চীন: তরুণ প্রজন্ম কনফুসিয়াসকে কি ভাবে দেখে

গুজব ছড়িয়ে পড়ে যে চীনের সকল প্রেক্ষাগৃহ থেকে ২ডি বা দুই মাত্রার “অবতার” নামের চলচ্চিত্রটি উঠিয়ে নেওয়া হবে। আর এটি করা হবে চীনের নিজস্ব চলচ্চিত্র কনফুসিয়াসের জন্য। এই ধরনের সংবাদ ছড়িয়ে পড়া সত্ত্বেও চীনের সরকারি কমকর্তারা দ্রুত বিষয়টি অস্বীকার করে। কনফুসিয়াস ছবিটিকে নিয়ে সকল গুজবও যদি বিভ্রান্তি হয় তারপরেও তারা একটি সত্যেকে ধারণ করে।

প্রায়শ:ই চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কৃতিক প্রতীক হিসেবে কনফুসিয়াসকে বিবেচনা করা হয়। তাকে চীনের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং চীনা সভ্যতার উৎস বলে ধরে নেওয়া হয়। তবে সাহিত্যিক বাস্তবতায় তাকে যে ভাবে চিত্রিত করা হউক না কেন, হাজার হাজার বছর ধরে বিভিন্ন মানুষ নিজেদের কার্যসিদ্ধির জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কনফুসিয়াসকে নির্মাণ করেছে। চীনের রাজার তাকে স্বর্গের প্রতীক হিসেবে তুলে ধরেছিল। এই কাজটি তারা করেছিলেন তাদের ক্ষমতাকে অসীম করার জন্য; এখন এই সময়ের নেতারা কনফুসিয়াসের প্রশংসা করেন একটি সুন্দর ঐক্যবদ্ধ সমাজের ধারণাকে বাস্তবায়িত করার জন্য; এদিকে জাতীয়তাবাদীরা এদের সাথে যোগ দিয়েছে, কারণ কনফুসিয়াস ছিলেন চীনা নাগরিক।

এই প্রক্ষাপটে এই গুজব ছড়িয়ে পড়াটা কোন বিস্ময়কর বিষয় নয়, বিশেষ করে যখন তা টাকা নিয়ে আসার সাথে জড়িত। অনেকে ব্যঙ্গ করছে যে, অলৌকিক আলোকধারী কনফুসিয়াস হয়তো আরো একবার রাষ্ট্রের উদ্দেশ্য পূরণে ব্যবহার হতে যাচ্ছে। কর্তৃপক্ষ জনতাকে আদেশ প্রদান করে নিশ্চিত করতে চাইছে যে, লোকজন এই নতুন ছবিটি দেখবে। এর জন্য কর্তৃপক্ষ একটা পশ্চিমা ছবিকে বিতাড়িত করতে চাইছে, যা অনেক চীনা নাগরিকের মনে ছবিটির প্রতি এক সহানুভূতির জন্ম দিয়েছে।

প্রশ্ন জাগে, চীনের তরুণ প্রজন্ম কিভাবে কনফুসিয়াকে দেখে? রেনরেন.কম চীনে সবচেয়ে বড় সোশাল নেটওয়ার্ক বা সামাজিক যোগযোগ সেবা প্রদান করে থাকে। মূলতঃ তা তরুণদের জন্য তৈরি করা সাইট। সেখানকার এক পাতা কনফুসিয়াসকে নিয়ে তরুণদের কিছু কৌতূহলী ভাবনা আমাদের সামনে তুলে ধরছে।

রেনরেন.কমের এক পাতার যেখানে কনফুসিয়াস নিজেকে প্রকাশ করেছে, সেটি প্রকাশিত হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৭৭,০০০ ব্যক্তি তার সাথে বন্ধুত্ব করেছে এবং তার পাতায় প্রায় ২৭,০০০-এর মত মন্তব্য করে রেখে গেছে। যদিও এইসব মন্তব্যের কোনটার কোন জবাব আসেনি।

মন্তব্যের পাতায় এক নজর চোখ বুলালেই দেখা যাবে যে এখানে প্রবেশ করা বেশিরভাগই ব্যক্তি তার কাছে সনির্বন্ধভাবে সাহায্যের অনুরোধ জানাচ্ছে। একজন সন্ত-দেবতার ভূমিকা পালন করা কনফুসিয়াসের কাছে সবাই সাহায্য চায়, আর এইসব সাহায্যের কারণ একটাই, যেন সন্ত কনফুসিয়াস তাদের স্কুলের পরীক্ষায় পাশ করিয়ে দেয়।

圣人~物理化学分数还没出来~来拜一拜~您懂的~!

সাধু–বাবা, আমার পদার্থবিদ্যা ও রসায়নশাস্ত্রের নম্বর এখনো প্রকাশিত হয়নি~ আমি তোমার পূজা করি/ কৌতৌ [মাথা নোয়াই] করি- তুমি বুঝতে পারছে আমি কি চাচ্ছি!

孔嗲嗲 来看你咯 虽然不知道你的幕后操纵者是谁 但还是很虔诚的拜拜你 今天下午最后一门哦 爷懂得哈~

বাবা কং (কুনফিসিয়াসের পরিবারিক নাম “কং”)- আমি তোমার কাছে এসেছি। আমি জানি না তোমার পাতা নির্মাণের পেছনে কে আছে, তারপরেও আমি গভীর শ্রদ্ধার সাথে তোমার পূজা করি/ কৌতৌ করি। আজ দুপুরে আমার শেষ পরীক্ষা। হে পরম পিতা, তুমি বুঝতে পারছ আমি কি বুঝাতে চাইছি‌~

爷爷,保佑老师手下留情…………保佑我今天可以上百度………

হে জ্ঞানী-বৃদ্ধ, আমাকে আশীর্বাদ করুন যেন শিক্ষকরা আমার প্রতি দয়া প্রদর্শন করে.. আর্শীবাদ করুন যে, আমি যেন আজ বাইডু.কমে প্রবেশ করতে সক্ষম হই

我也拜一下..子曾经曰过..中文写作不挂科!!

আমিও তোমার পূজা/ কৌতৌ করতে এসেছি, একদা তুমি বলেছিলে: তোরা চীনা ভাষার উপর পরীক্ষা দিতে গিয়ে ফেল করবি না!

孔圣人…我的线代啊…

কনফুসিয়াস, আমার লিনিয়ার এলজেব্রার (একরৈখিক বীজগণিত) কি হবে!

拜什么也不如拜孔老夫子有用。我知道您古往今来什么都懂。2500年不是距离。明天Computer arch。晚生靠您托梦了。如果我睡的话。

অন্য যে কারো চেয়ে প্রাচীন কনফুসিয়াসের প্রার্থনা অনেক গ্রহণযোগ্য। আমি জানি তুমি ইতিহাসের সকল কিছু জান, ২৫০০ বছরের কোন কিছুই আর বাকী নেই। আগামীকাল আমার কম্পিউটার আর্কিটেকচার পরীক্ষা। আমি তোমার কাছে অনুরোধ করি, স্বপ্নে তুমি আগামীকালের প্রশ্নপত্র ফাঁস করে দাও, অবশ্য যদি আমি রাতে আদৌ ঘুমাতে পারি।

子啊~据可靠消息,这次考试语文的作文题目就是针对您老人家的某句话写篇议论文,鉴于本人十分不擅长议论文,故前来拜拜,望给予灵感~

কনফুসিয়াস~খুব বিশ্বস্ত সূত্রের খবর মোতাবেক আমাদের পরবর্তী পরীক্ষার লিখিত কাগজে তোমার বাণী বিশ্লেষণের উপর এক প্রশ্ন থাকবে, যেখানে আপনার একটি বাণীকে বিশ্লেষণ করতে হবে। আমি লেখার ব্যাপারে তেমন ভালো না, এই বিষয়টি বিবেচনা করে আমি তোমার পূজা/ কৌতৌ করতে এসেছি, আমি চাই তুমি আমাকে অনুপ্রাণিত কর।

এখানে উল্লেখ করা যেতে পারে অনুবাদ করার সময় “拜” শব্দটির অনুবাদ নিয়ে আমি খানিকটা দ্বিধান্বিত রয়েছি। এটাকে “উপাসনা” হিসেবে অনুবাদ করা যায়। তবে উপাসনা করাকে এই ঘটনার চেয়ে অনেক বেশি বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে বিবেচনা করা হয়। চীনে অনেক লোক সকল ধরনের মন্দির ভ্রমণ করে এবং যে কোন দেবদেবীর সামনে কৌতৌ করে, যা সুন্দর ভবিষ্যতের এক প্রতিশ্রুতি বয়ে আনবে বলে বিশ্বাস করা হয়। বলা যেতে পারে যে এখানে কনফুসিয়াসকে এমন একজন দেবতা হিসেবে বিবেচনা করা হয়, যিনি চীনা প্যানথিয়ন বা মন্দিরে বাস করেন (গ্রীসের প্যানথিয়ান হচ্ছে এমন এক এলাকা যেখানে দেবতার বা আদর্শ একদল লোক বাস করেন) ।

সাহায্য চাওয়া ছাড়াও বিভিন্ন কারণে তাকে স্মরণ করা হয়। অনেকে তাকে জাতীয় আবেগের প্রতিফলন হিসেবে দেখে।

恩,中国文化!绝对中国!

হ্যাঁ এটা চীনা সংস্কৃতি! যা উচ্চারিত হয়েছে চীনা ভাষায়!

অন্য মন্তব্য কেবল বিনোদনের জন্য।

夫子…你懂我的…拜!

কনফুসিয়াস! তুমি তো বোঝ আমি কি বুঝাতে চাইছি! উপাসনা/ কৌতৌ!

二哥 您憔悴了 让这帮小学生给你折腾的 您老主意身体。

ভ্রাতা নম্বর ২, মনে হচ্ছে তুমি ক্লান্ত। প্রাথমিক স্কুলের লোকদের হয়রানি সত্ত্বেও তোমাকে তোমার শরীরের যত্ন নিতে হবে,( কনফুসিয়াস পিতার দ্বিতীয় পুত্র ছিলেন)।

老头,中国现在有一帮2B拿你拍烂片来着,你被糟践了啊,对你深表同情一下.

হে প্রবীণ, এই সময় চীনে একদল নির্বোধ রয়েছে, যারা তোমাকে নিয়ে এক ভয়াবহ চলচ্চিত্র তৈরি করেছে। তোমাকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমি তোমাকে আমার অন্তরের সহানুভূতি জানাতে এসেছি।

তাকে ব্রাদার চুনের সাথেও তুলনা করা হয়। চুন জনপ্রিয় ইন্টারনেট চরিত্র যাকে সুপার গার্ল বা অতিশক্তিশালী বালিকা লি ইয়ুচুনের অনুকরণে বানানো হয়েছে, যার একই ধরনের দৈব শক্তি রয়েছে

春哥孔子一起拜

আমি ব্রাদার চুনের উপাসনা /কৌতৌ করি এবং তার সাথে কনফুসিয়াসের উপাসনা করি!

他们都拜春哥。我觉得,还是拜你比较现实。

সকলেই ব্রাদার চুনের উপাসনা/ কৌতৌ করছে, কিন্তু আমি মনে করি তোমার উপাসনা/কৌতৌ করা অনেক বেশি বাস্তবসম্মত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .