সিরিয়া: সাংবাদিক মায়েন আকেলকে এখনো বন্দি করে রাখা হয়েছে

Maen-Akelমায়েন আকেল সিরিয়ার একজন সাংবাদিক। তাকে ১১ নভেম্বর, ২০০৯ তারিখে গ্রেফতার করা হয়। সিরিয়ান ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্ট (রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা) তাকে দামেস্ক থেকে গ্রেফতার করে। গ্রেফতারের ৪৮ ঘন্টার মধ্যে তাকে তার রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকা আল থাউরা থেকে বহিষ্কার করা হয়। কেন তাকে গ্রেফতার করা হয়েছে, তার কারণ এখনো জানা যায়নি।

আকেলকে সবাই চিনত তার আক্রমণাত্বক এবং প্রায়শ:ই সমালোচনামূলক লেখার জন্য। তিনি সরকারের দুর্নীতি ও সাধারণ সিরিয়াবাসীদের জীবনে যে দৈন্যদশা প্রভাব বিস্তার করেছে তার সমালোচনা করতেন। এটা জানানো দরকার যে, তিনি প্রায় নয় বছর রাজনৈতিক বন্দি ছিলেন। কমিউনিস্ট লেবার বন্ড- নামক প্রতিষ্ঠানের সদস্য হবার কারণে তার এই শাস্তি হয়েছিল।

যখনই আকেলকে গ্রেফতার করা হয়েছে, তখন থেকে তার বন্ধুরা তার উদ্দেশ্য নিবেদিত একটি ব্লগ তৈরি এবং তার রক্ষণাবেক্ষণ করছে [আরবী ভাষায়]। এখানকার এক পোস্টের উদ্ধৃতি দিয়ে আলি দিয়োব বলছেন [আরবী ভাষায়]:

الصحفي عار، كعري كل أحد آخر، و كل شيء، في سورية، أمام سلطة عارية هي الأخرى أمام خوفها، الذي عكست صورته في شهوة مذعورة للتحكم الاستبدادي، حتى بالأموات.
একজন সাংবাদিক এক নগ্ন ব্যক্তি, সিরিয়া ব্যতিত আর সকলের মত এবং সকল জিনিসের মত। এক কর্তৃপক্ষের সামনে তার ভয়ের কারণে যে নগ্ন ব্যক্তিতে পরিণত হয়।

এক ভিন্ন পোস্টে সিরিয়ায় ব্যক্তির দ্বারা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে মাজেন দারবিশ মন্তব্য করেছে [আরবী ভাষায়]:

أخطأ معن حين صدق , كما صدقنا , و كما صدق الكثيرون . . . أنه رغم قانون الطوارئ من الممكن إحداث فرق ايجابي في الحياة السورية عندما يتعلق الموضوع بالمصلحة الوطنية
মায়েন এক ভুল করেছে, যখন সে বিশ্বাস করেছিল। যেমনটা আমরা এবং অনেকে বিশ্বাস করে থাকি যে, জরুরী আইন সত্ত্বেও সিরিয়ার জীবনযাত্রার উপর এক ইতিবাচক প্রভাব তৈরি করা সম্ভব, যখন তা জাতীয় আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়।

সিরিয়ার ব্লগ حركشات (হারকাশত) মাজেন কোন এলমাজ-এর লেখা এক প্রবন্ধ প্রকাশিত করেছেন, যেখানে তিনি বলেছেন:

ما نزال بانتظار التهم التي ستوجه لمعن , كي نتمكن أكثر من فهم أين يقف معن اليوم من كل ما قاله بالأمس ومن حياته الجديدة ومن سجانيه ومما سيمكنه ( أو لا يمكنه ) أن يكتبه في الغد, لكن ما يبدو حتى الآن أننا أمام رجل انتهى إلى السجن لأنه اعتبر بيوت الفقراء التي فتحت أمامه أبوابها جزءا أصيلا من عالمه, تماما مثل بيته الخاص , لأنه لم يستطع التخلص منهم كجزء من أسرته الشخصية, لذلك يستحق معن منا تنهيدة عميقة, يستحق قلق انتظار صديق حميم
মায়েন-এর বিরুদ্ধে অভিযোগ কি, তা জানার জন্য এখনো আমরা অপেক্ষা করে আছি। যাতে আমরা বুঝতে পারি যে তার বক্তব্যের সাপেক্ষে আজ তার অবস্থান কোথায়, তাকে কারাগারে প্রেরণের ক্ষেত্রে এবং সে ভবিষ্যৎে কি লিখতে পারবে বা পারবে না, তার ক্ষেত্রে। এখন আমরা একজন মানুষের মুখোমুখি যে জেলের ভেতরে, কারণ সে গরিব মানুষদের ঘরের কথা বিবেচনা করত, যার দ্বার তার জন্য উন্মুক্ত ছিল। যা ছিল তার ক্ষেত্রে বিশ্বের এক সহজ অংশ, ঠিক তার ঘরের মত। কারণ তিনি তাদের পরিত্যাগ করেন নি। এ কারণে মায়েন আমাদের কাছ থেকে এক গভীর দীর্ঘশ্বাস লাভের অধিকারি। এক প্রিয় বন্ধুর জন্য আমাদের যে উদ্বেগ অপেক্ষা করে, এটা তার অধিকার।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .