পেরু: কুস্কো অঞ্চলে নতুন করে বন্যা

যখন মনে হচ্ছিল যে পেরুর কুস্কো আর অন্যান্য এলাকার বৃষ্টি আর বন্যা নিয়ন্ত্রণে এসে পরিস্থিতির উন্নয়ন হচ্ছে, তখনই পহেলা মার্চ এ প্রবল বর্ষণ আর একটা নদীর পানি বৃদ্ধি করেছে। কুস্কো অঞ্চলের কাল্কা প্রদেশের তারায় জেলায় কুয়েসেরমায়ো নদী উপচিয়ে ৭ জন নিহত, অনেকে আহত আর এলাকার ৮০% বাড়ি বন্যায় কবলিত হয়েছে। এর ফলে কুস্কো আর পিসাকের মধ্যকার মহাসড়কও আক্রান্ত হয়েছে। এই বন্যার সাথে আগের বন্যার পার্থক্য হল যে আগের থেকে সাহায্য মনে হল দ্রুত আর বিপর্যয়ের দিনেই পৌঁছেছে, জ্বালানী আর খনি মন্ত্রী খাদ্য সাহায্য হিসাবে ৩ টন খাদ্য সাথে নিয়ে আসেন

ছবি মার্কো মসকোসোর তোলা। অনুমতি নিয়ে ব্যবহৃত

ছবি মার্কো মোস্কোসোর তোলা। অনুমতি নিয়ে ব্যবহৃত

তবে শোনা যাচ্ছিল যে অন্যান্য গ্রাম যেমন চুয়া আর ইয়াকারপেও আক্রান্ত হয়েছে আর কুস্কোর অন্যান্য জেলাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে যেমন সান জেরোনিমো, সান সেবাস্টিয়ান, আন্টা, জুরিতে, লিমাতাম্ব ও লামায়। আগের দুর্যোগের সময়ে যেমন হয়েছিল, টুইটারের মাধ্যমে বেশীরভাগ সংবাদ আর ছবি এসেছে যে কি ঘটছে।

মার্কো এ. মোস্কোসো (@মারকোপাঙ্ক):

নদী উপচিয়ে কাল্কার তারায়তে বন্যা হয়েছে

রিতা এ. বি. (@রিতাপোসা):

La lluvia en Cusco amenaza con continuar, Ayer llovió toda la noche y de nuevo todos los problemas surgieron, muchos niños no irán a clase.

কুস্কোতে বৃষ্টির ভয় থেকেই যাচ্ছে। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে আর সমস্যা আবার শুরু হয়েছে, অনেক বাচ্চা স্কুলে যেতে পারবে না।

জেভিয়ার মুরিলো চে. (@ জাতাজ৮):

Volviendo del camino Cusco – Pisac, es imposible pasar más del km 30, desde el mirador se observa que Taray esta completamente inundado

কুস্কো-পিসাক সড়ক থেকে ফিরছি, ৩০ কিমির বেশী যাওয়া যায় না, দেখে বোঝা যাচ্ছে যে তারায় সম্পূর্ণভাবে বন্যা কবলিত।

যদিও কিছু পথ বন্ধ ছিল, এল কামিনেরিতো ব্লগের মোস্কাসো এসে কিছু ছবি তুলতে পেরেছিলেন, যার কিছু টুইটপিকে পোস্ট করা হয়। তিনি ভিডিও ধারন করেন যেটা কুস্কোতে এসে তার ব্লগে আপলোড করেছিলেন:

Hoy se realizaron trabajos de limpieza y encausamiento con el apoyo del Ejército Peruano, así como se inició con la labor de empadronar a los damnificados al tiempo de brindarles alimento. De regreso al Cusco, la pista Pisac – San Salvador se vio interrumpida al derrumbarse el cerro conocido como Morro Blanco por lo que para continuar hay que cruzar por chacras y lodo.

পেরুর সেনাবাহিনীর সাহায্যে আজকে পরিচ্ছন্নতা অভিযান চালান হয়, আর এটা শুরু হয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের রেজিস্ট্রি করে আর একই সাথে খাদ্য বিতরন করে। পিসাক হয়ে কুস্কো ফেরার পথে সান সালভাদোর মহাসড়কে মরো ব্লাঙ্কো পাহাড় থেকে ভূমিধসে এটা বন্ধ ছিল দেখা যায়, আর এটা পার হতে মাঠ আর কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল।

তিনি প্রেন্সা কন্তাক্টো ব্লগে একটি ভিডিও দিয়েছেন:

প্রেন্সা কন্তাক্টো ব্লগে তারা কালসা এলাকার মেয়র চিরিয়াকো কোন্ডোরির ভাষ্য তুলে ধরতে পেরেছেন:

Nos faltó cultura de prevención, esto nos pasó de improviso. Nos encontramos negociando con el alcalde de Pisaq para que se reubiquen a las familias damnificadas en un terreno de esa jurisdicción. El gobierno central debería autorizar de manera efectiva la compra de maquinaría pesada a las municipalidades.

আমাদের প্রতিরোধের সংস্কৃতির অভাব ছিল, আর এটা হঠাৎ করে আমাদের সাথে হয়েছে। আমরা পিসাকের মেয়রের সাথে আলোচনা করছি তাদের এলাকায় কয়েকটা আক্রান্ত পরিবারকে সরানোর। কেন্দ্রীয় সরকারকে কার্যকরভাবে মিউনিসিপালিটির জন্য ভারী মেশিনারি কেনার অনুমতি দিতে হবে।

পরিশেষে, এল পেন্সাদোর (চিন্তাবিদ) ব্লগের জাভিয়ার মুরিলো, যিনি বন্যার জন্যে তারায়তে পৌঁছাতে পারেননি, তার ব্লগে আপলোড করেছেন ক্ষতিগ্রস্ত কুস্কো-পিসাক মহাসড়কের ছবি আর ভিডিও:

অনুবাদে সহায়তা করেছেন এডুয়ার্ডো আভিলা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .