংযোগের ঘটনার ফলে ৪,৫০০ জনের [স্প্যানিশ ভাষায়] একটি বড় আকারের সেনাদলকে টহল প্রদানের জন্য শহরটিতে পাঠানো হয়েছে ।

Photos of soldiers in the streets of Concepción by Juan Eduardo Donoso and used under a Creative Commons license.

কনসেপশিওন শহরের রাস্তায় সেনাদলের ছবি। তুলেছেন এডুয়ার্ডো ডোনোসা। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।

এই সেনা সমাবেশ এমন এক সময় ঘটল, যখন স্থানীয় সরকার দ্রুত সামরিক বাহিনী না পাঠানোর জন্য রাষ্ট্রপতি মিশেল ব্যাশেলেটের জাতীয় সরকারের দিকে অভিযোগের আঙুল নির্দেশ করেন।

সম্প্রতি চিলির নাগরিক এবং গণমাধ্যম সংস্থাগুলো সংবাদ প্রকাশ করে যে, কনসেপশিওন শহরে খাবার এবং পানির অভাব দেখা দিয়েছে [স্প্যানিশ ভাষায়], এই শহরে বিদ্যুৎ নেই এবং মাঝে মাঝে সামান্য পরিমাণ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে [স্প্যানিশ ভাষায়]। এই সমস্ত জটিলতার বাইরেও, সারা শহরে বেশ কিছু ভবন ধ্বসে পড়েছে [স্প্যানিশ ভাষায়]। সম্ভবত সবচেয়ে নাটকীয় এবং ভয়াবহ যে ভবন ধ্বসে পড়ার ঘটনাটি ঘটে, সেটি একটি ১৫ তলা ভবন। ধারণা করা হচ্ছে এখনো সেই ভবনের ধ্বংস স্তূপের নিচে কিছু জীবিত মানুষ আটকা পড়ে আছে। টুইটার ব্যবহারকারী এডোয়ার্ডো উ (@এডোয়ার্ডো), একজন ছাত্র এবং সাংবাদিক, তিনি জানাচ্ছেন [স্প্যানিশ ভাষায়]:

Confirman sobrevivientes en el edificio de 15 pisos colapsado en Concepción; equipos de rescate trabajan en estos momentos.

কনসেপশিওন শহরের ধ্বসে পড়া ১৫ তলা ভবনে জীবিত লোকদের আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে; এই মুহূর্তে উদ্ধারকারী দল তাদের উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছে।

ভূমিকম্পের ফলে বিভিন্ন কাঠামো ভেঙ্গে পড়া এবং খাবারের অভাব, কনসেপশিওন শহরের নিরাপত্তা পরিস্থিতিকে বাড়াবাড়ি রকমের খারাপের দিকে ঠেলে দিয়েছে, যা ভূমিকম্প আঘাত হানার পর থেকে ক্রমশঃ অবনতির দিকে গিয়েছে। সুপারমার্কেট বা বড় দোকানে প্রয়োজনীয় দ্রব্যাদির সন্ধান এখন অনিয়ন্ত্রিত লুটপাটে পরিণত হয়েছে, যার সাথে কিছু লুটেরার দল দোকানে অগ্নিসংযোগ করছে, যেমন লা পোলার স্টোর এবং আলভি সুপারমার্কেটে অগ্নিসংযোগ করা হয়েছে [স্প্যানিশ ভাষায়]। কনসেপশিওন শহর থেকে টুইটার ব্যবহারকারী এক ভদ্রমহিলা ক্লাউদিয়া প্রাডেনাস (@প্রাডেনাস) লা পোলার নামক দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তার হতাশা ব্যক্ত করেছেন:

Que rabia! Que pena! 19 muertos en INCENDIO INTENCIONAL de LA POLAR en Concepción. Como si no fuera poco con el #terremotochile !

কি এক ক্রোধ সৃষ্টিকারী ব্যাপার! কি এক বেদনাদায়ক বিষয়! কনসেপশিওনের লা পোলারের ইন্টারন্যাশনাল ফায়ার এলাকায় ১৯টি মৃতদেহ পড়ে রয়েছে। কেবল ভূমিকম্প যেন মৃত্যুর ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট ছিল না!
অগ্নিনির্বাপক কর্মীরা লা পোলার নামক সুপারর্মাকেটের আগুন নেভানোর চেষ্টা করছে। ছবি জুয়ান এডুয়ার্ডো ডোনোসোর তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে।

অগ্নিনির্বাপক কর্মীরা লা পোলার নামক সুপারর্মাকেটের আগুন নেভানোর চেষ্টা করছে। ছবি জুয়ান এডুয়ার্ডো ডোনোসোর তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে তা ব্যবহার করা হয়েছে।

ভূমিকম্প পরবর্তী কনসেশসিওনের কি অবস্থা হয়েছে, সে সম্বন্ধে আরো ছবি দেখতে চাইলে জুয়ান এডুয়ার্ডের ফ্লিকার পাতায় প্রবেশ করুন।

রোববারে চিলির সরকার রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত মুলে এবং বিও-বিও এলাকায় সান্ধ্য আইন জারি করে। এই সান্ধ্য আইন গুরুত্বপূর্ণ শহর যেমন কনসেপশিওন ও টালকায় জারী করা হয়। কনসেপশিওনে প্রায় ১৫০ জনের মত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে একজনকে গুলি করে হত্যা করা হয় [স্প্যানিশ ভাষায়]। তবে, এই সান্ধ্য আইন বলবৎ থাকা সত্ত্বেও, কনসেপশিওনের অনেক বাসিন্দা মনে করেন এই সমস্ত উদ্যোগ অপরাধ দমনের জন্য যথেষ্ট নয়। কনসেপশিওয়নের টুইটার ব্যবহারকারী গারসন গুজম্যান (@গারসনগুজম্যান) তার টুইটার একাউন্টের মাধ্যমে কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তোলার আহ্বান জানান:

Siguen los saqueos en Concepción, Talcahuano y en Coronel… Ayuda urgente, ¿Dónde está el ejercito?

কনসেপশিওন, টালকাহুয়ানো এবং করোনেল এলাকায় এখনো লুটপাট চলছে…. দ্রুত সাহায্যের প্রযোজন, সেনারা কোথায়?

একইভাবে মারিয়া কাটালিনা (@কাটাডিনালি) কনসেপশিওনের পরিস্থিতি সম্বন্ধে মেগাভিশন নামের এক টিভি চ্যানেলকে সতর্ক করার চেষ্টা করেছেন:

@muchogustoMEGA Se necesitan Militares URGENTE en ANDALUE (san pedro de la paz, concepcion), saqueos constantes, los vecinos estan armados

@মুচোগুস্তোমেগা, আমাদের দ্রুত সেনা সাহায্য দরকার এবং এলুয়ে (সান পেড্রো ডে লা পাজ কনসেপশিওন)-এ, ক্রমাগত লুটপাট চলছে, চারপাশের লোকজন সশস্ত্র।

বিও বিও অঞ্চল, যার রাজধানী কনসেপশিওন, সেখানে সোমবারের সৈন্য সমাবেশের পূর্বেই সেখানে সেনারা রাস্তায় নেমে পড়েছিল, তবে তারা জাতীয় পুলিশ বাহিনী কারাবিনেরোসকে সাহায্য করার জন্য সেখানে কাজ করে যাচ্ছিল। এলাকার পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে থাকার ফলে হিগিনেস, মুলে, বিও-বিও এবং আরুয়াকানিয়া অঞ্চলে সোমবার বিকেলে ১০,০০০ সেনার একটি দল পাঠানো হয়; কেবল কনসেপশিওনে হাজার খানেক সৈন্য পাঠানো হয়। এ ছাড়াও সোমবার রাত ৮ থেকে ১২ টার মধ্যে সান্ধ্য আইনের পরিধি বাড়ানো হয় [স্প্যানিশ ভাষায়]

সেদিনের শুরুতে মেয়র বা পৌরপিতা জ্যাকুলিন ভ্যান রেসেলবার্গ আরো সৈন্য পাঠানোর আহ্বান জানান এবং অভিযোগ করেন যে, “ইতোমধ্যে মূল্যবান ২৪ ঘন্টা নষ্ট হয়ে গেছে”। ভদ্রমহিলা চিলির স্বরাষ্ট্রমন্ত্রী এডমন্ড পেরেজ-ইয়োমাকে বলনে, তাকে কনসেপিশোনের পরিস্থিতিতে আরো দায়িত্বশীল হতে হবে [স্প্যানিশ ভাষায়]। কনসেপশিওনের মেয়রের এই আহ্বান উপেক্ষিত হয়নি, কিন্তু অনেক চিলিবাসী অনুভব করছে যে তার এই প্রতিক্রিয়া ছিল ত্রাণ প্রচেষ্টা এবং নিরাপত্তার ব্যবস্থার কারণে। এ রকম একজন চিলিবাসী হচ্ছেন কামিলা টিজানডো (@টিজানডো):

Jacqueline Van Rysselberghe (alcaldesa de Conce) siento que es mas lo que asusta a la gente que lo que ayuda…

আমি মনে করি জ্যাকুলিন ভ্যান রেসেলবার্গ (কনেসপশিওনের মেয়র) লোকজনকে সাহায্য করার বদলে তাদের শঙ্কিত করে তুলেছে…..

যদিও সামরিক বাহিনীর রাস্তায় নেমে আসার ব্যাপারটি ঘটেছে প্রকৃতিক বিপর্যয়ের কারণে, তবে এমন অনেক নাগরিক রয়েছেন যারা এভাবে সামরিক বাহিনীর রাস্তায় নেমে পড়ার বিরোধিতা করছে। এলার্টো রোজা [স্প্যানিশ ভাষায়] একটি বাম ধারার ব্লগ, এই ব্লগটি চিলির কমিউনিষ্ট পার্টি এবং অন্য বেশ কয়েকটি বাম দলের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে এই সেনা নামানোর বিষয়টির সমালোচনা করা হয়েছে:

Rechazamos la distorsión estimulada por los medios de comunicación en la priorización de las urgencias, los que han puesto énfasis en la protección del derecho a la propiedad de los grandes hipermercados y la movilización de las fuerzas armadas bajo pretexto del mantenimiento de la seguridad pública, en vez de presionar por una respuesta eficaz y eficiente en la restitución de la conectividad, servicios básicos y alimentación para los compatriotas afectados.

প্রচার মাধ্যম জরুরি অবস্থা জারি করতে চাওয়ার কারণে যে সমস্ত মিথ্যাকে উৎসহিত করেছে, আমরা সেগুলো বাতিল করছি। প্রচার মাধ্যম সুপারমার্কেটের মত ব্যক্তিগত সম্পত্তি রক্ষার অধিকার এবং সেনা বাহিনীর টহলদানের উপর গুরুত্ব প্রদান করছে। তারা এটি করছে জনগণের নিরাপত্তার কথা বলে। তারা কার্যকর এবং দক্ষ যোগাযোগ ব্যবস্থা, জনসেবা, এবং আমাদের দেশের নাগরিকদের পুষ্টি প্রদানের ব্যবস্থা পুনরায় চালু করার বদলে, এ সবের কথা বলছে।

সান্ধ্য আইন এবং সেনা টহলের উপর এই প্রতিক্রিয়া অনেকগুলোর প্রতিক্রিয়ার মধ্যে একটি, কিন্তু কনসেপশিওন এবং বিও-বিও অঞ্চলের সাধারণ চিলবাসী সেনা টহলের প্রয়োজনীয়তার উপর মতামত প্রদান করেছে (যা নাগরিক প্রচার মাধ্যম থেকে এসেছে)। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কনেসশিওপনের বিভিন্ন বাড়িঘরে লুটপাটের খরব ইন্টারনেটে টুইটারের মাধ্যমে আসতে থাকে। ক্যারোলিন টাপিয়া (@ক্যারোলিটাপিয়াজ) বলেন:

Villa Universidad de Concepción, cerca de campos deportivos de Bellavista en Conce, me informan que hay saqueos a viviendas urgente ayuda

আমি খবর পেয়েছি কনসেপশিওন বিশ্ববিদ্যালয়ের কাছের এলাকা বেলাভিস্তা খেলার মাঠের আশেপাশের বাড়িঘরে লুটপাট হচ্ছে, দ্রুত সাহায্যের প্রয়োজন।

মঙ্গলবার সকালে ক্রিস সান্ডোভাল (@ক্রিস_সান্ডোক) সংবাদ প্রদান করেছেন:

Dos replicas en Concepción… Toque de queda una medida necesaria, hasta las 12:00 del 02.Marzo… 12 personas detenidas hasta ahora…

কনসেপশিওনে ভূমিকম্পের পরে যে কম্পন তৈরি হয়, সে রকম দু'টি কম্পন তৈরি হয়েছে …. সান্ধ্য আইন অবশ্যই প্রয়োজনীয় এক পদক্ষেপ, ২ মার্চের ১২.০০টা পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকা প্রয়োজন …এখন পর্যন্ত ১২ জন লোককে গ্রেপ্তার করা হয়েছে।

মনে হচ্ছে যে ভূমিকম্পের পরে এক অনিশ্চিত অবস্থা বিরাজ করছে, আজ রাত পর্যন্ত লুটপাট চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। যদিও সেনারা আসার পর সেখানকার পরিস্থিতি এবং নিরাপত্তার দ্রুত উন্নতি হয়েছে, তারপরেও শহরটিতে লুটপাট এবং লড়াই চলতে থাকবে যতক্ষণ না সড়ক সংযোগের মাধ্যমে বিশাল পরিমাণ সরবরাহ কনসেপশিওনে প্রবেশ করবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .