গ্লোবাল ভয়েসেস আর গুগুল বাক প্রকাশের স্বাধীনতা পুরষ্কারের জুরি ঘোষণা করেছেন

গুগল আর গ্লোবাল ভয়েসেস ব্রেকিং বর্ডার্স পুরষ্কার নামে নতুন একটি পুরষ্কার চালু করেছে আর এটা সমর্থন করেছে থমসন রয়টার্স। এর লক্ষ্য সেই সব ব্যক্তি বা দলগত উদ্যোগে পরিচালিত উত্তম ওয়েব প্রকল্পকে সম্মান জানানো যারা ইন্টারনেটের মাধ্যমে বাক প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সাহস, শক্তি আর উৎকর্ষতা দেখায় ।

আমরা গর্বিত এই পুরষ্কারের জুরি সদস্যদের নাম ঘোষণা করতে পারায়। জুরি গঠন করা হয়েছে বাক প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতা, ডিজিটাল কাজ আর প্রযুক্তি ক্ষেত্রে বিশেষজ্ঞ আর নেতাদের সমন্বয়ে আর এই দলে বিশ্বের বিভিন্ন স্থানের প্রতিনিধি আছেন। জুরির সদস্যরা হলেন:

শিলা করোনেল: স্টেবাইল সেন্টারের তদন্ত সাংবাদিকতা প্রকল্পের পরিচালক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট স্কুল অফ জার্নালিজমের পেশাগত প্রয়োগ বিষয়ে অধ্যাপক।

হেসে রোবার্তো দে টলেদো: তদন্ত সাংবাদিকতার ব্রাজিলিয়ান এসোসিয়েশনের প্রকল্প আর প্রশিক্ষন সমন্বায়ক, প্রাইমা পাগিনার পরিচালক।

এদেতিয়ান ওজো: আর্ন্তজাতিক বাক প্রকাশের স্বাধীনতা বিনিময়ের কনভেনর এবং মিডিয়া রাইটস এজেন্ডার নির্বাহী পরিচালক।

ডিন রাইট: রয়টার্সের নীতি, উদ্ভাবন আর সংবাদের মান সংক্রান্ত বিশ্ব সম্পাদক।

রেবেকা ম্যাকিনন: সহ-প্রতিষ্ঠাতা, গ্লোবাল ভয়েসেস আর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি সেন্টারের ভিজিটিং ফেলো

রবার্ট বুরস্টিন: গুগলের পাবলিক পলিসির পরিচালক।

ব্রেকিং বর্ডার পুরষ্কার সব জাতির মানুষের জন্য উন্মুক্ত। বাক প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বিশেষজ্ঞের একটা প্যানেল বিজয়ীদের নির্বাচন করবেন। নিম্নের তিনটি বিষয়ের প্রত্যেকটিতে ১০,০০০ মার্কিন ডলার করে নগদ পুরষ্কার দেয়া হবে:

১। অ্যাডভোকেসি: কোন কর্মী বা দলকে দেয়া হবে যারা অনলাইন টুলস ব্যবহার করেছেন স্বাধীন প্রকাশকে তুলে ধরতে বা রাজনৈতিক পরিবর্তনকে যারা উদ্বুদ্ধ করেছেন।

২। প্রযুক্তি: কোন ব্যক্তি বা দলকে দেয়া হবে যারা গুরুত্বপূর্ণ কোন টুলস তৈরি করেছেন যা স্বাধীন বাক প্রকাশে সাহায্য করে আর তথ্য পেতে সাহায্য করে।

৩। নীতি যা একজন নীতি নির্ধারককে, সরকারী কর্মকর্তা বা এনজিও প্রধানকে দেয়া হয় যিনি এই ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।

মনোনয়ন আর ব্রেকিং বর্ডার্স পুরষ্কার সম্পর্কে আরো তথ্য জমা দেয়া যাবে http://breakingborders.net ওয়েবসাইটে আর এটা বন্ধ হবে আগামী ১৫ই ফেব্রুয়ারি, ২০১০ তারিখে।

গ্লোবাল ভয়েসেস খুব আনন্দিত এই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে। যেকোন প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন নমিনেশন@ব্রেকিংবর্ডারস.নেট (nomination@breakingborders.net ) এ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .