আজারবাইযান: ভিডিও ব্লগার দুই তরুণ এক্টিভিস্টকে জেলে বন্দি রাখার কারণে লন্ডন ও প্যারিসে বিক্ষোভ প্রদর্শন

A-1যে দিন বন্দি তরুণ ব্লগিং এক্টিভিস্ট আদনান হাজিজাদে এবং এমিন মিলির আবেদনের শুনানি হবার কথা ছিল, সেদিন এই দুই ব্যক্তির সমর্থকরা লন্ডন ও প্যারিসে অবস্থিত আজারবাইযান দুতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। এই বিচারকার্য সেদিন আদালত স্থগিত ঘোষণা করা হয়, কিন্তু এবার অভিযুক্তদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এটি করা হয়। ফ্রান্সের বিক্ষোভ প্রদর্শনীর আয়োজন করেছিল অভিযুক্তদ্বয়ের সমর্থকদের সাথে যৌথভাবে সীমান্তবিহীন সাংবাদিকের দল। এদিকে, সোশাল মিডিয়া বা সামাজিক প্রচারমাধ্যমের গুরু ড্যান ম্যাককুইলান লন্ডনের বিক্ষোভ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

a2

@ড্যানম্যাককুইলান, #এমিনআদনানের জন্য অনুষ্ঠিত লন্ডনের এই বিক্ষোভ প্রদর্শনী বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আমি এই বৃষ্টি উপভোগ করার চেষ্টা করছি, কারণ বন্দিরা কখনোই এই বৃষ্টি উপভোগ করতে পারবে না।

a3

a4

a5

প্যারিসের বিক্ষোভ প্রদর্শনী © এহসান মালিকির তোলা, এটি আদনান হাদিজাদে এবং এমিন মিলি সমর্থক কমিটির অনুমতিক্রমে প্রকাশ করা হল।

ইউরোপীয় ইউনিয়নের সভাপতি, ইউরোপীয় সংসদের সংসদীয় সম্মেলন (পার্লামেন্টারি এ্যাসেম্বিলি অফ দা কাউন্সিল অফ ইউরোপ বা পিএসিই), ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠান (অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোপারেশন ইন ইউরোপ বা ওএসসিই) মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এবং সীমান্তবিহীন সাংবাদিকের দল এই বিচারের নিন্দা জানিয়েছেন। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উভয় বন্দিকে ‘বিবেকের বন্দি’ বলে অভিহিত করেছে

এই বিচারের প্রেক্ষাপট গ্লোবাল ভযেসেস অনলাইনের ককেশাস এলাকার উপর করা ২০০৯ সালের ব্লগ পর্যালোচনায় পাওয়া যাবে এবং একই সাথে তা থ্রেটেন ভয়েসেসে রয়েছে।

zoom_poster

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .