চীন: চীনা টুইটার ব্যবহারকারীদের উপরে জরিপ

কেনেঙ্গবা গত ২৭শে জানুয়ারী, ২০১০ তারিখে চীনা টুইটার ব্যবহারকারীদের উপরে একটি জরিপ প্রকাশ করেন। চীনে টুইটারের ইতিহাস দেখানো ছাড়াও, এই ব্লগার জানতে চান কেন চীনা নেটিজেনরা গ্রেট ফায়ার ওয়াল পার হওয়ার এই কষ্টের মধ্যে দিয়ে যান টুইটারে ঢোকার জন্য। তিনি প্রায় ১০০০টি সাড়া পান আর প্রাপ্তিগুলো তার ব্লগে পোস্ট করেন

数据显示13%的受访者为女性,87%为男性。这与大多数人的预测基本吻合,中文Twitter圈子阳气过重,男性推友应该鼓励身边的女性朋友上Twitter,不然,按照这个比例,在Twitter上找到女朋友的几率不会很大。

তথ্য অনুসারে, সাড়া দানকারীদের মধ্যে ১৩% নারী আর ৮৭% পুরুষ যা বেশীরভাগ মানুষের মতামতের সাথে মিলেছে। চীনা টুইটার জগৎ খুব বেশী পুরুষ বেষ্টিত। পুরুষ টুইটার ব্যবহারকারীদের উচিত তাদের নারী বন্ধুদের টুইটার ব্যবহারে উৎসাহী করা না হলে এখানে মেয়ে বন্ধুর সাক্ষাৎ পাওয়ার সম্ভাবনা খুব কম হবে।

数据显示大多数推友的年龄在21-29岁之间,这部分推友占了将近70%的比例。…在接受调查的推友里,年龄最小的是12岁,最大的为55岁。下面是年龄分布直方图,很明显地,推友的年龄呈正态分布…

৭০% টুইটার ব্যবহারকারীদের বয়স ২১-২৯ বছর, সব থেকে কনিষ্ঠ টুইটার ব্যবহারকারীর বয়স ১২ আর জ্যেষ্ঠ টুইটার ব্যবহারকারীর বয়স ৫৫। নীচে বয়সের উপরে একটা বার চার্ট দেয়া হল। এটা সাধারণভাবে ভাগ করা।

持有或即将持有本科学历的占了中文Twitter用户的绝大部分,硕士学历的推友是Twitter中文圈的第二大群体,接下来是大专学历的推友。

同时我们也应该注意到,一群高中生正在向Web2.0拥抱。

若干年前,有着自由思想的大学生做了一件轰动的事。现在,掌权者怎么可能轻易让大学生上Twitter?

বেশীরভাগ ব্যবহারকারীর স্নাতক ডিগ্রী আছে আর তার পরে মাস্টার্স ডিগ্রী আর এর পরে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার।

লক্ষ্য করে থাকবেন যে উচ্চ বিদ্যালয়ের একদল ছাত্র ওয়েব ২.০ এর দিকে ধাবিত হচ্ছে।

অনেক বছর আগে, মুক্ত চিন্তার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের ইতিহাসের দাগ কেটেছিলেন, কর্তৃপক্ষ কখনো স্নাতক পূর্বদের টুইটার ব্যবহার করতে দেবেন না।

将近一半的受访推友来自北京、上海、广东三地,接下来分别是:浙江、江苏、福建。。。这6个地区的推友占了总数的67%。从地图上看,这6个地区都位于沿海地区,经济相对比较发达。

অর্ধেকের বেশী সাড়া দানকারী বেইজিং, সাংহাই আর গুয়াংদোং থেকে আর তার পরে জেজিয়াং, জিয়াংসু আর ফুজিয়ান…এই ছয় অঞ্চলে ৬৭% সাড়া দানকারী আছেন। তারা সমুদ্র তীরবর্তী এলাকায় অবস্থিত আর তুলনামূলকভাবে সচ্ছল।

从数据里可以看到,学生推友占了将近30%,然后是“计算机软、硬件”行业15%、“互联网产品相关”12.5%。如果将后两者归类为IT行业,那学生和IT人士占了推友的50%以上,他们是Twitter的主力军。

ডাটা থেকে দেখা যায় যে প্রায় ৩০% সাড়া দানকারী ছাত্র আর তার পরে কম্পিউটার সফ্টওয়্যার আর হার্ডওয়্যার বিভাগ (১৫%) আর তার পরে ইন্টারনেট সংশ্লিষ্ট উৎপাদন সেক্টর (১২.৫%)। এই দুটিকে যদি আমরা আইটি ব্যবসার মধ্যে ভাগ করে নেই, তাহলে আমরা দেখতে পারি যে ছাত্র আর আইটি কর্মকর্তারা টুইটার গোত্র গুরুত্বপূর্ণ অবদান রাখছেন যেহেতু তারা দুইয়ে মিলে ৫০% এর বেশী সাড়া দানকারী গঠন করেছেন।

আর ওই প্রশ্ন যে কেন তারা টুইটারে যেতে এত কষ্ট স্বীকার করেছেন, এখানে তার উত্তরের তালিকা দেয়া হল:

1、了解真相,开拓视野
2、用微博客随时随地记录生活、分享生活
3、获取资讯,关注民主政治
4、因为饭否被关了
5、每周要给火星同事扫盲(误),把twitter作为各种八卦消息来源
6、开始是为了follow喜欢的球星,后来渐渐喜欢上twitter的一切!
7、觉得twitter的交流方式很有趣
8、在这里信息无审查,信息最原始的传递逻辑得以在twitter保留
9、打发时间
10、看腿叔(@kcome)
11、我从可能吧知道这个东西,我觉得作为一名党员应该尽可能的多了解世界。
12、在这儿我想说什么就说什么。而不用去考虑,这句话我该不该说,该怎么说。会不会说过了而触犯了什么“法律”。 这就是自由的味道,我喜欢这种味道。
13、在政治灌输很严重的军校,Twitter让我能保持独立的公民意识。
14、大学老师介绍
15、这里说谎的人少
16、工作需要
17、新闻系学生的必然选择
18、仅凭对新技术的热爱
19、最早是因为某暗恋的女生在上Twitter,所以我也…
20、为什么不上twitter?

১) সত্য জেনে দিগন্ত উন্মোচনের জন্য।

২) নিজস্ব জীবন লিপিবদ্ধ করে সবার সাথে ভাগ করে নেয়ার জন্য।

৩) তথ্য পাওয়ার আর গণতন্ত্র সম্পর্কে আমার চিন্তা প্রকাশের জন্য।

৪) ফ্যানফু বন্ধ করে দেয়া হয়েছে তাই।

৫) সমস্ত গুজব পেয়ে তথ্য পরিষ্কার করার জন্য মার্সে থাকা আমার সহকর্মীদের জন্য।

৬) যে গ্রহ আমি পছন্দ করি তা অনুসরণ করা আর পরে টুইটারের সব কিছুর প্রেমে পড়ে যাওয়া।

৭) টুইটারের বিনিময় খুব আগ্রহ উদ্দীপক।

৮) এখানে কোন সেন্সরের কাঁচি নেই আর এখানে যোগাযোগ রক্ষা করা যায়।

৯) সময় ক্ষেপণের জন্য।

১০) আঙ্কেল লেগ@কেকমকে অনুসরণের জন্য।

১১) আমি কেনেঙ্গবা থেকে টুইটার সম্পর্কে জানতে পারি আর অনুভব করি যে দলের সদস্য হিসেবে এই ব্যাপারটি সম্পর্কে আমার আরো জানা উচিত।

১২) আমি এখানে বলতে পারি আমি কি চাই এটা বিবেচনা না করে যে এটা আমার বলা উচিত কিনা বা কি করে বলা দরকার। আমি কোন আইন ভঙ্গ করবো কিনা। স্বাধীনতার এই স্বাদ আমি উপভোগ করি।

১৩) সেনা স্কুল যেখানে ভাবাদর্শ খুব কঠোর, টুইটার আমাকে আমার স্বাধীন নাগরিকের মনস্তত্ত্ব ধরে রাখতে সাহায্য করে।

১৪) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে এখানে পরিচিত করেছেন।

১৫) এখানে কম মিথ্যুক আছে।

১৬) চাকুরির প্রয়োজনে।

১৭) সাংবাদিকতার ছাত্রের জন্য অবশ্যম্ভাবী পছন্দ।

১৮) নতুন প্রযুক্তির জন্য আবেগ।

১৯) প্রথমত আমি এখানে আসি কারন টুইটার ব্যবহার করে এমন একজন মেয়েকে আমি পছন্দ করি…

২০) কেন না?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .