কাজাখস্তান: শিশু এবং রাষ্ট্রপতির ভাষণ সম্বন্ধে

কাজাখস্তানের ব্লগাররা শিশু এবং জাতির উদ্দেশ্য দেওয়া দেশটির রাষ্ট্রপতির বাৎসরিক ভাষণ নিয়ে আলোচনা করছে। শিশুদের নিয়ে আলোচনার বিষয়টি সম্ভবত ক্যাসি জনসনের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে সূত্রপাত হয়েছে। ক্যাসি জনসন বহুজাতিক ওষুধ কোম্পানী জনসন এন্ড জনসনের উত্তরাধিকারিণী ছিলেন। তার মেয়ে আভা মনরোকে ২০০৭ সালে কাজাখস্তান থেকে দত্তক নেওয়া হয়।

থাউজেন্ড-পা বলছেন [রুশ ভাষায়]:

আমি মনরো নামের এই মেয়েটির কথা ভেবে সুখী, যদিও সে আবার তার মাকে হারালো। এটা অনেকটা বড়দিনের এক রূপকথার গল্পের মত- কাজাখাস্তানের এক শিশু, যে এতিম হিসেবে জন্মগ্রহণ করেছিল এখন সে জনসনের উত্তরাধিকারিণী হিসেবে বেড়ে উঠছে।

ইজাহানভ বিশ্বাস করেন যে কাজাখস্তানের সমাজকে একক একটি সমাজ করার যে ‘জাতীয় চিন্তা’ সেটির উন্নয়ন ঘটানোর সমাপ্তি হবে, শিশুদের সমাজের উপর স্তরে রাখার মধ্য দিয়ে [রুশ ভাষায়]:

শিশু, পরিবারগুলোতে অনেক শিশু রয়েছে, সকল কিছু শিশুর জন্য। চিন্তাটি খুব সাধারণ: পৃথিবীতে সন্তান এনে সমাজকে সাহায্য করা। এর লক্ষ্য হচ্ছে কোন ধরনের অভিবাসী জনগোষ্ঠী না এনে দ্রুত জনসংখ্যা বাড়ানো। তরুণদের নিজেদের অবমূল্যায়ন করা বন্ধ করতে হবে, শিশু সংক্রান্ত কাঠামো তৈরির বিষয়টি কর্মসংস্থান তৈরি করবে, বিশাল পারিবারিক উদ্যান, পর্যটনের বিকাশ ঘটাবে। এতে দেশের ভাবমূর্তিও উন্নত হবে- শিশুরাই দেশের ভবিষ্যৎ, জাতীয়তাবাদের অন্য এক সম্পদ।

মেঘাখুইমিয়াক বিস্মিত কিভাবে আধুনিক পপ শিল্পকলা আজকের দিনের শিশুদের প্রভাবিত করছে [রুশ ভাষায়]:

এখন তাদের মনের ভেতর দুটি সংস্কৃতি লড়াই করছে- একটি হচ্ছে আমেরিকান সংস্কৃতি (স্পঞ্জ বব, স্পাইডারম্যান, ব্যাটম্যান এট এল.) অন্যদিকে জাপানী সংস্কৃতি (নারুতো, বাকুগান, ব্যাটেল ব্রুউলারস, পোকেমন)। গ্রান্ড মেলোম্যান স্টোর নামের দোকানটিতে (এটি প্রধান সব ডিভিডি, গেম এবং বইয়ের খুচরা বিক্রেতা) এনিমো ও মাঙ্গার বিক্রি, সোভিয়েট চলচ্চিত্র ও বইয়ের বিক্রির প্রায় সমান।

কিন্তু কাজাখ ব্লগাররা কাজাখ হয়ে উঠবে না, যদি তারা রাজনীতি নামক বিষয়টিকে আলোচনা থেকে বাদ দিয়ে দেয়। এ বছর রাষ্ট্রপতির প্রদত্ত বার্ষিক বক্তৃতা ছিল তাদের মনোযোগের বিষয়। পিওয়াইসিএম, স্বৈরতান্ত্রিকতার মৌখিক প্রতীককে নিয়ে পরিহাস করেছেন [রুশ ভাষায়]:

সংবাদ অনুসারে রাষ্ট্রপতি সংসদে উপস্থিত জনতার উদ্দেশ্য ভাষণ [পোসলানি] প্রদান করে। উক্ত বাক্যের অনুবাদে সকল ইংরেজি শব্দ বড় হাতের “পি” অক্ষর দিয়ে শুরু হয়েছে, যার মধ্য ব্যতিক্রম ছিল জনতা বা “পিপল” শব্দটি।

ঝুলডিইয়াজ রাষ্ট্রপতির করা প্রতিশ্রুতির উপর সামাজিক এক ব্লগে মন্তব্য করেছেন, তিনি দেশটির জনতাকে প্রচুর খনিজ এবং জ্বালানি সম্পদ মজুত করার কথা ঘোষণা দিয়েছিলেন [রুশ ভাষায়]:

তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে দেশটির মূল অবসরভাতা সে সময়কার জীবনযাত্রার ব্যয়ের ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে। ঠিক আছে, অবস্থা দেখে মনে হচ্ছে কাজাখস্তান এমন এক রাষ্ট্র যার প্রচণ্ড উচ্চাশা এবং সুযোগ রয়েছে- আপনি কি কল্পনা করতে পারেন, সর্বনিম্নের অর্ধেকের বেশি……

ইডসগ যোগ করেন [রুশ ভাষায়]:

আমাদের অতি প্রিয় রাষ্ট্রপতি জানাচ্ছেন, কোন সমস্যা দেশটিকে আঘাত করবে না এবং আমরা সফলতার পথে এগিয়ে যাব। আমি মনে করি সমস্যাটি এখানেই, কারণ তেল বিক্রি, অবসরভাতার সামান্য বৃদ্ধি এবং অল্প কিছু নতুন বিদ্যালয় স্থাপন, কোন রাষ্ট্রের উন্নয়নের লক্ষণ নয়। এখনো আমাদের দেশে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেনি […], এবং জীবন যাপনের সাংস্কৃতির গুণগত মানের কোন উন্নয়ন ঘটেনি।

গত সপ্তাহে কাজাখস্তানের আদালত দেশটির সকল প্রচার মাধ্যম এবং প্রকাশনা সংস্থাকে দেশটির রাষ্ট্রপতির জামাতার সম্মান এবং মর্যাদাহানি ঘটে এমন সংবাদ ছাপানো থেকে বিরত থাকার আদেশ দিয়েছে। তিনি জ্বালানী মন্ত্রণালয়ে এক উচ্চপদস্থ কর্মকর্তা। তার বিরুদ্ধে পরপর বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়। এই অভিযোগ করেন দেশটির এক ব্যাংক কর্মকর্তা মুখতার আবলায়াজভ। এরপর ব্যাংক কর্মকর্তা দেশ থেকে পালিয়ে গেছেন, কারণ তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এডাম কেশের বলছেন [রুশ ভাষায়]:

আদালত এই ঘটনার ব্যাপারে কোন তদন্ত করেনি অথবা উভয় পক্ষকে ঘটনার সাপেক্ষে যুক্তি তুলে ধারার জন্য আহ্বান জানায়নি। আদালত কেবল একটি ব্যক্তির অনুরোধে পুরো ঘটনার উপর সেন্সরশিপ বা সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা জারী করেছে। এই ঘটনা প্রমাণ করে যে প্রশাসনের ক্ষমতার উপর বিচার বিভাগের নিন্দনীয় নির্ভরতা এই বিপর্যয়ের একটি অংশ মাত্র।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .