তিউনিশিয়া: বার বার সেন্সরশীপ আরোপ করা!

যে কোন সময়ের চেয়ে বর্তমানে সেন্সরশীপ আরোপ করা বা ব্লগ বন্ধ করে দেওয়ার নীতি যেন তিউনিশিয়া সরকারের আইনে পরিণত হয়েছে। গত দুই সপ্তাহে তিউনিশিয়ার ব্লগ জগৎ লক্ষ্য করেছে যে আম্মার (তিউনিশিয়ার সেন্সরশীপ প্রয়োগকারী যন্ত্র/মাধ্যমটিকে এই নামে ডাকা হয়) যেন ব্লগের বিরুদ্ধে অঘোষিত এক যুদ্ধ ঘোষণা করেছে, কারণ আম্মার বারবার বিভিন্ন ব্লগ বন্ধ করে দিচ্ছে।

ফাতমা আরাবিকা ও সোফিয়েনে চৌরাবির ব্লগ বন্ধ করে দেবার পর, আরো দু'টি ব্লগ বন্ধ করে দেওয়া হয়। এই দু'টি ব্লগের মধ্যে একটি ছিল ফ্রি জেইলড তিউনিশিয়ান স্টুডেন্ট (তিউনিশিয়ার জেলে পাঠানো ছাত্রদের মুক্ত কর) নামের ব্লগ। নিচের ব্লগের স্ক্রীনশট বা মূল পাতার কি অবস্থা করা হয়েছে সেই দৃশ্যটি দেখুন:

freejailed-tunisian-studenst-300x209

দ্বিতীয় যে ব্লগটি বন্ধ করছে তার নাম নকটুরনাল থটস। এই ব্লগটি বন্ধ করে দেবার ঘটনায় সারা তিউনিশিয়ার ব্লগ জগৎে এক প্রতিবাদের ঢেউ উঠেছে।

ঘাউদোয়া নাহরেক (আগামীকাল আমি এক অবৈধ অভিবাসীতে পরিণত হব) লিখেছেন:

عمار قالك ماعادش يحب أفكار ليلية.. يحب على افكار في القايلة
مدونة “أفكار ليلية” متاع خونا و صديقنا طارق الكحلاوي تعرضت اليوم للحجب بعد اكثر من الـ3 سنوات من التدوين المتواصل في المواضيع الهامة و الحساسة . مقصّ الرقابة في تونس ولات عندو دلالات اخرى و تجاوز كونه شكل من اشكال القمع و الحد من حرية التعبير بقدر ماهو وسام للمدوّن و شهادة من الرقيب نفسه في قيمة المدونة و اهمية المواضيع المطروحة فيها.
مبروك للصديق طارق و مرحبا به مجددا في نادي المدونات المحجوبة
আম্মার বলছে যে, সে আর নকটুরাল থটসকে পছন্দ করছে না। আমাদের বন্ধু ও ভাই তারেক কাহালাউয়ি তিন বছর ধরে ধারাবাহিক ভাবে কৌতূহলজনক এবং সংবেদনশীল বিষয়ে ব্লগ করার পর আবিষ্কার করেন তার ব্লগটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তিউনিশিয়ায় সেন্সরশীপের কাঁচি নতুন বিশেষত্ব অর্জন করেছে। এটা এখন আর কেবল দমন ও অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করার উপাদান নয়, এটি এখন ব্লগারদের জন্য পদক এবং যোগ্যতা প্রদর্শনের এক সনদ, কারণ সেন্সরশীপ আরোপের কারণে বোঝা যায়, সেই ব্লগের মূল্য কত এবং সে যে বিষয় নিয়ে কাজ করছে তা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের বন্ধু তারেককে অভিনন্দন এবং বন্ধ হয়ে যাওয়া ব্লগ সংঘে আপনাকে স্বাগতম।

মাতরাকা (হাতুড়ি) ব্লগার বলছে:

المدونات تصل الجميع والامكانيات تتطور كل يوم
افكار ليلية، مدونة طارق الكحلاوي، مدونة ممتازة تستحق المطالعة والقراءة ويمكن ان يكون الفرد مختلف مع طارق في هذا الموضوع او ذاك، كما يمكن ان يختلف طارق في الرأي مع هذا او ذاك، ولكن حجبها خسارة، بالطبيعة خسارة للناس الي تقرا وتهتم بالقراءة، وحجبها هو عمل متخلف مكانو الطبيعي في بداية القرن العشرين على اكثر تقدير…
ব্লগ, জনতাকে তার সাথে যুক্ত করে এবং তাদের সম্ভাবনাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যায়। নকটুরনাল থটস তারেক কাহালাউয়ির ব্লগ। এটি একটি সুন্দর ব্লগ। সবার এই ব্লগ পাঠ করা উচিত। একজন ব্যক্তি হয়ত তারেক যা বলছে তার সাথে বা অন্য কোন বিষয়ে তারেকের সাথে পুরোপুরি একমত নাও হতে পারে, তারেক হয়ত কোন এক ব্যক্তি বা অন্য যে কারো সাথে যে কোন বিষয়ে ভিন্নমত পোষণ করতে পারে। হ্যাঁ, যারা পড়ে এবং পড়তে ইচ্ছুক তাদের জন্য এটা একটা ক্ষতি, এই সেন্সরশীপ দমনমূলক এক কাজ এবং এর স্বাভাবিক জায়গা বিংশ শতকের শুরুর সময়…..

সামসুম ব্লগ “আম্মার চিন্তা পছন্দ করে না এবং সেই সমস্ত চিন্তাবিদকে পছন্দ করে না, যারা তাদের ভেতর থেকে বের হয়ে আসা জটিল চিন্তা নিয়ে ব্লগ করে,” এই শিরোনামে এক লেখায় বলছে:

واللَه مانيش مصدَق اللي مدونة طارق الكحلاوي تصنصرت خاطر نسيت اللي عمار مقص ما عندوش لوجيك يمشي بيها في ميدان التصنصير و ممكن كي فطن اللي الموضوع فيه تفكير و كلام صعيب شوية قال مانخوش الريسك و اللي خاف نجي يعني صنصر طوَا و لوَج عي سبب من بعد
الحاصل مرحبا بطارق في نادي المصنصرين و انشالله العمليَة الارهابية متاع عمار تزيد تشجعك بش تزيد تنورنا بافكارك اكثر من قبل و مدونتي مفتوحة طالما عمار موش رادد بالو
والله الواحد يحشم علي روحو كيعرف انو استاذ يكتب في صحف اجنبية و يقري في الاجانب في تاريخ الفن يتم صنصرته في بلاده لأنو تجرَء و فكَر…
আমি বিশ্বাস করতে পারিনি যে তারেক কাহালাউয়ির ব্লগ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আমি ভুলে গিয়েছিলাম “আম্মার নামক কাঁচিটির” কোন কিছু বন্ধ করার ক্ষেত্রে কোন যুক্তি প্রদান করার প্রয়োজন নেই। সে হয়ত এটি আবিষ্কার করেছে যে, চিন্তাযুক্ত যে কোন বিষয় এবং কঠিন নিবন্ধ বিপজ্জনক, অথবা প্রতিষ্ঠানটি ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা দ্রুত এই ব্লগটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ঠিক করেছে, কেন তারা এটি বন্ধ করেছে তার যুক্তি পরে খুঁজে বার করবে।

তারেক আপনাকে বন্ধ করে দেওয়া ব্লগ সংঘে স্বাগতম। আমি আশা করি আম্মারের এই সন্ত্রাসী কর্ম আমাদের আলোকিত করার কাজে আপনাকে সাহস প্রদান করবে, যা আপনি আপনার চিন্তা দিয়ে করতেন, এবং আশা করবো তা আগের চেয়ে আরো বেশি করে করবে। এবং যতক্ষণ আম্মার তার মনোযোগ আমার ব্লগে প্রদান না করছে, ততক্ষণ পর্যন্ত আমার ব্লগ আপনার জন্য খোলা রইলো।

একজন সত্যিই লজ্জিত হয়, যখন সে জানতে পারে যে একজন অধ্যাপক বিদেশী সংবাদপত্র লেখে এবং বিদেশী শিল্পের ইতিহাস শিক্ষা দেয়, তার লেখা তার নিজের দেশ সেন্সর করে (ব্লগ বন্ধ করে দেয়), কারণ তিনি চিন্তা করার মত সাহস প্রদর্শন করেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .